📁 পদ ক্যাটাগরি: ৫ টি
👥 পদের সংখ্যা: ১৫৯৬+৪ জন
⏰ আবেদনের সময় বাকি: ২ দিন
📅 আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫
১৬০০টি পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারের চাকরি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেলে উল্লেখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হাতে নিচে বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) |
| ওয়েবসাইট | bpdb.gov.bd |
| পদের সংখ্যা | ১৫৯৬+৪ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ও ৩১ ডিসেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে+ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরি
পিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে নিচে বর্ণিত শর্তে নিয়োগ ও প্যানেল তৈরীর লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
- আবেদন প্রক্রিয়া শুরুঃ ২৪-১১-২০২৫ ইং
- আবেদনের শেষ তারিখঃ ১৫/৩১-১২-২০২৫ ইং
- আবেদনের ঠিকানাঃ https://bpdb.teletalk.com.bd

%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB-01.jpg)
%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB-02.jpg)
আরো দেখতে পারেন-
- নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা একসাথে
- এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
- এসএসসি পাশে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
PDB Job Circular 2025
বয়সসীমা ০৬-০৮-২০২৫ তারিখে ১৮-৩২ বছর। প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে ১৮-৩২ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্নপদে কমপক্ষে ০৮ (আট) বছরের অভিজ্ঞতাসহ বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিঘিলযোগ্য।
সরকারী/আধা-সরকারী/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র থাকতে হবে। জেলা প্রশাসক ব্যতিত অনা কোন কর্মকর্তা কর্তৃক সনদ গ্রহণ করা হবে না।
প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশিষ্ট কর্মকর্তা কর্তৃক সাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। এতিম এবং আনসারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র থাকতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮-০৮-২০২৫ তারিখের স্মারক নং পরিপত্র মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক ওয়েব সাইটে এবং বর্ণিত ৩৩ (তেত্রিশ) ধরনের প্রমানক/গেজেট এর যে কোন একটিতে আবেদনকারী প্রার্থী যে মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান তার নাম থাকতে হবে। উক্ত নামের সহিত আবেদনপত্র উল্লেখিত বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম এবং ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধার সন্তান যাচাইকের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদের চেয়ারমান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানের নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে।
আসসালামুআলাইকুম, আমি সুমাইয়া।
সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক সহ স্নাতকোত্তর করলে কি উল্লেখিত পদে আবেদন করা যাবে?
না আপু, বাণিজ্য লাগবে
মিটার রিডার নতুন নিয়োগ ছাড়বে কবে
বর্তমানে চলমান আছে স্যার, পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন
কি বলেন বানিজ্য লাগবে?
তাইলে কি আমি ভুল দেখছি?
Baiya pdp accounts post a ata ki gov.job
জি স্যার এটা সরকারি
circular
স্নাতক বানিজ্য না হলে হবে না
হবে স্যার
স্যার আমি 2018 সালে এসএসসি পাস করেছি এবং 2021 সালে এইচএসসি পাশ করেছি আমি মানবিক, আমি কি আবেদন করতে পারবো
না স্যার, স্নাতক পাশ হতে হবে
আমি রাষ্ট্রবিগ্গান নিয়ে মাস্টার্স শেষ করেছি ২০২১ সালে,, আমি কি আবেদন করতে পারবো??
বয়স থাকলে পারবেন
সহকারী পরিচালক এই পোস্ট এর নিয়োগ কোথায় কোথায় হয় এই বিষয়ে বললে উপকৃত হবো। (পোষ্টিং শুধু কি ঢাকাতে নাকি জেলা, উপজেলাতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতেও হয়)
এটা বলা কঠিন, কর্তৃপক্ষ জানে
আমি এইচএসসি দিয়েছি ২০১৯সালে আমার জবের খুব ূরকা
জবটা আমার খুব দরকার
Aei number call din.01761.984198
Contact me
Ami HSC candidate..Ami ki pdb te apply korte parbo…??
তাহলে ভাই এস এস পাস দিয়ে কবে আবেদন করতে পাবো পিডিপিতে একটু বলবেন পিল্জ.
না স্যার
আমি এবার এস এস সি দিয়েছি আমি কি আবেদন করতে পারবো???
সিকিউরিটি গার্ড নিবেন হরতাল,
সিকিউরিটি গার্ড নিবেন স্যার
01716.588789