সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে এখানে দেয়া হল। আপনাদের সুবিধার্থে বিভিন্ন হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সংগ্রহ করে এখানে সবার আগে প্রকাশ করি এবং নতুন বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে এখানে সংযোজন করা হয়

হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরনসরকারি/বেসরকারি
চাকরির প্রতিষ্ঠানমুগদা ও সদর হাসপাতাল
পদের সংখ্যা৫৯টি
বয়স১৮-৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক/স্নাতকোত্তর
আবেদন এর শেষ তারিখ০৫ মার্চ, ২০২৪
আবেদনের মাধ্যমঅনলাইনে

দেখে নিনঃ চলমান ঔষধ কোম্পানির চাকরির খবর

হাসপাতালে নিয়োগ ২০২৪

সকল হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নিন এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করে রাখুন। প্রত্যেক বিজ্ঞপ্তির নিচের অংশে আবেদনের সকল নিয়ম ও সময়সীমা দেয়া আছে।

সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখতে পারেন-

Hospital Job Circular 2024

সকল পদে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫/০৮ তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় অথবা ই-মেইলে দরখাস্ত জমা দেওয়া জন্য অনুরোধ করা হলো।

হাসপাতালের নামঃ বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি হাসপাতাল
শূণ্যপদঃ প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারাটর কাম ক্লার্ক
পদের সংখ্যাঃ ০৩ জন
আবেদনের শেষ সময়ঃ ১২ আগস্ট

হাসপাতালের নামঃ ইন্টারন্যাশনাল মেডিকেয়ার হাসপাতাল
পদের সংখ্যাঃ ৩ টি পদে অনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যাতাঃ স্নাতক/মাস্টার্স/এমবিএ ডিগ্রি ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে, কম্পিউটার শিক্ষা আবশ্যকীয়
আবেদনের শেষ সময়ঃ ১২ আগস্ট

হাসপাতালের নামঃ বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি হাসপাতাল
শূণ্যপদঃ চীফ এক্সিকিউটিভ/ফিন্যান্সিয়াল অফিসার
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
আবেদনের শেষ সময়ঃ ১০ আগস্ট

ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড হাসপাতালে মার্কেটিং বিষয়ে অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। যোগ্য প্রার্থীদের আকর্ষনীয় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। বিজ্ঞপ্তি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ২৫ দিনের মধ্যে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হাসপাতালের নামঃ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল
পদের সংখ্যাঃ ০৮ টি পদে অসংখ্য
আবেদনের শেষ সময়ঃ ২৩ সেপ্টেম্বর

হাসপাতালের নামঃ সিটি হাসপাতাল
পদের সংখ্যাঃ ০৮টি পদে অসংখ্য
আবেদনের শেষ সময়ঃ ২৫ সেপ্টেম্বর

হাসপাতালের নামঃ মেঘনা ডায়াগনস্টিক হাসপাতাল
পদের সংখ্যাঃ ০৭ টি পদে ১০ জন
আবেদনের শেষ সময়ঃ ২৫ সেপ্টেম্বর

হাসপাতালের নামঃ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল
পদের সংখ্যাঃ ০৪ টি পদে অসংখ্য
আবেদনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেম্বর

হাসপাতালের নামঃ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
পদের সংখ্যাঃ ০৩ টি পদে অসংখ্য
আবেদনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেম্বর

হাসপাতালের নামঃ নাইটিংগেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
পদের সংখ্যাঃ প্রায় ২০ টি পদে অনির্দিষ্ট সংখ্যক
আবেদনের শেষ সময়ঃ অনির্দিষ্ট

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাক্তারবাড়ী, জাফরাবাদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ-২৩১০ এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে (পূর্ণকালীন) নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীগণকে স্ব-স্ব পদে যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বেতন ও অন্যান্য ভাতাদী আলোচনা সাপেক্ষে।

হাসপাতালে চাকরি ২০২৪

আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল নিয়োগঃ আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল এ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/০৩/২০২৪ তারিখের মধ্যে সরাসরি/ কুরিয়ার/ ডাকযোগে/ ই-মেইলে ২ কপি রঙিন ছবিসহ জীবন বৃত্তান্ত বা সিভি নিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল।

  • আবাসিক মেডিকেল অফিসার– ইন্টার্নিশিপ সম্পন্নসহ এমবিবিএস পাস এবং আবাসিক মেডিকেল অফিসার হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন
  • স্টাফ নার্স/ব্রাদার– নার্সিং ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
  • ওটি ব্রাদার– ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞত সম্পন্ন
  • ডাক্তার সহকারী– হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
  • হাসপাতাল সুপারভাইজার– এইচএসসি/স্নাতক এবং হাসপাতাল সুপারভাইজার কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
  • ফার্মেসী বিক্রয় কর্মী– সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ওটি এ্যাসিসট্যান্ট/ওটি বয়– ওটি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
  • রিসিপশনিষ্ট– এসএসসি/এইচএসসি পাশ এবং যেকোনো হাসপাতালে ১-২ বছরের অভিজ্ঞতা
  • ওয়ার্ড বয়– ৮ম শ্রেণী পাশ এবং ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
  • আয়া (মহিলা)– ৫ম শ্রেণী পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে

ঢাকা অফিসঃ আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল, নাভানা জনুরা স্কয়ার (১২ তলা) ২৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০

হাসপাতালের নামঃ ঢাকা ইপিজেড হাসপাতাল
পদের সংখ্যাঃ ৩টি পদে মোট ৩ জন
আবেদনের শেষ সময়ঃ ০৮ জুলাই

পদসমূহঃ অধ্যাপক/ সহযোগী/ কনসালটেন্ট/ জুনিয়র কনসালটেন্ট– ফার্মাকোলজী, মাইক্রোবায়োলজি, মেডিসিন, কার্ডিওলজী, গাইনী এন্ড সহকারী অধ্যাপক/ অবস, সার্জারী, অর্থোপেডিক্স, ইএনটি, ডায়াবেটলজি, এনেন্থেসিওলজি, রেডিওলজি এন্ড ইমেজিং, ইনফার্টিলিটি, চক্ষু, স্কিন এন্ড ভিডি, হেমাটোলজী ও ইউরোলজী। যোগ্যতাঃ বিএমডিসি এর নীতিমালা অনুযায়ী।

অন্যান্য পদঃ আর.পি/ আর.এস, রেজিষ্ট্রার, মেডিকেল অফিসার, ট্রেইনী অফিসার/ এডমিন অফিসার/ এক্সিকিউটিভ, পি.এ/পি.এস, আইটি অফিসার/ ইনচার্জ, মার্কেটিং অফিসার/ এক্সিকিউটিভ, পেশেন্ট কাউন্সিলর, ফ্রন্ট ডেস্ক অফিসার, মেট্রন, এক্স-রে ও সিটি স্ক্যান টেকনিশিয়ান, নার্স ও ওটি বয়। যেকোনো তথ্যের জন্য ০১৭৩০-৩২০০৩১ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

52 thoughts on “সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. আমি S.S.C পাস। নারায়ণগঞ্জ এ আমার একটা চাকরির খুব দরকার যদি কেউ পারেন একটু help করবেন অনেক অভাবে আছি পরিবার নিয়ে। ৯হাজার টাকা বেতন হলে চলবে। আমার ফোন নাম্বার= ০১৮৩০৩৫৯০২৭

    Reply
      • আমি মাদ্রাসায় পড়ালেখা করি কিন্ত খরচ বহন করতে
        পারছিনা তাই একটা চাকরির সুযোগ দিন জরূরী

        Reply
  2. আমি মোঃ মেহেদী হাসান মোতালেব আমি একটি দরিদ্র ঘরের সন্তান। অনেক কষ্টে অনার্স ফাস্ট ইয়ারে পড়ি আমার পহ্মে লেখাপড়া চালানো সম্ভব হচ্ছে না তাই আমার একটা চাকরির প্রয়োজন টাঙ্গাইল শহরের মধ্যে বেতন ১০,০০০ হলেও চলবে
    মোবাঃ ০১৮৫৭৯৯১৩৭৭

    Reply
    • আমি মনিরুল ইসলাম চাকরী চাই,
      0182 0236 576

      Reply
  3. আসসালামুয়ালাইকুম আমি নারায়ণগঞ্জ থাকি এবং ম্যাটস এ পরি আমার অসুস্থ বাবা মা। আর্থিক সমস্যার জন্য এখন আমার পক্ষে লেখা পড়া চালানো আর মা বাবার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না তাই আমার খুব জরুরি একটা চাকরির প্রয়োজন আমি একবছর ওটি ব্রাদার হিসেবে কাজ করছি ওটির যেকোনো কাজ পারি

    কেউ কোনো সাহায্য করতে পারলে প্লিজ যোগাযোগ করুন।
    আমার ফোন নম্বর:01926066263

    Reply
  4. আমি মিরপুরে থাকি।অনার্স ফাইনাল ইয়ার রানিং। কম্পিউটার কাজ জানি।একটা চাকরির খুব দরকার।
    যোগাযোগ – ০১৭৮২০৮২৮৩৩

    Reply
  5. এখানে দুঃখের কথা বলে লাভ হবে বলে আমার মনে হয় না। নিজের চেষ্টাই সব কিছু করেন। কারো হেল্প নিয়ে না। আর হেল্প যদি খুব দরকারি হয় তাইলে আপনজনের কাছে জান । এখানে না।

    Reply
  6. ভাই পিজি হাসপাতালে 2019-2021 এর মধ্যে রিসিপশনিষ্ঠ পদে নিয়োগ দেয়া হয়েছিল কি

    Reply
  7. I am Masud Rana
    Father name: Rezaull Karim
    Mother Name: Monjuara Khatun
    I Am Student Institute Of Health Technology Jhenaidah IHT
    Medical Technologist
    Plzzz
    Job Post: Doctor’s Assistant Post

    Reply
  8. আমি মো:রাসেল মিয়া. আমি ইন্টার পোথম এয়ারে পড়ি পিতার নাম:নুর আলী. মাতার নাম:রাজিয়া বেগম.আমার একটা চাকরি দরকার বেতন ১০০০০ হাজার টাকা হলেও চলবে. জেলা :জামালপুর থানা:বকশিগঞ্জ গ্রাম:সারমারা

    Reply
  9. আমার একটা সরকারি চাকরি খুব দরকার এই মাসের মধ্যে আমি এসএসসি পাস এইটা আমার নাম্বার 01881955517

    Reply
  10. আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন
    আমি ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার থাকি
    ডেমরা স্টাফ কোয়ার্টার ভিতরে আমার একটা জরুরী ভিত্তিতে জব লাগবে কেউ যদি দিতে পারেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে জানাবেন।
    ০১৬৪৩২৯১৭৯২

    Reply
  11. আসসালামু আলাইকুম
    আমি ছাব্বীর
    আমার একটা চাকরি দরকার আমি ssc পাশ এখন কৃষি ডিপ্লোমায় পড়াশোনা করছি,,,আমার বাড়ি চাদপুর,, এমন কেউ আছেন আমাকে একটা চাকরি দিবেন
    01610159375

    Reply
  12. আমার নাম শফিকুল আলম রাব্বি
    ঠিকানা চট্টগ্রাম
    মোবাইল নম্বর, ০১৯৯৯০৯০৩৩৩
    আমার একটা চাকরি খুব প্রয়োজন
    ১০ম শ্রেণি পর্যন্ত পড়েছি
    সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজে

    Reply
  13. Name:Bithi Chakraborty
    District: Rajbari
    Completed MBA in accounting
    Need a job
    Cell phone number 01764420848

    Reply
  14. আমি মো সবুর হাওলাদার, গ্রাম রঘুনাথদ্দি, উপজেলা বাকেরগঞ্চ, জিলা বরিশাল ।আমার একটা চাকরির খুব দরকার আমি বি এ (পাস )। বর্তমানে মাস্টার্স করতে আছি। আমার ফোন নাম্বার 01988-027426,,01765-336635।

    Reply
  15. আমি গনেশ শীল।
    ঠিকানা উত্তর চৌকির পাড়, নাটোর সদর নাটোর।
    মোবাইল 01783807860
    আমার একটা চাকরির দরকার আমি বতর্মান এসএসসি পাশ করে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছি

    Reply
  16. আমি কার্তিক কুমার
    এইচএসসি পাশ করেছি
    আমার একটা জব খুব প্রয়োজন
    প্লিজ হেল্প মি এনিওয়ান। 🙏

    Reply
    • আস্সালামু আলাইকুম, আমি সোনিয়া, আমি কৃষি ডিপ্লোমা শেষ করছি, আমার একটা চাকরি খুবই দরকার দয়া করে যদি পারেন একটা চাকরি দেন 10000 টাকা বেতনের হলে ও হবে। যোগাযোগ : 01728942949

      Reply
  17. আমি আনোয়ার হোসাইন মুরাদ
    উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে কর্মরত আছি।
    ঢাকায় একটা চাকরি বিষয়ে।

    Reply
    • আমি আনোয়ার হোসাইন মুরাদ।
      আমি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে কর্মরত আছি।
      ঢাকা মহাখালী আশেপাশে একটা চাকরি দরকার।
      সাত বছরের ওটিতে কাজের অভিজ্ঞতা আছে।
      01754673962.

      Reply
  18. আমি মাদ্রাসায় পড়ালেখা করি কিন্ত খরচ বহন করতে
    পারছিনা তাই একটা চাকরির সুযোগ দিন জরূরী 0182 0236 576
    01785713705
    0182 0236 576

    Reply
  19. আমি বি এ ফাইনাল দিতেছি, আমার ড্রাইবিং লাইসেন্সও আছে,আমি খুব গরিব,আমার একটা চাকরি বিশেষ দরকার, একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি অনেক উপকৃত হইতাম।

    Reply
  20. I have worked in an established hospital in Noakhali for 14 years as manager with efficiency and integrity. Currently I am in Dhaka with my family, so I need a job in any hospital in Dhaka. Mobile: 01743688554.

    Reply
  21. আসসালামু আলাইকুম ভাই আমি আসিফুর রহমান নোয়াখালী মাইজদীর মধ্যে আমার একটা চাকরি খুবই প্রয়োজন,প্লিজ কেউ দয়া করে আমাকে ইনবক্সে জানাবেন।

    Reply
  22. আমার হাসপাতালে একটা চাকরি দরকার উয়ার্ড বয় পদে, আমি একটি হাসপাতালে চাকরি করেছি ২ মাস, মোবাইল নাম্বার 01792651171

    Reply
  23. আমার হাসপাতালে একটা চাকরি দরকার উয়ার্ড বয় পদে, আমি একটি হাসপাতালে চাকরি করেছি ২ মাস, আমি আলিম পাস করেছি, আমার একটা চাকরি অনেক বেশি প্রয়োজন। মোবাইল নাম্বার 01792651171,

    Reply
  24. আসসালামু আলাইকুম, আমি আলিম পাস করেছি, এখন আমার একটা হাসপাতালে চাকরি দরকার , আমি ২ মাস হাসপাতালে চাকরি করেছি, কিন্তু এখন কিছুই করিনা , আমার আনসার বাহিনী থেকে ট্রেনিং করা হয়েছে। মোবাইল নাম্বার, 01792651171

    Reply
  25. আমি এবারে এইচএসসি দিচ্ছি বিজ্ঞান বিভাগ থেকে। চট্টগ্রামে আমার একটা চাকরির খুব দরকার।যদি কোনো সহৃদয় বান ব্যক্তি আমার কমেন্ট পড়ে থাকেন এবং চাকরি দেয়ার মতো ক্ষমতা থাকে তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করিয়েন।
    হোয়াটসঅ্যাপঃ01611834178

    Reply

Leave a Comment