ম্যাটাডোর কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ ম্যাটাডোর ১৯৮০ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ। ম্যাটাডোর গ্রুপের উল্লেখযোগ্য পণ্য/সেবার মাঝে রয়েছে পিভিসি পাইপ, দরজা, বাথরুম ফিটিংস, নির্মাণ সামগ্রী, লাইটি ও একসেসরিস, ইলেক্ট্রিকাল পণ্য, পাস্টিক সামগ্রী, স্টেশনারি, খাদ্য, বিনোদন এবং স্বাস্থ্যসেবা।
ম্যাটাডোর গ্রুপে আপনার ক্যারিয়ার গড়ে সুপ্রতিষ্ঠিত হবার সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমান বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দেশব্যাপী আকর্ষণীয় বেতন কাঠামোয় বিপুল সংখ্যক অনভিজ্ঞ/অভিজ্ঞ বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | ম্যাটাডোর গ্রুপ |
শূণ্যপদ | বিক্রয় প্রতিনিধি (এস আর) |
পদের সংখ্যা | ৫০০ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/সমমান |
পরীক্ষার তারিখ | ২১ ডিসেম্বর, ২০২১ |
পরীক্ষার সময়ঃ আগ্রহী যোগ্য চাকুরি-প্রার্থীদের আগামী ২১শে ডিসেম্বর (রোজ মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় নিচে বর্ণিত ঠিকানায়, উল্লোখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিয়ম ও ঠিকানাঃ সদ্য তোলা ০৪ কপি পাসপোর্টি সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল পরীক্ষা পাসের ফটোকপিসহ মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (ফটোকপি সহ) পার্ল হারবার (কমিউনিটি সেন্টার), ১০২, আজিমপুর রোড (ভিকারুননেসা নুন স্কুলের পাশে), ঢাকা ১২০৬, বাংলাদেশ।
সূত্রঃ বিডিজবস (১৭/১২/২০২১)
নিয়মিত কোম্পানির চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন
HSC পরীক্ষা চলে তো এতে কি লোক নিবে