কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: অসংখ্য জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কর্ম এলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বাগেরহাট এবং খুলনা অঞ্চলের ১৩৭টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম (এম আরএ সনদ নং ০১৭৮১-০০০৪৮০০১০৩) পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, কোডেক অন্যান্য উপকূলীয় জেলায় কাজ সম্প্রসারণ করতে যাচ্ছে।

কোডেক এনজিও নিয়োগ ২০২৫

আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে থাকি। আমরা এই লেখাটিকে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এনজিও-এর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফল সহ সকল বিস্তারিত তথ্য প্রকাশ করে থাকি। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাউল্লেখিত জেলা
কোম্পানিকমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
অফিসিয়াল সাইটhttps://www.codecbd.org
খালি পদক্রেডিট অফিসার
পদের সংখ্যাঅসংখ্য জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা২৫-৩৫ বছর
আবেদনের শেষ তারিখ৩১ আগষ্ট, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের নিয়ম ও সময়ঃ আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ৩১-০৮-২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের ঠিকানাঃ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২

e0a695e0a6aee0a6bfe0a689e0a6a8e0a6bfe0a69fe0a6bf e0a6a1e0a787e0a6ade0a787e0a6b2e0a6aae0a6aee0a787e0a6a8e0a78de0a69f e0a6b8e0a787e0a6a8e0a78de0a69fe0a6bee0a6b0 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a
কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্রঃ জাতীয় দৈনিক পত্রিকা

CODEC NGO Job Circular 2025

ছয়মাস শিক্ষানবীশকাল শেষে চাকুরী স্থায়ী হলে সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, যাতায়াতভাতা, মোবাইলভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। উল্লেখিত পদ অনুযায়ী মোটর সাইকেল ব্যবহারের আলোকে জ্বালানী ভাতা প্রাপ্য হবেন এবং ঋণ স্থিতি, ও.টি.আর., পার এর আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন।

ঋণ কার্যক্রমে দুই (০২) বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবীশকাল ছয় (০৬) মাসের পরিবর্তে তিন (০৩) মাস বিবেচিত হবে। অধ্যয়ণরতদের আবেদন করার প্রয়োজন নেই।

স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে চাকুরীর এক (০১) বছর এবং স্নাতক ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন (০৩) বছর পূর্ণ হলে উপ শাখা ব্যবস্থাপক/ শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত সহ আগামী ৩১ আগষ্ট ২০২৫ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

1 thought on “কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. স্যার আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে..!
    স্যার আমি এইচ,এস,সি তে ৩.৫৮ পেয়েছি(মানবিক বিভাগ) হতে..। আমি সরাসরি কোথায় এবং কিভাবে আবেদন করবো..? দয়া করে জানালে খুবই উপকৃত হতাম..
    ফোনঃ ০১৭৫৯০৭২০৫৩
    ধন্যবাদ…

    Reply

Leave a Comment