📁 পদ ক্যাটাগরি: ১ টি
👥 পদের সংখ্যা: ৯ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ০২ সেপ্টেম্বর ২০২৫
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯টি পদে নিয়োগ দেয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | যুব উন্নয়ন অধিদপ্তর |
ওয়েবসাইট | http://dyd.gov.bd |
শূণ্য পদ | ৯টি |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ০২ সেপ্টেম্বর, ২০২৫ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২৫
- আবেদন শুরুর সময়ঃ ০৩-০৮-২০২৫
- আবেদনের শেষ সময়ঃ ০২-০৯-২০২৫
- আবেদন এর ঠিকানাঃ http://dyd.teletalk.com.bd

বিঃদ্রঃ আবেদন সংক্রান্ত যেকোন সমস্যায় আমাদের কমেন্টে মন্তব্য করতে পারেন। যেকোনো ধরণের চাকরি তথ্য/বিজ্ঞাপন বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রজবসবিডি-এর নয়। চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
ভাইয়া, আমি বিবাহিত ছিলাম আমার একজন মেয়ে আছে, কিন্তু এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তালাক প্রাপ্ত আমিএকন আমি চাকরিতে এপ্লাই ক্ষেত্রে কি Married/Single দিব যদি একটু জরুরি জানাতেন ভালো হতো।
সিঙ্গেল দিবেন
আসসালামু আলাইকুম,, আমি এই জবটি করতে চাই,, আমি আবেদন করতে চাই,, আমি যুব উন্নয়নের একজন জয়ীতা এবং আমার ব্লক বাটিকের বিষয়ে ধারণা আছে কী ভাবে আবেদন করবো একটু জানাবেন পিলিজ
প্রদর্শক পদে যে ২ মাস ১৫ দিনের অভিজ্ঞতা চাইছে, সেইটা তো নাই, কি করবো এখন?
Exam koto din por hote pare
কিভাবে আবেদন করবো একটু জানাবেন প্লিজ
কোন নারী প্রার্থী আবেদন করতে পারবে কিনা?
পারবে
আমি আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি থেকে ডিপ্লোমা কম্প্লিট করেছি।আমি কি ১ বা ২ নং পদে আবেদন করতে পারবো…??