স্কয়ার কোম্পানিতে চাকরি ২০২৩-Square Company Job Circular 2023: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিচের পদে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। বাংলাদেশের সকল জেলার নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | স্কয়ার গ্রুপ |
ওয়েবসাইট | https://squaregroup.com |
খালিপদ | সেলস অফিসার |
পদের সংখ্যা | অনির্দিষ্ট |
বয়সসীমা | সর্বোচ্চ ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক |
সাক্ষাতকারের তারিখ | ২৫ আগস্ট, ২০২৩ |
আরো দেখুন- যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
স্কয়ার কোম্পানিতে চাকরি ২০২৩
স্কয়ার কোম্পানি লিমিটেড- দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট, টেক্সটাইল ও কসমেটিক্স ও ঔষধ পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আমরা কিছু পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী খুঁজছি। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখ এর মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল।
আরো দেখুন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
স্কয়ার নিয়োগ বিজ্ঞপ্তি 2023
আন্তর্জাতিক সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন। সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও জীবন-বৃত্তান্তসহ, মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা ১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাঃ স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হব এবং দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবন-বৃত্তান্ত এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।
মনোনীত প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে-
- ঢাকাঃ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার, ৭২ মহাখালী বা/এ, ঢাকা ১২১২
- বগুড়াঃ হোটেল ক্যাসেল সোয়াদ, মাটিডালি বিমান মোড়, দ্বিতীয় বাইপাস, বগুড়া
- সিলেটঃ ৪৪ পায়ড়া দর্শন দেউরী, আম্বরখানা, সিলেট
- খুলনাঃ খান এ সবুর রোড, ছোট বয়রা, নুর নগর, খুলনা ৯১০০
- চট্টগ্রামঃ ৩৫/সি, বায়োজিদ বোস্তামি রোড, পূর্ব নাসিরাবাদ, টেক্সটাইল মোড়, টট্টগ্রাম
বিঃদ্রঃ যে পদের জন্য আবেদন করা হচ্ছে তা অবশ্যই খামের উপরে উল্লেখ করতে হবে। প্রার্থীর পক্ষে যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে তার আবেদন বাতিল করা হবে।
আমি ডিগী দ্বিতীয় বর্ষের ছাত্র । বর্তমান সময়ে পারাবারিক সমস্যা জন্য চাকরি প্রয়োজন
এইচএসসি পাশের গুলাতে আবেদন করুন
Sales officer AbeDon korar last date Kobe
বিজ্ঞপ্তি দেখুন
আমি মেডিক্যাল প্রোমোশন অফিসার হিসেবে কাজ করতে ইচ্ছুক আমি বিএসসি করেছি আমার পঠিত সাবজেক্ট গুলো হলো জীববিদ্যাউদ্ভিবিদ্যা ও রসায়ন বিদ্যা জীববিজ্ঞানে মাস্টার্স করছি ।
প্রস্তুতি নিয়ে সাক্ষাতকার দেন স্যার
Junior Officer application Link plz
Vai hsc paser Kon gulea Korea jbe
আবেদন কী ভাবে করবে অনলাইনে নাকী?
সেলস অফিসারে আবেদন করার সময় কতদিন আছে?ওখানে উল্লেখ নেইতো।
HSC Complete
এইচএসসি পাশে হবে না স্যার
নামঃ মোঃ আল আমিন
পিতার নামঃ মোঃ আব্দুল হাই
মাতার নামঃ হেলেনা বেগম
গ্রান/পোস্টঃ ভাদুঘর, থানাঃ ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া বিভাগ চট্টগ্রাম
এখানে দিয়ে তো লাভ নাই স্যার, আবেদন করেন
Ami ssc pas hobe naki sir
আমি তো সারেং পদে আবেদন করছিল এখন পরিক্ষা দেওয়ার জন্য আমি কি বই পড়া লাগবে
চাকরির অনেক বই লাইব্রেরিতে পাবেন
ভাই,, মেডিকেল অফিসার পদের লিং টা একটু দেবেন দয়া করে,,,,
ssc running 2021 sar job ta khub jorury
Amr husband civil a diploma and Ami hsc pas botany ta pori 2 borso dui Jon bakar akta job hoila Valo hoi
আবেদন করতে হবে ম্যাডাম
ভাই যেকোন চাকরির বিজ্ঞাপন যেন সব সময় পাই
জি পাবেন স্যার
ভাই HSC পাসের কোন চাকরির বিজ্ঞাপন থাকলে জানাবেন
Hsc pas commerce guruf job korte cai
আবেদন এর লিংক দেন
good job
Sir ami job ta korte chai
Ki vabe abethon korbo….sorasori porikka. Na online abethon korte hobe
Sir ami ssc pas kore computer engineer laine 6 semester student
আমি এই খান থেকে CV কি ভাবে জবা দিবো,,,,
যদি কিছু মনে না করেন,,,,
01939498357
নাম্বার টা তে কি একটু কল দিবেন প্লিজ
Sir please give me a job. I need a job. Please sir
Diploma pass
সেলস্ অফিসার