ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ঃ ২০১৫ সন থেকে ২০১৮ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে কেবল তারাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

সময়সূচি

ভর্তি প্রার্থীরা ০৮/০৩/২০২১ তারিখ বিকেল ৪.০০টা থেকে ৩১/০৩/২০২১ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত সময়ের মধ্যে ইন্টারনেটের-এর সুবিধা সম্বলিত কম্পিউটার থেকে ঢাকা ভার্সিটির ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ইউনিটতারিখবারসময়সূচি
ক-ইউনিট২১/৫/২১শুক্রবারসকাল ১১-১২ঃ৩০ টা
খ-ইউনিট২২/৫/২১শনিবারসকাল ১১-১২ঃ৩০ টা
গ-ইউনিট২৭/৫/২১বৃহস্পতিবারসকাল ১১-১২ঃ৩০ টা
ঘ-ইউনিট২৮/৫/২১শুক্রবারসকাল ১১-১২ঃ৩০ টা
চ-ইউনিট (সাঃ জ্ঞান)৫/৬/২১শনিবারসকাল ১১-১২ঃ৩০ টা
চ-ইউনিট (অংকন)১৯/৬/২১শনিবারসকাল ১১-১২ টা

আরো দেখুন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

ইউনিট পরিচিতি

ক-ইউনিটঃ বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখার ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবে।

খ-ইউনিটঃ কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুবদ-এর সকল বিভাগ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা, (বি.এ সম্মান) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশী ভাষায় সম্মান কোর্স এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিষয়।

  • গ-ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদ ব্যবসায় শিক্ষা এবং IGCSE/O Level এবং IAL/GCE A Level বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে।
  • ঘ-ইউনিটঃ বদলি ইউনিট – মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা এবং IGCSE/O Level এবং IAL/GCE A Level বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে।
  • চ-ইউনিটঃ চারুকলা পরিষদ

ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

আরো দেখুন-

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১, ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, DU ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

Leave a Comment