বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৩ সনের 8৭ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদনযোগ্য জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি |
ওয়েবসাইট | https://bsmrmu.edu.bd |
খালিপদ | ১১ টি |
পদের সংখ্যা | ১৪ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/বিএ |
আবেদনের শেষ তারিখ | ১৪ অক্টোবর |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/সরাসরি |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ ২০২৫
- শূণ্যপদঃ ১১টি
- সর্বমোট জনবল নিবেঃ ১৪ জন
- আবেদনের শেষ সময়ঃ ১৪ অক্টোবর
- আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬
আরো দেখুন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আবেদনের সময় লক্ষ্যণীয়
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ১৪ অক্টোবর তারিখ এর মধ্যে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় ডাকযোগে/সরাসরি অফিস সময়ের এর মধ্যে পৌছাতে হবে। আবেদন ফরমসমূহ এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা রেজিস্ট্রার অফিস হতে সংগ্রহ করা যাবে।
প্রার্থীত পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান /যোগাযোগের ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকেট সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে ।
বিএসএমআরএমইউ জেনারেল ফান্ড-এর অনুকূলে যে কোন তফশিলী ব্যাংক হইতে ১-৩ নং পদের জন্য ৮০০ (আটশত), ৪-৫ নং পদের জন্য ৫০০ (পাঁচশত) ও ৬-১১ নং পদের জন্য ২০০ (দুইশত) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে
আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে- অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করিতে হইবে।
প্রাথীকে আবেদনপত্রের সাথে সদ্যতোলা ৫ সে.মি * ৫ সে.মি সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদের সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা কোটার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি ও অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
গত ১৯ আগস্ট ২০২১ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত করোনাকালীন বয়সসীমা নির্ধারণী প্রজ্ঞাপন অনুযায়ী বিগত ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকিতে হইবে।
শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে গত ১৯ আগস্ট ২০২১ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত করোনাকালীন বয়সসীমা নির্ধারণী প্রজ্ঞাপন অনুযায়ী বিগত ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকিতে হইবে।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতর পদে আবেদনের জন্য বয়স প্রযোজ্য নহে। বিভাগীয় প্রার্থী বলতে এই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট পদে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারী।
নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অসম্পূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের মাধ্যম ইংরেজী বিধায় প্রার্থীর ইংরেজীতে পারদর্শীতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ ডাকযোগে পত্র মারফত এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
গ্রেডিং পদ্ধতির সঙ্গে বিভাগ/শ্রেণির সমতাকরণের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের-শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ সংখ্যক প্রজ্ঞাপন, তারিখ ০২ মার্চ ২০১০ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিজিপিএ’র জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ১১/৫-১অংশ)/৫৮২ সংখ্যক প্রজ্ঞাপন, তারিখ ০২ জুন ২০০৯-এর (২) (ক), (খ) ও (গ) অনুসৃত হইবে।
চাকুরীরত প্রার্থীদের অবশ্যই স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম ৫নং মোহরা ওয়ার্ডের হামিদচর এলাকার মৌজা চর রাামাটিয়া ও বাকলিয়া, থানা বন্দর, জেলা চট্টগ্রাম-এ স্থানান্তরের প্রক্রিয়া চলমান এবং ২০২৪ সাল নাগাদ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হবে। উপরোল্লিখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে।