আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ RFL Job Circular 2023: অনেকদিন পর আবার RFL নিয়োগ ২০২৩ প্রকাশিত হয়েছে। আরএফএল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারী, মেটাল, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরএফএল সেলস-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে।
আরএফএল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্লাস্টিক, মেটাল, ফার্নিচার, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী কোম্পানী প্রতিষ্ঠান আরএফএল এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্য অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে ও বাজারজাত করণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় নিচে দেয়া পদে কিছু সংখ্যক উদ্যমী, পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন কর্মী নিয়োগ দেওয়া হবে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
কোম্পানি | আরএফএল |
ওয়েবসাইট | https://www.rflbd.com |
শূণ্যপদ | ম্যানেজার |
পদের সংখ্যা | অসংখ্য |
কর্মস্থল | সমগ্র বাংলাদেশ |
বয়স | ২৫-৩৬ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/বিএসসি |
সাক্ষাতকারের শেষ তারিখ | ৩১ মার্চ, ২০২৩ |
আবেদনের ঠিকানা | বিডিজবস |
আর এফ এল এস আর নিয়োগ ২০২৩
বয়স ২৫ থেকে ৩৬ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্থ দেহের অধিকারী হতে হবে। কোন অবস্থাতেই নিচে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না।
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগসুবিধাঃ মাসিক বেতন (লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা), যাতায়াত ভাত, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, বিদেশ গমন, করমদক্ষতার জিতে পদোরতি, বছরে বেতন বৃদ্ধিসহ আরও অন্যান সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোন জেলায় এবং কোম্পানীর যেকোন সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা ২ কপি রঙিন ছবিসহ বায়োভাটা, সকল পরীক্ষা পাসের সনদপত্র এবং এসএসসি/এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি)-এর মূলকপি ও ফটোকপি সহ সাক্ষাতকারের জন্য অনুরোধ করা হল।
আরো দেখতে পারেন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
RFL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নামঃ সেলস এক্সিকিউটিভ – ফার্মেসি (বেস্ট বাই শো-রুম) ও এক্সিকিউটিভ – ইনভেন্টরি (বিজলি ক্যাবলস শো-রুম)
- যোগ্যতা ও শর্তাবলিঃ যেকোন বিষয়ে স্নাতক/অনার্স পাস
- বয়সঃ ২০ থেকে ৪০/৩০ বছর
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ৩ বছর/নাই
- বেতনঃ দেয়া নাই
- অন্যান্য সুবিধাঃ মোবাইল বিল, পারফর্মেন্স বোনাস, ইদ বোনাস ও অন্যান্য
আরএফএল এ চাকরি (কাজসমূহ)
- প্রতি মাসের টার্গেট পূরণ
- টিমের সাথে কাজ করার মনমানসিকতা
- কাস্টমারের চাহিদা পুরণ করা
- শো-রুম চালানোর অভিজ্ঞতা
- শো-রুমের একাউন্ট পরিচালনা ইত্যাদি
বি.দ্রঃ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।
আমি চাকরি টা করতে চাই
আবেদন করুন
Bahadur inter passed my GPA 4.42 from Bagerhat
আবেদন কিভাবে করব একটু যদি বলতেন আমার B.sc exam shes kintu certificate hatey aseni akhono ami kon post a application kortey parbo
সার্টিফিকেট ছাড়া হবে না, এইচএসসি পাশেরটা করেন স্যার
আবেদন করবো কি ভাবে? আর দেখা করবো কোথায় বললে ভালো হতো।
স্যার বিজ্ঞপ্তিতে স্পষ্ট ঠিকানা ও তারিখ দেয়া আছে
আমি এই চাকরি টা করতে চাই
নির্ধারিত তারিখে সাক্ষাতকার দেন
যশোর থেকে 22/09/2021 পরিক্ষা দিয়েছিলাম এখনো কোন খরব পাইনি কবে পাব।
আমি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছি বর্তমানে আমি খুলনা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত আছি। আমি কি আবেদন করতে পারবো? জানাবেন প্লিজ।
পরিক্ষা কবে
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে
ami job ta korte cai
জি সাক্ষাতকার দেন, হবে
আমি আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সেলস অফিসার আমার শিক্ষাগত যোজ্ঞতা অনার্স পাশ আমি একজন আগ্রহী প্রারথী হিসাবে চাকরি করার আবেদন প্রকাশ করলাম
বরিশাল পরিক্ষার স্থান
বরিশাল পরিক্ষার স্থান কোথায় স্যার
ami job krte cai
আমি চাকরিটি করতে চাই
আমার বাসা খুলনা
আবেদন করতে হবে/সাক্ষাতকার দিতে হবে স্যার
Assalamu Alaikum
জি আপনার কোন প্রশ্ন থাকলে বলুন
১২তারিখ বরিশাল থেকে চাকরির ইন্টারভিউ দিছিলাম এখন কোন খবর আসেনি ।কোন খবর থাকলে জানাবেন
একটু অপেক্ষা করুন, খবর পাবেন
আমি চাকরি টা করতে চাই আমার বাসা পার্বতীপুর
আবেদন করে পরীক্ষা দেন
Yes
আমি জব টি করব
এখনো কি সময় আে
অমি চাকুরিটা করতে চাই
আবেদন করে চেষ্টা করুন
27 July 2021 তারিখের পরিক্ষা/ সাক্ষাৎকার করা হয় নাই, লকডাউনের জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিক্ষাটা কত তারিখ হতে পারে?? দয়া করে জানাবেন।
অপেক্ষা করুন
২৭ জুলাই এর আর এফ এল পরিক্ষাটি কখন হবে?
হবে, অপেক্ষা করুন
নারীরা ও কি আবেদন করতে পারবে..?
বিজ্ঞপ্তিতে দেখুন, সম্ভবত করতে পারবেন
আবার কবে SR নিয়োগ হবে???
মেলামাইন এ এই মাসে নিয়োগ আছে?
না স্যার, হলে পাবেন
bogura te ki akn dekha kora jabe??
bogura te kbe circular debe janen ki??
RFL a ami abedon korte parbo….ami bss pas
ji parben
লেড ম্যান নিয়োগ দিবে কবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ জানাবেন দয়া করে
আবেদন কিভাবে করবো বুঝতে পারছি না বলে দিবেন একটু
সরাসরি পরীক্ষা/সাক্ষাতকার দিতে হবে স্যার
আমি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছি বর্তমানে আমি খুলনা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত আছি। আমি কি আবেদন করতে পারবো? জানাবেন প্লিজ।
আবেদন করতে পারবেন স্যার
আমি আর্কিটেকচার নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি কি আবেদন পারব।
জি স্যার পারবেন
apply kivabe korbo ?
বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় সাক্ষাতকার দিতে হবে
আবেদনের লিংক কোথায় পাওয়া যাবে স্যার
আবেদন করতে হবে না, সরাসরি সাক্ষাতকার
কোথায় কার সাথে সাক্ষাৎ করবো। বলে দিলে ভালো হয়।
কারো সাথে না, উল্লেখিত ঠিকানায় স্যার
কোথায় কার সাথে সাক্ষাৎ করবো। বলে দিলে ভালো হয়।
বিঙ্গপ্তিতে তো কোন ঠিকানা দেয়া নেই।
ঠিকানা দেয়া আছে দেখেন
স্যার আগামী কাল সাক্ষাৎ করা যাবে মতিঝিলে
না স্যার, ৬,১৩,১৯ সেপ্টেম্বর সাক্ষাতকার দিতে পারবেন
HSC তএ কত পয়েন্ট লাগবে?
যেকোন পয়েন্ট হলেই হবে স্যার
মহিলা করতে পারবে
সেলস এ পারবে না স্যার
স্যার শো-রুমের নিয়োগটার সাক্ষাৎকার কবে বলতে পারেন
তারিখ তো দেয়াই আছে স্যার
আসসালামু আলাইকুম, স্যার,, সেলস এক্সজিকিয়টিভ পদে কি সিলেট এ ৩ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে
না স্যার, ০১ সেপ্টেম্বর হবে
স্যার ১তারিখ এ ত শুধু SR এর জন্য এক্সাম হবে।
জি স্যার
স্যার Sale Executive পদের জন্য কি আর নিয়োগ হবে না?
হতে পারে স্যার, বলা যাচ্ছে না
2tarik tu sylhet a daklam xm ase sale excecutive pode.apne na korlen j
সিলেটে ১ তারিখ হবে
স্যার নওগাঁতে কোথায় হবে কত তারিখে
নওগাঁতে হবে না স্যার, জেলা দেয়া আছে দেখেন
আমি বুঝতে পারছি না। রাজশাহীতে কি হবে
না স্যার, রাজশাহীতে নেই। তবে নিকটস্থ বগুড়া, পাবনা, কুমিল্লাতে আছে
বগুড়া ঠিকানা এবং তারিখ জানাবেন
বগুড়ায় ২৫ আগস্ট হয়ে গেছে স্যার, অন্য জেলায় চেষ্টা করুন
চাকুরি খুব প্রয়োজন। পাবনাতে ঠিকানা এবং তারিখ বলেন
৫ সেপ্টেম্বর, গাছপাড়া মোড়
কয় টার সময় যেতে হবে। পাবনা গাছপাড়া মোড় কোথায় ঠিকানা দেন
সকাল ১০টায়, ব্র্যাক ট্রেইনিং সেন্টারের পাশে পুষ্প ট্রেড লিমিটেড (৪র্থ তলা)
ভাই আমি সত্যিই যাবো পাবনা 05/09/21তারিখ পরিখা কি পরিবর্তন হবে
স্যার পাবনা SR নিয়োগ কত তারিখে হবে জানাবেন
৫ সেপ্টেম্বর স্যার
SR এর বেতন সর্বমোট কত আসবে স্যার
কোম্পানির সাথে কথা বলে দেখুন স্যার
amar basa barisal.. kobe office jogajog korbo..?
সেপ্টেম্বরের ১২ তারিখে
Barisal next exam kobe
১২ সেপ্টেম্বর হবে স্যার
Diploma পাশ এ কি আবেদন করা যাবে
জি স্যার করা যাবে
আমার কি চাকরিটা হবে? আমি বায়োলজি বিএসসি পাস কিন্তু আমার বয়স ৩১+
হবে স্যার, বয়স ৩২ পর্যন্ত চলবে
১২ তারিখ কি বরিশাল পরিক্ষা হবে…?
জি স্যার হবে
পরিক্ষা দিতে কারো রেফারেন্স লাগবে..?
না স্যার
পরিক্ষা হবে কত নম্বরের..?
পরীক্ষা হবে না, সাক্ষাতকারে ভাইভা হবে
১২ তারিখ বরিশাল না কি পরিক্ষা হবে না..? ২৮ তারিখ না কি সব নেওয়া হোয়ে গেছে..?।।।
একটা কনফার্ম খবর বলেন ১২সেপ্টেম্বর তারিখ কি বরিশাল পরিক্ষা হবে না হবে না…?
কোম্পানির সাথে যোগাযোগ করুন স্যার
ঢাকা কি প্রতি সোমবার পরিক্ষা হয়,,,?
না স্যার, তারিখ দেয়া আছে
বরিশাল অফিসের কন্টাক্ট নম্বর টা যদি একটু দিতেন.. ১২ তারিখ বরিশাল পরিক্ষা হবে কিনা তা জানার জন্য
হেড অফিসে যোগাযোগ করুন স্যার
পরিক্ষা হবে কি রাইটিং..? না MCQ…?
আগেই বলা যাচ্ছে না স্যার
সরা সরি স্বাক্ষাত করলে হবে?? আবেদন করতে হবে?? আবেদন কি ভাবেকরব???
সরাসরি সাক্ষাতকার দেন
স্যার রংপুর ১৯ তারিখ সিওবাজার কখন থেকে পরীক্ষা শুরু হবে। দয়া করে একটু জানাবেন। কতগুলো লোক নিবে।
সকাল ১০টা
স্যার সময়টা আমি দেখলাম। যথাসময়ে উপস্থিত হব।
স্যার আমার তো ভোটার আইডি কাড নাই কিন্তু ইন্টার পাশ করছি তাহলে কি আবেদন করা যাবে বা পরীক্ষা দেওয়া যাবে কি
জন্ম নিবন্ধন কপি নিয়ে যাবেন
আমি চাকরি টা করতে চাই কিন্তু ময়মনসিংহে আট তারিখ দেওয়া হইছে কিন্তু আবেদন এর শেষ তারিখ হলো 22 ,,,,,আমি তো আট তারিখ সাক্ষাৎকার দেই নাই ,,, এখন কি করবো???
অন্য জেলায় দেন
স্যার, এসএসসি,এইচএসসি দুটোরই কি? রেজিষ্ট্রেশন কার্ড লাগবে। আমার তো শুধু এসএসসি এর রেজিষ্ট্রেশন কাড আছে এইচএসসি এর রেজিষ্ট্রেশন কাড হারিয়েছে। তাহলে কি আমি পরিক্ষা দিতে পারবো না?
পারবেন, তবে দুইটা হলে ভালো
22/09/2021 তারিখে যশোর থেকে পরিক্ষা দিয়ে এবং রিটেন ভাইবা দুটোই পাস করেছি কাগজপএ জমা দিয়েছি এখন কোন খরব পাইনি। কত দিনের ভিতরে নিউজ পেতে পারি বলবেন।
অপেক্ষা করুন, পাবেন
কত তারিখ ভিতর পেতে পারি বলবেন ভায়া।
বলতে পারছি না, অপেক্ষা করুন
পরিক্ষার কত দিনের ভিতরে মেসেজ আসে বলবেন।
এটা আসলে কোম্পানির উপর নির্ভর করে
আমি চাকরি করতে চাই
Kobe abar SR niyok hobe
ঠিক নাই, অপেক্ষা করেন
বলা যাচ্ছে না স্যার
আমি ১৯ শে সেপ্টেম্বর পরীক্ষা দিলাম রিটান ও ভাইভা তে পাস করলাম।তারা বললো এসএমএস দিয়ে জানাবো। কিন্তু এখনো কিছু বলেন নি। এক মাস পার হয়ে গেলো, আপনি কিছু জানলে বলবেন প্লিজ।
আমি চাকরী টা করতে চাই
ইন্টারভউয়ের মাধ্যম কিভাবে
সরাসরি সাক্ষাতকার
এখনো কি কর্মী নিচ্ছে,,আমি চট্টগ্রাম থেকে বলতেছি।।।
SR bogurate kbe niyog debe plastic a
আমি এই জব করতে আগ্রহী।
HSC pass a ami RFL er marketing job,,, (SR) korte cassi…..
Akn ki sujog ache??
Kobe lok nibe ba exm kobe and kothay,, bolben aktu pls?
Amk aktu kindly janaben sir….pls