মমতা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ এর আওতাধীন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বেসরকারী সংস্থা মমতা কর্তৃক বাস্তবায়নাধীন সিসিসি-পিএ ২ এর অধীনে নিচে লিখিত পদসমূহে প্রকল্প মেয়াদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য পদসমূহের বিপরীতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | মমতা এনজিও |
অফিসিয়াল সাইট | https://mamatabd.org |
খালি পদ | ০৫টি |
পদের সংখ্যা | ৩২ জন |
বয়সসীমা | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ০৫ মার্চ, ২০২২ |
আবেদন করা যাবে | ডাকযোগে |
আরো পড়ুন- সকল এনজিও চাকরির খবর
মমতা এনজিও নিয়োগ ২০২২
আবেদনের নিয়মাবলীঃ সকল পদের ক্ষেত্রে আগ্রহীদের লিখিত আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ছায়ালিপি, অভিজ্ঞতা সনদের ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং চাকুরীর অভিজ্ঞতা এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ ০৫-০৩-২০২২ তারিখের মধ্যে পরিচালক বরাবর আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানাঃ পরিচালক (এইচআর), মমতা, বাড়ী নং ১৩, রোড নং- ০১, লেইন- ০১, ব্লক- এল, নং-৮৭/০১ হালিশহর হাউজিং সোসাইটি, হালিশহর, চট্টগ্রাম।

সূত্রঃ জাতীয় দৈনিক পত্রিকা
এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Mone onek dhukkho pora lekha ai mattro ses korlam ta hole obeggota kothi pabo
Ami degree pass korechi ami ki akta cakri pete pari,, amar 1ta cakrir kov dorkar!!!