ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৯ টি

👥 পদের সংখ্যা: অসংখ্য জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৫

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নকল্পে (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম ও ফেনী জেলার জন্য) নিম্নে উল্লিখিত পদে উল্লেখযোগ্য সংখ্যক লোক নিয়োগ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
পদের সংখ্যাঅসংখ্য
বয়স১৮-৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/অনার্স/মাস্টার্স
আবেদনের শেষ তারিখ২০ আগস্ট, ২০২৫ ইং
আবেদন মাধ্যমডাকযোগে

ডিএফইডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ০২ জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ২০-০৮-২০২৫ খ্রি. তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।

e0a6a1e0a6bee0a6ae e0a6abe0a6bee0a689e0a6a8e0a78de0a6a1e0a787e0a6b6e0a6a8 e0a6abe0a6b0 e0a687e0a695e0a78be0a6a8e0a6aee0a6bfe0a695 e0a6a1e0a787e0a6ade0a787e0a6b2e0a6aae0a6aee0a787e0a6a8e0
ডিএফইডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

4 thoughts on “ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. যদি মোটরসাইকেল চালক না হয়
    সে ক্ষেত্রে কি করার

    Reply
  2. কারো কি মেসেস বা ফোন কল এসেছে। যারা এই খানে আবেদন করেছেন।।

    Reply

Leave a Comment