📁 পদ ক্যাটাগরি: ২ টি
👥 পদের সংখ্যা: ৮০০ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট ২০২৫
৮০০টি পদে বীজ এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। উক্ত সংস্থার কার্যক্রম সম্প্রসারণে লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর এবং রাজশাহী বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
বিজ এনজিও নিয়োগ ২০২৫
আবেদনযোগ্য জেলা | সকল জেলা |
চাকরির ধরন | এনজিও চাকরি |
এনজিও সংস্থা | বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ/বীজ) |
পদের সংখ্যা | ৮০০ জন |
বয়সসীমা | ২২-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/অনার্স/মাস্টার্স |
আবেদনের শেষ তারিখ | ০৭ আগস্ট, ২০২৫ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ মাঠ কর্মকর্তা (গ্রেড-১)
পদ সংখ্যাঃ ৬০০ জন
বেতনঃ ২৮০০০-৩৫০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী
পদের নামঃ মাঠ কর্মকর্তা (গ্রেড-২)
পদ সংখ্যাঃ ২০০ জন
বেতনঃ ২৬,০০০-৩২,০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ
আবেদন এর ঠিকানাঃ বরাবর, পরিচালক, প্রশিক্ষক ও মানবসম্পদ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস, প্রধান কার্যালয়, বাড়ি নং- ৮/বি, রোড নং- ২৯, গুলশান-১, ঢাকা-১২১২।

আবেদনের নিয়মঃ সকল প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি/ জন্ম নিবন্ধন সনদ, দুই কপি ছবি এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রটি আগামী ৭-৮-২০২৫ ইং তারিখের মধ্যে উপরে দেয়া ঠিকানায় প্রেরণ করতে হবে।
আমি চাকরি করি C S S এনজিও তে বয়স আমার 34.আমি কি আবেদন করতে পারবো।বীজ এনজিও আমার কাছে সবচেয়ে ভালো একটি সংস্থা ।
আমার এনজিও বা কোনো চাকরিতে অভিজ্ঞতা নেই কিন্তু চাকরি টা আমার জন্য খুবই দরকার আমি বর্তমানে অর্নাস ১ম বর্ষের ছাত্র আমি কি চাকরির জন্য আবেদন করতে পারব
আবেদন পত্র
আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি,, যদি চাকরি হয়ে গেলে,, সবচেয়ে বেশি ভাল হতো,,
economice a honours koresi,exprience ase 1year,gred 1 a kaj korte agrohi,01778263575
খুব সুন্দর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন
আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ
Ami to Chittagong a taki Chittagong abedon kevabe korvo
অবশ্যই পারবেন
এই নিয়োগের পরিক্ষা কি হয়ে গিয়েছে?
কেউ জানলে খুশি হতাম
ভাই।degree পাস করছি।কিনডু এখোনো সারটিফিকেট আসে নাই।কম্পিউটার থেকে marksheet উঠাইছি ওই টা দিয়ে কি হবে
আমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিছি। আমি কী আবেদন করতে পারবো।
Mone hoy hobe na
আমি বীজ এনজিওতে এ্যাপ্লাই করতে চায়। আমি কিভাবে যোগাযোগ করব। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন।
জনাব আসসালামু আলাইকুম আপনি জেনে আনন্দিত হবেন যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ও সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা ও সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা এদেশের লক্ষ কোটি বেকার তরুণ-তরুণীদের চাকরি খোঁজার একমাত্র মুখপাত্র পত্রিকা তিনটি সরকারি মিডিয়াভুক্ত ও দীর্ঘ 30 বছর যাবত নিয়মিত ঢাকা থেকে প্রকাশিত হয়ে আসছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সার্কুলেশন( ২ লক্ষাধিক) চাকরির বিজ্ঞাপন পত্রিকার বর্তমান সার্কুলেশন( ৮০ হাজার ) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার সার্কুলেশন ( ১ লক্ষাধিক) সারা বাংলাদেশর প্রতিটি থানা এবং ইউনিয়নে এ পত্রিকার তিনটি পাওয়া যায় ।আনন্দের বিষয় এই যে দেশের বেকার তরুণ-তরুণীদের জন্য বস্তুনিষ্ঠ চাকরি তথ্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে অত্যাধুনিক সৌন্দর্য ও বর্ধিত কলেবরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পত্রিকা তিনটি রুচিশীল আধুনিক পাঠকের উপযোগী হয়ে আত্মপ্রকাশ করেছে।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকায়, সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায়, আপনার প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ বিজ্ঞাপন প্রদান করিলে চির কৃতজ্ঞ থাকব এবং আপনার আন্তরিকতার মহানুভবতার কথা আমরা চির কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিজ্ঞাপন হার সাদাকালো শেষের পাতা ও ভিতরের পাতা পারকলম ইঞ্চি ৪০০০×৫০%=২০০০ দুই হাজার টাকা।
সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা বিজ্ঞাপন হার সাদাকালো শেষের পাতা ও ভেতরের পাতা পারকলম ইঞ্চি ২০০০×৫০%=১০০০ এক হাজার টাকা।
সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা বিজ্ঞাপন সাদাকালো শেষের পাতা ভিতরের পাতা পারকলম ইঞ্চি২০০০×৫০%=১০০০ এক হাজার টাকা
যোগাযোগ =২৯/১এফ দৈনিক বাংলা মোড় মতিঝিল ঢাকা ১০০০
সম্পাদক ও প্রকাশক
মোঃ তারেক হোসেন
01747162231,01912601464,01719390745
saptahicchakrirsongbad@gmail.com
আমি আগ্রহী জবস করতে
এস কে এস অবিগতা আছে
মোবাইল, ০১৭৫০৪২৩৭৬৩
আমি ২নং পদে চাকরি করতে আগ্রহী আমার ১ বছরের অভিজ্ঞতা আছে
আসসালামু আলাইকুম
আপনার সাথে কিছু কথা ছিলো দয়া করে যদি আপনি আপনার মূল্যবান কিছু সময় দিতেন ভাই তাহলে একটু উপকৃত হতাম
2 no. Sector a apply korte chai experience nai..and women Ra ki apply korte parbe plz bolun… I need this job
গ্রেড ২ এ অভিজ্ঞতা না থাকলে কি আবেদন করা যাবে?
ধন্যবাদ আপনাকে
আমি কি সরাসরি গিয়ে সিভি দিয়ে আসতে পারবো…তাতে কি তারা নিবে..??
Hmm
Meyera ki apply korte parbe
আমি চাকৱি কৱতে চাই 01738066546
Assalamualaykom sir !ami cakre korta cai .abadon ar somoy sas akhon abadon korla ki cakre pabo?
২ নং এ কি অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে?
আসসালামু আলাইকুম স্যার। আমি স্নাতক পাশ, বি এস এস সিম্পল ডিগ্রি শেষ করেছি। আমি কি বীজে আবেদন করতে পারবো। দয়াকরে বলবেন
আমার কোনো অভিজ্ঞতা নেই এনজিও সেক্টরে।
এটা কি শুধুমাত্র মেয়েদের জন্য ,পুরুষেরা কি আবেদন করতে পারবে না
আমার বয়স ১৯ বছর ১০ মাস আমি কি আবেদন করতে পারবো
আমি আপনাদের এনজিও জবটা করতে চাই আমার একটা জব খুব দরকার।আমি ডিগ্রীপাস করছি,আমার ফোন নাম্বার ০১৭০৪২৬৩৮৬০
ভাই।degree পাস করছি।কিনডু এখোনো সারটিফিকেট আসে নাই।কম্পিউটার থেকে marksheet উঠাইছি ওই টা দিয়ে কি হবে। বিজের আবেদন করবো সেই জন্যভাই মাকসিট দিয়ে কি হবে
হবে
আমি কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেছি । আমি বীজ এনজিও তে চাকুরী করতে ইচ্ছুক আমি কি আবেদন করতে পারব এইচএসসি সমমান পদে