৬৬০ পদে গাক এনজিও নিয়োগ ২০২২ – GAK NGO Job Circular 2022: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন এনজিও সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বান্ধব গাক চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাসকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাত্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি | এনজিও চাকরি |
প্রতিষ্ঠান | গ্রাম উন্নয়ন কর্ম (গাক) |
ওয়েবসাইট | https://guk.org.bd |
শূণ্যপদ | ০৪ টি |
পদের সংখ্যা | ৬৬০ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ২৬ মে, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো দেখুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
গাক এনজিও নিয়োগ ২০২২
পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারী (আত্মীয় নন এমন ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও পেশা) উল্লেখসহ আবেদনপত্র সহকারী পরিচালক (মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে প্রেরণ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
১। পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৪৬,৯৩৭ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। ৩ বছরের কাজের অভিজ্ঞতা। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
২। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ৩৪,৭৩৪ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। ১ বছরের কাজের অভিজ্ঞতা। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
৩। পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট কাউন্টার অফিসার
পদ সংখ্যাঃ ১০০ টি
বেতনঃ ২১,৯৩৭ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বিকম/ বিবিএস ডিগ্রী। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
৪। পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ৫০০ টি
বেতনঃ ২৩,১৩৭ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।

এছাড়া দেখুন-
- জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- দুদক কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গাক এনজিওতে চাকরির দায়িত্বসমূহ
পরিকল্পনা ও বাজেট প্রনয়ণ এবং বাস্তবায়ন করা। কর্ম এলাকা নির্বচন, সমিতি পরিদর্শন, ঋণ প্রস্তাব যাচাই ও অনুমোদন করা। মিটিং বকেয়া আদায়, বৈকালিক ফিল্ড ভিজিট ও সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখা, রিপোর্টিং ও মাসিক সভায় অংশগ্রহণ করা।
শাখার কার্যক্রম, অর্থ ও হিসাব এবং কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক কাজের দায়িত্ব পালন করা। অধীনস্থদের কাজের তদারকি, তাদের নিয়ে সাপ্তাহিক মিটিং পরিচালনা এবং কাজের সমন্বয় করা।
সঞ্চয় ও ঋণ এর জন্য সদস্য নির্বাচনে সহায়তা করা। মাঠ পর্যায়ের ঋণ আদায়ে ফিল্ড অফিসারদের সহযোগিতা প্রদান করা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাশ-ইন-হ্যান্ড প্রবণতা রোধ করা এবং নিয়মিত ব্যাংকে টাকা জমা নিশ্চিত করা।
শাখা পর্যায়ের সকল রেকর্ডপত্র, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা। স্থানীয় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করা।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি
জোনাল ম্যানেজারঃ পদ সংখ্যা ৬টি, বয়স সর্বোচ্চ ৪৫ বছর, শিক্ষাগত যোগ্যতা- যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান। সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যুনতম ৩ (তিন) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
এরিয়া ম্যানেজারঃ পদ সংখ্যা ১৫টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান। অভিজ্ঞতাসহ ন্যুনতম ৫টি শাখায় ১৫-২৫ কোটি টাকা ঋণ পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
শাখা ব্যবস্থাপকঃ পদ সংখ্যা ৮০টি । বয়স সর্বোচ্চ ৪০ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান। ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যুনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
একাউন্টস অফিসারঃ পদ সংখ্যা ১০০টি, যোগ্যতাঃ ন্যুনতম বিকম/বিবিএস । শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ১২,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১৯৩৭/টাকা (মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
ফিল্ড অফিসারঃ পদ সংখ্যা ৭০০ টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১২,০০০/- টাকা । মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৩,১৩৭/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ) ৷ যে সকল প্রার্থীর কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যুনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে না। তারা যোগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,১৩৭/-টাকা প্রাপ্য হবেন ।
১, ২, ৩ ও ৫ নং পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে । উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫/০১/২০২২ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নং, শিক্ষাগত যোগ্যতা, দুই জন পরিচয় প্রদানকারীর (আত্বীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ সহকারী পরিচালক, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদন করতে হবে অথবা ই-মেইলে প্রেরণ করতে হবে। সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে
নিয়মিত এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Guk এর বর্তমান বিঞ্জপ্তিতে কিভাবে আবেদন করবো? web side এ আবেদন প্রকৃয়া পাই না email. দেওয়া নাই plz hepllp
বিডিজবস ওয়েবসাইটে আবেদন করতে হবে
লিংক টা দিবেন ফিল্ড অফিসার পদে আবেদন করবো
উপরে টেবিলে আছে দেখুন, অথবা বিডিজবস এ আবেদন করতে পারবেন
বিডিজবসের মাধ্যমে কীভাবে হবে?
বিজ্ঞপ্তিতে তো উল্লেখ নেই। ডাকযোগ বা কুরিয়ার করতে হবে
অনলাইনে
Branca manager
apply korte paren
আবেদন কি হাত এ লিখে করব
কোন পত্রিকা এবং কত তারিখ একটু যানাবেন প্লিস