এসিআই (ACI) কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: ১ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৫

এসিআই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকদিন পর আবার এসিআই কোম্পানি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী সকল যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের জন্য আহবান করা হল।

এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

এসিআই/এসিআই সীড বাংলাদেশের অন্যতম সফল বৃহত্তম কোম্পানি। ঔষধ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এসিআই গ্রুপ, যা ২৫টিরও বেশি বিষয় নিয়ে কাজ করছে। বাংলাদেশে অনেকেই সাফল্যের সাথে এসিআই গ্রুপে চাকরি করছে। আপনার যোগ্যতা থাকলে আপনিও এসিআই কোম্পানীতে ক্যারিয়ার গড়তে পারেন।

চাকরির ধরনবেসরকারি চাকরি
কোম্পানিএসিআই (ACI)
ওয়েবসাইটhttps://www.aci-bd.com
জেলাসকল জেলা
শূণ্যপদইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট লিড
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়সসীমা১৮-৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
আবেদনের শেষ তারিখ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেখে নিনঃ যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 

এসিআই কোম্পানিতে নিয়োগ ২০২৫

শূণ্যপদঃ ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট লিড
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
স্নাতক/বিএসসি/এমএসসি
কর্মস্থলঃ বাংলাদশের যেকোন স্থান

e0a68fe0a6b8e0a6bfe0a686e0a687 e0a6b2e0a6bfe0a6aee0a6bfe0a69fe0a787e0a6a1 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0a6aae0a78de0a6a4e0a6bf e0a7a8e0a7a6e0a7a8e0
এসিআই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি

আরও দেখতে পারেন-

এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

দায়িত্ব সমূহঃ মাঠ পর্যায় চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী চাষীদের মাধ্যমে কোম্পানি কর্তৃক নির্ধারিত মান এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জন। সহকারী প্রোগ্রাম অফিসার, বীজ প্রত্যায়ন এজেন্সি এবং চুক্তিবদ্ধ কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে উৎপাদিত বীজের মাঠমান এবং বীজমান বজায় রেখে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করা।

এসিআই কোম্পানীর লক্ষ্য হল কৃষকদের সম্পূর্ণ উদ্ভিদ পুষ্টি এবং মাটির স্বাস্থ্য সমাধান সরবরাহ করা, মানসম্পন্ন পণ্য, নতুন প্রযুক্তি, আরও ভাল গ্রাহক পরিষেবা এবং কার্যকর সহ সর্বোত্তম শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া। মাটি স্বাস্থ্য এবং প্রাকৃতিক সম্পদের টেকসই বৃদ্ধি, পাশাপাশি কৃষি গবেষণা সংস্থাগুলির সাথে সর্বোত্তম যোগাযোগের জন্য সহযোগিতা করা।

এসিআই সীড বাংলাদেশের বেসরকারী বীজখাতে একটি বৃহৎ কৃষি প্রতিষ্ঠান যা সবজি, ধান, ভুট্টা ও আনুসহ বিভিন্ন ফসলের হাইব্রিড এবং মুক্ত পরাগায়িত ফসলের আধুনিক উচ্চফলনশীল জাত নিয়ে গবেষণা ও উন্নয়ন, বীজ উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং সারাদেশে বীজ বাজারজাতকরণ ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসিআই কর্তৃক বাজারজাতকৃত বিভিন্ন ফসলের বীজ ইতিমধ্যে এর উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিশ্বমানের মানসম্পন্ন বীজের জন্য সারাদেশে কৃষকের আস্থা অর্জন এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছে।

15 thoughts on “এসিআই (ACI) কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

Leave a Comment