কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কর্ম এলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, টাদপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বাগেরহাট এবং খুলনা অঞ্চলের ১০৭ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম (এম আরএ সনদ নং ০১৭৮১-০০০৪৮০০১০৩) পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, কোডেক অন্যান্য উপকূলীয় জেলায় কাজ সম্প্রসারণ করতে যাচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
কোম্পানি | কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) |
অফিসিয়াল সাইট | https://www.codecbd.org |
খালি পদ | ক্রেডিট অফিসার |
পদের সংখ্যা | অসংখ্য জন |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি |
বয়সসীমা | ২৫-৩৫ বছর |
আবেদনের শেষ তারিখ | ০৯ জানুয়ারি, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের নিয়ম ও সময়ঃ আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ০৯ জানুয়ারী, ২০২২ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের ঠিকানাঃ নির্বাহী পরিচালক বরাবরে-কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট-২, রোড-২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

সূত্রঃ জাতীয় দৈনিক পত্রিকা
আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে থাকি। আমরা এই লেখাটিকে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এনজিও-এর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফল সহ সকল বিস্তারিত তথ্য প্রকাশ করে থাকি। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে উপরে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
স্যার আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে..!
স্যার আমি এইচ,এস,সি তে ৩.৫৮ পেয়েছি(মানবিক বিভাগ) হতে..। আমি সরাসরি কোথায় এবং কিভাবে আবেদন করবো..? দয়া করে জানালে খুবই উপকৃত হতাম..
ফোনঃ ০১৭৫৯০৭২০৫৩
ধন্যবাদ…