সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ বিভিন্ন কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ এর মাধামে জরুরী ভিত্তিতে নিম্নলিখিত ক্যাটাগরিতে লোক নিয়োগ চলছে। সকল ক্যাটাগরীর যাতায়াত, বাসস্থান, ইনস্যুরেন্স, চিকিৎসা ও আনুষাঙ্গিক খরচ কোম্পানি বহন করবে। খাবার কর্মী বহন করবে। অত্র বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অনুমতি নং ও তারিখ মোতাবেক দুবাই কোম্পানি জব, দুবাই চাকরির খবর ২০২২ প্রকাশ করা হলো।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
কোম্পানি | সংযুক্ত আরব আমিরাতের দুবাই |
জেলা | সকল জেলা |
শূণ্যপদ | ৮টি |
পদের সংখ্যা | ১৮০ জন |
বয়স | ২১-৩৮ বছর |
শিক্ষাগত যোগ্যতা | উল্লেখ নেই |
সাক্ষাতকারের তারিখ | যত তাড়াতাড়ি সম্ভব |
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা
সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ ২০২২
আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা বিদেশ যেতে ইচ্ছুক। তাদের জন্য সুখবর যে, সরকার অনুমোদিত আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস প্রতিষ্ঠান থেকে ৮টি পদে মোট ১৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ভাল বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধা পাওয়া যাবে। মাসিক ১৫০০-১৮০০ দিরহাম আয়ে আগ্রহী প্রার্থীগণ স্ব-শরীরে নিম্নলিখিত ঠিকানায় বায়োডাটাসহ কাগজপত্র নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে বিশেষ সুবিধা প্রদান করা হবে।
শূণ্যপদঃ প্লাম্বার
পদের সংখ্যাঃ ১৫ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যাঃ ২০ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ কার্পেন্টার
পদের সংখ্যাঃ ২৫ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ পেইন্টার
পদের সংখ্যাঃ ২০ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ ওয়েল্ডার
পদের সংখ্যাঃ ১০ জন
বেতনঃ ১২০০ দেরহাম
শূণ্যপদঃ সিকিউরিটি গার্ড
পদের সংখ্যাঃ ১৫ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ লন্ড্রিম্যান
পদের সংখ্যাঃ ১৫ জন
বেতনঃ ১৫০০ দেরহাম
শূণ্যপদঃ সিকিউরিটি গার্ড (অন্য কোম্পানি)
পদের সংখ্যাঃ ৬০ জন
বেতনঃ ১২০০+৬০০=১৮০০ দেরহাম
উল্লেখ্যঃ ১ দেরহাম=২৩ টাকার কিছু বেশি। অর্থাৎ ১৫০০ দেরহামে ৩৪,৭০০ টাকারও বেশি হবে

আরও দেখতে পারেন-
- সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট জব সার্কুলার ২০২৩
- ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি (ইজিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ৭৫টি পদে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
দুবাইস্থ কোম্পানিতে সরকার কর্তৃক নির্ধারিত ব্যয়ে বাংলাদেশ থেকে বিদেশি প্রতিনিধি দ্বারা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জরুরী
ভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগ দেয়া হচ্ছে। দুবাই এর ড্রাইভিং লাইসেন্স এবং কাজে নিয়োগের আগ পর্যন্ত থাকা-খাওয়া, যাতায়াত, ইন্স্যুরেন্স, চিকিৎসা ও আনুষাঙ্গিক খরচ কোম্পানি বহন করিবে। যাহা পরবর্তীতে মাসিক কিস্তিতে আয় হতে কর্তন করা হইবে।
- প্রার্থীদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- অবশ্যই জব টেস্টে উত্তীর্ণ হতে হবে
- বয়সঃ ২১-৩৮ বছর
- যোগাযোগঃ আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস
- ফোনঃ ৪৮৯৫৯৯২১/২২
- মোবাইলঃ ০১৭৭৯-৯১৯৪০১, ০১৭১৬-৪৮৪৬৭৮, ০১৭২৬-০৮৬৫২১
- ইমেইলঃ [email protected]
আগ্রহী প্রার্থীগণকে আগামি ৩০/০৫/২০২১ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় ইংরেজি বায়োডাটাসহ (সিভি) রঙিন ৪ কপি (সাদা ব্যাকগ্রাউন্ড) ছবি, মূল পাসপোর্ট ও কালার ফটোকপিসহ জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছ।
নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
যাদের পাসপোর্ট নাই তাদের করণীয় কী
পাসপোর্ট করতে হবে
Thanks for the ad
Welcome Sir
আবেদন করবো কিভাবে
উল্লেখিত ঠিকানায় সাক্ষাতকার দিতে হবে স্যার
হ্যা
এখনো কি আচে সময়?.সব খরচ বাদে ৩৪৫০০টাকা বেতন নাকি সবখরচ সহ মিলাই
সময় আছে, বেতন ৩৪৫০০ টাকা
এমন কোন কোম্পানি আছে কি? যে কোম্পানি ৬ মাস পর ৬০০ দিরহাম করে বেতন বাড়াবে,প্রাথমিক বেতন ১২০০ দিরহাম
স্যার
আমি চাকরি করতে চাই সিকিউরিটিগার্ড এর কীভাবে কি করবো। একটু বললে ভালো হতো
সময় তো শেষ, আবার বিজ্ঞপ্তি ছাড়লে সাক্ষাতকার দিবেন
আসসালামু আলাইকুম ভাই ।ভাই আমি সিকুরিটি গাডে চাকরি করতে চাই ।আমি বাংলাদেশ সেনাবাহিনীনিতে ৫ বছর চাকরি করছি ।
স্যার
MD.Arafat Hasan
আমার ফেসবুক আইডি
আর ইমু আর ওয়াটসএপ নাম্বার
01825562097 আপনার আইডির সাথে এড করে কথা বললে ভালো হতো
ইলেক্টিসিয়ান
ইলেক্টিসিয়ান
ভাই এটা কি এখনো আছে
২০২২ সালে কি লোক নিয়ে যেতে পারবেন।
আমি কাজ করছে চাই যে কনো কাজ হলে হবে আমি আছি বতমান সারজা ১০ এই কারো লোক দরকার হলে আমাকে যানাবেন ০১৮৭০৭৯৯০৬৯ ধন্যবাদ
মাদ্রাসা মসজিদের কোনো চাকুরী কি আছে ?
আমি প্যান্ট আর আমি দুবাইতে ৫ বছর ছিলাম
আসসালামু আলাইকুম আমি লন্ডী এবং ওয়াশের কাজ জানি এখন কি ভিসা আছে আমার মোবাইল নম্বর
০১৭১৭-৪২৭১৭৩
আসসালা মু আলাইকুম। আমি পূর্বে দুবাইতে গিয়াছিলাম। এখন আবার যেতে চাই। এখন আমার বয়স ৪৫ বছর । আমি কি দুবাইতে ট্যাক্সি ড্রাইভিং এর চাকুরীতে যেতে পারবো। পারলে দুবাইতে ড্রাইভিং ভিসা ও প্লেন ভাড়া সহ মোট কত টাকা খরচ হবে। ভিজিট ভিসায় যবো না।