সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৩ টি

👥 পদের সংখ্যা: ১৫০ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৫

১৫০টি পদে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারী সংস্থা (এমআরএ সনদ নং ০১১০১-০২০৯৬-০০০৬৩)। ১৯৯১ সাল হতে নারী উন্নয়ন, বিশেষতঃ বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারী সম্পৃক্ততা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচী এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদি জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানসেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র
পদের সংখ্যা১৫০ জন
বয়স২২-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/অনার্স/মাস্টার্স
আবেদনের শেষ তারিখ২৪ আগস্ট, ২০২৫ ইং
আবেদন মাধ্যমডাকযোগে

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও নিয়োগ ২০২৫

সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ৫০ জন কমিউনিটি অর্গানাইজার (ফিল্ড অফিসার) নিয়োগ প্রদান করা হবে। কমিউনিটি অর্গানাইজার (ফিল্ড অফিসার) পদে অভিজ্ঞতার প্রয়োজন নাই, যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন পত্রে উল্লেখ করতে হবে, বয়স ২২ থেকে ৩৫ বছর।

বর্তমানে পিকেএসএফ ও ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে, উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোন অঞ্চলে শহর ও গ্রামীন জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহব্বান করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

দুইকপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নং সহ স্বহস্তে লিখিত আবেদন পত্র ম্যানেজার (এইচ.আর.ডি) বরাবর পাঠাতে হবে, খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পত্র পাঠানোর শেষ তারিখঃ ২৪ আগষ্ট, ২০২৫ ইং ।

দরখাস্ত পাঠানোর ঠিকানাঃ ম্যানেজার (এইচ.আর.ডি), সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা- ১২১৫।

e0a6b8e0a787e0a6ace0a6be e0a6a8e0a6bee0a6b0e0a780 e0a693 e0a6b6e0a6bfe0a6b6e0a781 e0a695e0a6b2e0a78de0a6afe0a6bee0a6a3 e0a695e0a787e0a6a8e0a78de0a6a6e0a78de0a6b0 e0a68fe0a6a8e0a69ce0a6bf
সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সুযোগ সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি সুবিধা, ২টি ঈদ বোনাস (ঈদ-উল-ফিতরে পূর্ন বেতনের সমপরিমান ও ঈদ-উল-আজহাতে বেতনের অর্ধেক) এবং আবাসন সুবিধা (মহিলা কর্মীদের অতিরিক্ত ১,৫০০/- আবাসন ভাতা) প্রদান করা হবে। জামানত প্ৰয়োজন নাই।

3 thoughts on “সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. 22 বছর না হলে কি আবেদন করা যাবে না , প্লীজ জানাবেন

    Reply

Leave a Comment