নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – NESTLE Job Circular 2021: নেসলে কোম্পানি আবারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেসলে বাংলাদেশ, নেসলে এসএ সুইজারল্যান্ডের অধীনস্ত একটি প্রতিষ্ঠান, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত উল্লেখিত এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- মেকানিক (ওয়েল্ডার) পদে নিয়োগ চলছে। সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন পাঠাতে পারবেন।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিনেসলে বাংলাদেশ
ওয়েবসাইটhttps://www.nestle.com.bd
শূণ্যপদ০১টি
পদের সংখ্যাঅসংখ্য
বয়সদেয়া নাই
শিক্ষাগত যোগ্যতামেশিনিস্ট মেকানিক্যাল কোর্স
আবেদনের সময়সীমা২৬ আগস্ট
আবেদনপত্র পাঠানোর মাধ্যমইমেইল
ইমেইল ঠিকানা[email protected]

দেখে নিনঃ কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি

নেসলে নিয়োগ ২০২১

শূণ্যপদঃ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক (ওয়েল্ডার)
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ৩ (তিন) বছরের মেশিনিস্ট মেকানিক কোর্সসহ ৬-৮ বছরের অভিজ্ঞতা
বেতনঃ আলোচনা সাপেক্ষে

একাডেমিক যোগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত

  • ৩ বছরের মেকানিক্যাল (মেশিনিস্ট) কোর্স সম্পন্ন হতে হবে
  • যন্ত্রের ট্রাবলশুটিং সম্পর্কে জ্ঞান
  • আরক এবং টিআইজি ওয়েন্ডিং সার্টিফিকেট এবং এর উপাদান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক
  • মেকানিক্যাল ড্রয়িং এবং লেদ মেশিন অপারেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান
  • কাজের নৈতিকতা, ন্যায়পরায়নতা, সততা, সুরক্ষা, সম্মতি এবং মানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধতা

দ্বায়িত্বসমূহ

  • প্ল্যান্ট এর যন্ত্রপাতি, বিল্ডিং এবং অন্যান্য সম্পদ রক্ষণাবেক্ষণ।
  • শিফট ডিউটি করতে হবে।
  • শিফটে কোনও সমস্যা দেখা দিলে তা সমাধান করতে হবে।
  • যন্ত্র সঞ্চালন এবং ওয়েল্ডিং (আরক এবং টিআইজি) এবং অন্যান্য পরিবর্তনমূলক কাজ করতে হবে।
  • ফ্যাক্টরি বন্ধ কালীন সময়ে কোন জরুরি সহায়তা প্রয়োজন হলে তা করতে হবে।
  • শিফটে রিপোর্টিং অফিসার দ্বারা নির্ধারিত যে কোনও কাজ করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আরো বিস্তারিত দেখে নিন

নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখুন-


NESTLE Job Circular 2021

ন্যুনতম ৬ থেকে ৮ বছরের এফএমসিজি ফার্মাসিউটিকাল অথবা অন্য যে কোন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কাম্য। অভিজ্ঞ আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে নিম্নোক্ত ডকুমেন্ট গুলো পজিশন এর নামসহ স্পষ্টভাবে উল্লেখ করে এই ই-মেইল আ্যাড্রেস এ পাঠিয়ে দেয়ার জন্য ২৬ আগস্ট ২০২১ এর মধ্যে। সাম্প্রতিক তোলা দুইকপি পাসপোর্ট সাইজ ছবি ও সিভিসহ পাঠাতে হবে।

আবেদনকারীর অবশ্যই সচল ই-মেইল আ্যাড্রেস থাকতে হবে পরবর্তী ভেরিফিকেশন ও আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ এর জন্য। যেহেতু আমরা সমসুষোগ প্রদানকারী নিয়োগকর্তা, তাই মহিলা এবং শারীরিক ভাবে অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

মেধা ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, আমাদের সাফল্য আমরা মেধার ভিত্তিতে নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়ে থাকি। যে কোন প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আমরা আপনাদের জানাতে চাই যে, নেসলে বাংলাদেশ লিমিটেড (নেসলে) আপনাদের ব্যক্তিগত তথ্য যথাযথ নিয়োগ ও ব্যাবস্থাপনার জন্য সংগ্রহ করছে। নেসলেতে গ্লোবাল ডাটা প্রাইভেসি এবং স্থানীয় বিধিনিয়ম অত্যন্ত নিষ্ঠার সাথে মেনে চলা হয় এবং আমরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যাবহার করব শুধুমাত্র নিয়োগদানের কার্যক্রমের জন্য। আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য নিজ ইচ্ছায় এবং সম্মতিতে জমা দিচ্ছেন। বিস্তারিত জানতে নেসলের ওয়েবসাইট ভিজিট করুন।

কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন

Leave a Comment