প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ প্রভিটা গ্রুপ এর আওতাভুক্ত কর্পোরেট অফিস এবং প্রভিটা ফিড লিমিটেড, চট্টগ্রাম প্রতিষ্ঠান সমূহের জন্য অভিজ্ঞ, সৎ, কর্মঠ এবং নিষ্ঠাবান প্রার্থীর নিকট হতে নিম্নোক্ত পদ সমূহের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত প্রভিটা গ্রুপ এর আওতাধীন প্রতিষ্ঠান্সমূহে চাকরি করার মন-মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিপ্রভিটা গ্রুপ
মোট পদ০৯ টি
পদের সংখ্যা৯৩ জন
বয়সঅনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতা৮ম-স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

প্রভিটা গ্রুপ নিয়োগ ২০২১

Provita Group Job Circular 2021: প্রভিটা গ্রুপের অধীন প্রভিটা ফিড নিয়োগ সার্কুলারে ০৯টি পদে ৯৩ জনের বিশাল জনবল নিয়োগ দেয়া হবে। ৮ম, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স পাশে সকলেই আবেদন করতে পারবেন।

  • আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
  • আবেদনের সময়সীমাঃ ৩০ নভেম্বর, ২০২১
  • আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রভিটা গ্রুপ, কর্পোরেট অফিস- ১১৯৪, রওশন মঞ্জিল (২য় তলা), আসাদগঞ্জ, চট্টগ্রাম- ৪০০০

আরো বিস্তারিত দেখতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

শূণ্যপদঃ জি এম (একাউন্টস)
পদের সংখ্যাঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/এমবিএ (একাউন্টস/ফিন্যান্স)
অভিজ্ঞতাঃ কোন উৎপাদনমৃখী প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের ব্যাংকিং ও হিসাব কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শূণ্যপদঃ ব্যবস্থাপক/উপ-ব্যবস্থাপক (ফিন্যান্স)
পদের সংখ্যাঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/এমবিএ (একাউন্টস/ফিন্যান্স)
অভিজ্ঞতাঃ কোন উৎপাদনমৃখী প্রতিষ্ঠানে কমপক্ষে ৮-১০ বছরের ফিন্যান্সিয়াল, ব্যাংক সংক্রান্ত কাজের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শূণ্যপদঃ ব্যবস্থাপক (প্রশাসন)
পদের সংখ্যাঃ ৩ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/এমবিএ/স্নাতক
অভিজ্ঞতাঃ অফিস ম্যানেজমেন্ট, ব্যক্তি প্রশাসন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ বিষয়ে বাস্তব জ্ঞান সহ ০৮-১০ বছরের অজ্ঞিতা সম্পন্ন হতে হবে।

শূণ্যপদঃ অফিসার (ট্রান্সপোর্ট)
পদের সংখ্যাঃ ৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন অটোমোবাইল/স্নাতক/মাস্টার্স
অভিজ্ঞতাঃ প্রার্থীকে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন পুলে সংরক্ষিত সকল যানবাহন/পরিবহন নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষনে কমপক্ষে ০৪-০৫ বছরের অভিজ্ঞ হতে হবে।

শূণ্যপদঃ অফিসার (নিরাপত্তা)
পদের সংখ্যাঃ ৩ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ নৌ বাহিনী/সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সিঃ ওয়ারেন্ট অফিসার/ ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোন উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কমপক্ষে ০৫-০৬ বছরের অভিজ্ঞ প্রার্থীদের সম্পন্ন হতে হবে। (বাধ্যগত অবসর/ চাকুরীচ্যুতদের আবেদন করার প্রয়োজন নেই)

শূণ্যপদঃ হেলপার
পদের সংখ্যাঃ ২০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি
অভিজ্ঞতাঃ প্রার্থীকে ভারী যানবাহনে যোগ্য হেলপার হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

আবেদনপত্রে নাম, পিতা/মাতার নাম, ঠিকানা (বর্তমান্য/স্থায়ী), জনা তারিখ উল্লেখপূর্বক জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙ্গিন ছবি সহকারে আবেদনপত্র আগামী ৩০/১১/২০২১ তারিখের মধ্যে উপরে দেয়া ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হল। খামের উপর আবেদনকারীর প্রার্থীর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করিতে হবে। (আবেদনপত্র ফটোকপি গ্রহনযোগ্য নহে)।

নিয়মিত কোম্পানির চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন

2 thoughts on “প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

Leave a Comment