📁 পদ ক্যাটাগরি: ৮ টি
👥 পদের সংখ্যা: ১৮৮ জন
⏰ আবেদনের সময় বাকি: ২৬ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৯ জানুয়ারি ২০২৬
১৮৮টি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ ২০২৫ প্রকাশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ১৩তম হতে ২০তম গ্রেডভূক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে https://ddmr.teletalk.com.bd অনলাইন (Online)-এ আবেদন আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর |
| প্রতিষ্ঠানের ঠিকানা | https://ddm.gov.bd |
| পদের সংখ্যা | ১৮৮ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-অনার্স |
| আবেদনের শেষ তারিখ | ৯ জানুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ ২০২৫
টেলিটকে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-১২-২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা হতে। Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯-০১-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফিঃ পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১ হতে ০৬ পর্যন্ত ১০০/- টাকা; পদ্ধতিতে যে কোনো Teletalk pre- টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকা মোট ১১২/- টাকা।
ক্রমিক নং- ০৭ হতে ০৮ পর্যন্ত ৫০/- টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকা মোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানাঃ প্রার্থীগণ https://ddmr.teletalk.com.bd ওয়েব সাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন।

