১৭ পদে বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Bar council job circular 2022: বাংলাদেশ বার কাউন্সিল (একটি সংবিধিবদ্ধ সংস্থা) এর নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য সরকারী বিধি মোতাবেক ১৮ হইতে ৩০ বৎসর বয়সের স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিচে বর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরন | সরকারি চাকরি |
চলমান জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ বার কাউন্সিল |
ওয়েবসাইট | https://www.barcouncil.gov.bd |
পদের সংখ্যা | ১৭ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/মাস্টার্স |
আবেদনের শেষ তারিখ | ২০ ডিসেম্বর, ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ ২০২২
১। পদের নামঃ সহকারী পরিচালক (ডিউস কালেকশন)
পদ সংখ্যাঃ ০২ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতাঃ স্নাতকোত্তর/বিকম/এমকম ডিগ্রী।
২। পদের নামঃ সহকারী পরিচালক (অডিট)
পদ সংখ্যাঃ ০১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতাঃ স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রী।
৩। পদের নামঃ সহকারী পরিচালক (ট্রেনিং এনরোলমেন্ট)
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।
৪। পদের নামঃ এলডিএ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৭ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।
৫। পদের নামঃ এলডিএ কাম-টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী।
৬। পদের নামঃ এলডিএ
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী।
আবেদনের ঠিকানাঃ http://www.barcouncil.teletalk.com.bd/
সূত্রঃ বিডি প্রতিদিন
আস সালামু আলাইকুম স্যার। বিরক্ত করার জন্য বেয়াদবি মাফ করবেন স্যার। আমি নরসিংদী জেলার, বাসাইল পূর্ব পাড়া (১২),মহল্লার ১নং ওয়ার্ড নরসিংদী পৌরসভার স্থানীয় বাসিন্দা। বয়স ২৪, পড়ালেখা ইন্টারপাশ। আমি আমার পরিবারের বড় ছেলে,, আমরা ২ভাই। পরিবারের সব দায়দায়িত্ব আমার উপরে বিরাজমান। এমতা অবস্থায় আমি আপনার শরনাপন্ন হয়েছি স্যার। আমার একটা চাকরি খুব খুব প্রয়োজন। মেহেরবানী করে আমার পরিবারের জন্য আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব খুব উপকৃত হবো স্যার।
নমস্কার স্যার।আমার চাকরি তা খুব প্রয়োজন আপনার সাথে একটু কথা বলতে চাই।আপনার মোবাইল নাম্বার তা একটু দিলে অনেক উপকার হবে।
এখানেই বলেন