১৮টি পদে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আজ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বাংলাদেশের সকল আগ্রহী প্রার্থীরা দরখাস্ত পাঠাতে পারবেন।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | কৃষি গবেষণা কাউন্সিল |
প্রতিষ্ঠানের ঠিকানা | http://www.barc.gov.bd |
পদের সংখ্যা | ১৮ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
আবেদনের শেষ তারিখ | ১৭ অক্টোবর, ২০২৪ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ ২০২৪
পদের নামঃ অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
পদ সংখ্যাঃ ১৮ জন
বেতন স্কেল ও গ্রেডঃ গ্রেড-২০
আবেদনের ঠিকানাঃ http://barc.teletalk.com.bd
আরো দেখতে পারেন-
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি 2024
প্রার্থীর নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখপূর্বক ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি বরাবর আবেদন করতে হবে।
প্রার্থীকে নির্দিষ্ট পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন তবে প্রতি ক্ষেত্রে বিভাগ উল্লেখপূর্বক পৃথক তিন প্রস্থ প্রোফাইলসহ আবেদন করতে হবে। প্রার্থীগণকে বাংলাদেশ কৃষি গবেবণা কাউন্সিলের নির্ধারিত ফরমে ০৩ প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে।
কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের ওয়েবসাইট হইতে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। তারিখে প্রার্থার বয়সসীমা বিজ্ঞপ্তির ০৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং তারিখ মোতাবেক বয়স ৪৫ বা ৪০ হলেও আবেদন করার সুযোগ পাবেন।
সরকারি, আধা-সরকারি ও স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রাথথীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। উল্লিখিত পদ দুটির পূর্বের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বর্ণিত পদে ইতোপূর্বে ষারা আবেদন করেছিলেন তাদেরকে পুণরায় আবেদন করতে হবে।
আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদন জমাদানের শেষ তারিখ ২৯-০২-২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে আবেদন জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/উপজেলা পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।