আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৭ টি

👥 পদের সংখ্যা: ১৮ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫

অনেকদিন পর আবার আরএফএল (RFL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরএফএল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারী, মেটাল, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরএফএল সেলস-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে।

আরএফএল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্লাস্টিক, মেটাল, ফার্নিচার, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী কোম্পানী প্রতিষ্ঠান আরএফএল এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্য অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে ও বাজারজাত করণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় নিচে দেয়া পদে কিছু সংখ্যক উদ্যমী, পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন কর্মী নিয়োগ দেওয়া হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
আবেদন যোগ্য জেলাসকল জেলা
কোম্পানিআরএফএল
ওয়েবসাইটhttps://www.rflbd.com
পদের সংখ্যা১৮ জন
কর্মস্থলসমগ্র বাংলাদেশ
বয়স১৮-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/ডিপ্লোমা/বিএসসি
আবেদনের শেষ তারিখ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমইমেইল

দেখে নিনঃ স্কয়ার কোম্পানিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি

আর এফ এল নিয়োগ ২০২৫

বয়স ২৫ থেকে ৩৬ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্থ দেহের অধিকারী হতে হবে। কোন অবস্থাতেই নিচে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না।

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগসুবিধাঃ মাসিক বেতন (লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা), যাতায়াত ভাত, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, বিদেশ গমন, করমদক্ষতার জিতে পদোরতি, বছরে বেতন বৃদ্ধিসহ আরও অন্যান সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোন জেলায় এবং কোম্পানীর যেকোন সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা ২ কপি রঙিন ছবিসহ বায়োভাটা, সকল পরীক্ষা পাসের সনদপত্র এবং এসএসসি/এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি)-এর মূলকপি ও ফটোকপি সহ সাক্ষাতকারের জন্য অনুরোধ করা হল।

আবেদনের ঠিকানাঃ career@rflgroupbd.com

rfl group job 2025
আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

RFL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নামঃ সেলস এক্সিকিউটিভ – ফার্মেসি (বেস্ট বাই শো-রুম) ও এক্সিকিউটিভ – ইনভেন্টরি (বিজলি ক্যাবলস শো-রুম)

  • যোগ্যতা ও শর্তাবলিঃ যেকোন বিষয়ে স্নাতক/অনার্স পাস
  • বয়সঃ ২০ থেকে ৪০/৩০ বছর
  • অভিজ্ঞতাঃ কমপক্ষে ৩ বছর/নাই
  • বেতনঃ দেয়া নাই
  • অন্যান্য সুবিধাঃ মোবাইল বিল, পারফর্মেন্স বোনাস, ইদ বোনাস ও অন্যান্য

আরএফএল এ চাকরি (কাজসমূহ)

  • প্রতি মাসের টার্গেট পূরণ
  • টিমের সাথে কাজ করার মনমানসিকতা
  • কাস্টমারের চাহিদা পুরণ করা
  • শো-রুম চালানোর অভিজ্ঞতা
  • শো-রুমের একাউন্ট পরিচালনা ইত্যাদি

বি.দ্রঃ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।

142 thoughts on “আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

      • আবেদন কিভাবে করব একটু যদি বলতেন আমার B.sc exam shes kintu certificate hatey aseni akhono ami kon post a application kortey parbo

        Reply
      • আমি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছি বর্তমানে আমি খুলনা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত আছি। আমি কি আবেদন করতে পারবো? জানাবেন প্লিজ।

        Reply
          • আমি আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সেলস অফিসার আমার শিক্ষাগত যোজ্ঞতা অনার্স পাশ আমি একজন আগ্রহী প্রারথী হিসাবে চাকরি করার আবেদন প্রকাশ করলাম

  1. 27 July 2021 তারিখের পরিক্ষা/ সাক্ষাৎকার করা হয় নাই, লকডাউনের জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিক্ষাটা কত তারিখ হতে পারে?? দয়া করে জানাবেন।

    Reply
  2. আবেদন কিভাবে করবো বুঝতে পারছি না বলে দিবেন একটু

    Reply
  3. আমি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছি বর্তমানে আমি খুলনা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত আছি। আমি কি আবেদন করতে পারবো? জানাবেন প্লিজ।

    Reply
  4. আমি আর্কিটেকচার নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি কি আবেদন পারব।

    Reply
  5. কোথায় কার সাথে সাক্ষাৎ করবো। বলে দিলে ভালো হয়।

    Reply
  6. কোথায় কার সাথে সাক্ষাৎ করবো। বলে দিলে ভালো হয়।

    বিঙ্গপ্তিতে তো কোন ঠিকানা দেয়া নেই।

    Reply
  7. স্যার শো-রুমের নিয়োগটার সাক্ষাৎকার কবে বলতে পারেন

    Reply
    • না স্যার, রাজশাহীতে নেই। তবে নিকটস্থ বগুড়া, পাবনা, কুমিল্লাতে আছে

      Reply
  8. চাকুরি খুব প্রয়োজন। পাবনাতে ঠিকানা এবং তারিখ বলেন

    Reply
  9. কয় টার সময় যেতে হবে। পাবনা গাছপাড়া মোড় কোথায় ঠিকানা দেন

    Reply
    • সকাল ১০টায়, ব্র্যাক ট্রেইনিং সেন্টারের পাশে পুষ্প ট্রেড লিমিটেড (৪র্থ তলা)

      Reply
  10. ভাই আমি সত্যিই যাবো পাবনা 05/09/21তারিখ পরিখা কি পরিবর্তন হবে

    Reply
  11. আমার কি চাকরিটা হবে? আমি বায়োলজি বিএসসি পাস কিন্তু আমার বয়স ৩১+

    Reply
  12. ১২ তারিখ বরিশাল না কি পরিক্ষা হবে না..? ২৮ তারিখ না কি সব নেওয়া হোয়ে গেছে..?।।।
    একটা কনফার্ম খবর বলেন ১২সেপ্টেম্বর তারিখ কি বরিশাল পরিক্ষা হবে না হবে না…?

    Reply
  13. বরিশাল অফিসের কন্টাক্ট নম্বর টা যদি একটু দিতেন.. ১২ তারিখ বরিশাল পরিক্ষা হবে কিনা তা জানার জন্য

    Reply
  14. সরা সরি স্বাক্ষাত করলে হবে?? আবেদন করতে হবে?? আবেদন কি ভাবেকরব???

    Reply
  15. স্যার রংপুর ১৯ তারিখ সিওবাজার কখন থেকে পরীক্ষা শুরু হবে। দয়া করে একটু জানাবেন। কতগুলো লোক নিবে।

    Reply
  16. স্যার আমার তো ভোটার আইডি কাড নাই কিন্তু ইন্টার পাশ করছি তাহলে কি আবেদন করা যাবে বা পরীক্ষা দেওয়া যাবে কি

    Reply
  17. আমি চাকরি টা করতে চাই কিন্তু ময়মনসিংহে আট তারিখ দেওয়া হইছে কিন্তু আবেদন এর শেষ তারিখ হলো 22 ,,,,,আমি তো আট তারিখ সাক্ষাৎকার দেই নাই ,,, এখন কি করবো???

    Reply
  18. স্যার, এসএসসি,এইচএসসি দুটোরই কি? রেজিষ্ট্রেশন কার্ড লাগবে। আমার তো শুধু এসএসসি এর রেজিষ্ট্রেশন কাড আছে এইচএসসি এর রেজিষ্ট্রেশন কাড হারিয়েছে। তাহলে কি আমি পরিক্ষা দিতে পারবো না?

    Reply
  19. 22/09/2021 তারিখে যশোর থেকে পরিক্ষা দিয়ে এবং রিটেন ভাইবা দুটোই পাস করেছি কাগজপএ জমা দিয়েছি এখন কোন খরব পাইনি। কত দিনের ভিতরে নিউজ পেতে পারি বলবেন।

    Reply
  20. আমি ১৯ শে সেপ্টেম্বর পরীক্ষা দিলাম রিটান ও ভাইভা তে পাস করলাম।তারা বললো এসএমএস দিয়ে জানাবো। কিন্তু এখনো কিছু বলেন নি। এক মাস পার হয়ে গেলো, আপনি কিছু জানলে বলবেন প্লিজ।

    Reply
  21. এখনো কি কর্মী নিচ্ছে,,আমি চট্টগ্রাম থেকে বলতেছি।।।

    Reply
  22. HSC pass a ami RFL er marketing job,,, (SR) korte cassi…..

    Akn ki sujog ache??
    Kobe lok nibe ba exm kobe and kothay,, bolben aktu pls?

    Reply

Leave a Comment