দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৩ঃ দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী টেরিটোরি ম্যানেজার (টিএম) ও সেলস্ অফিসার (এস ও) নিয়োগ করা হবে।
সতর্কীকরণঃ নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না। লক্ষ্য করুন- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে অভিজ্ঞদের ০২ দিন ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিং এরপর নির্বাচিত প্রীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে।
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৩
ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানির থেকে কোন প্রকার TA/DA প্রদান করা হবে না। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ পদবী অনুসারে ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সময়সীমাঃ ১৮-২৫ আগস্ট, ২০২৩ ইং
I am interested to the Job
সেলস্ অফিসার পদে