পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ সার্কুলার ২০২২ Power Grid Company Bangladesh (PGCB) Circular 2022- এ বেশ কিছু পদে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন, বাংলাদেশের কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পিজিসিবি নিয়োগ ২০২২
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) |
সাইট | http://pgcb.gov.bd |
মোট পদ | ০৬ টি |
পদের সংখ্যা | ২৫০ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/স্নাতক |
আবেদন শুরু | ০৬ ডিসেম্বর, ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ২৬ ডিসেম্বর, ২০২১ |
আবেদন করার মাধ্যম | অনলাইনে |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে নিম্নোক্ত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছ।
- আবেদন প্রক্রিয়া শুরুঃ ০৬/১২/২০২১
- আবেদনের শেষ তারিখঃ ২৬/১২/২০২১
- আবেদনের ঠিকানাঃ pgcb.teletalk.com.bd

আরো দেখুন-
- ঢাকা ওয়াসা ভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
PGCB Job Circular 2022
১। পদের নামঃ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক- ৪৮
- সিভিল-০৫
- মেকানিক্যাল- ০৪
- কম্পিউটার- ০২
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক/কম্পিউটার সায়েন্স/সিভিল/মেকানিক্যাল-এ স্নাতক ডিগ্রি
পদ সংখ্যাঃ ৫৯ টি
বেতন গ্রেডঃ ৭
টাকাঃ বেসিক ৫০,০০০/-
২। পদের নামঃ সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- ইলেক্ট্রিক্যাল- ১৫০
- ইলেক্ট্রনিকস- ১৪
- সিভিল- ১৬
- মেকানিক্যাল- ১২
- কম্পিউটার- ০৪
- পাওয়ার- ০৪
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক/কম্পিউটার টেকনোলজি/পাওয়ার/সিভিল/মেকানিক্যাল-এ ডিপ্লোমা পাস
পদ সংখ্যাঃ ২০০ টি
বেতন গ্রেডঃ ৮
টাকাঃ বেসিক ৩৫,০০০/-
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশন সহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পিজিসিবির চাকুরী বিধি অনুযায়ী চাকুরী নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিন্তিতে পরবর্তীতে চাকুরী চুক্তি নবায়ন করা হবে।
কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণকে যথাযণ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত শিক্ষাগত/কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোন তথ্য/দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন/নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
পিজিসিবি কর্তৃপক্ষ এই নিয়োগ স্থগিত/বাতিল/নিয়োগের বিষয়ে যে কোন ধরণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। যে কোন ধরনের তদবীর বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন