স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ ৩০টি পদে স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি Architecture Job Circular 2023 প্রকাশ হয়েছে। আগ্রহী সকল প্রার্থীদের আবেদন করার জন্য আহবান করা হল।

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ ২০২৩

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং- ২৫.০৫.০০০০.০১৪.২৮.০১৮.১০ (অংশ)-৩০৯, তারিখ-২০/০৬/২০২৩ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলানির্দিষ্ট জেলা
সংস্থাস্থাপত্য অধিদপ্তর
সাইটhttp://www.architecture.gov.bd
পদের সংখ্যা৫টি পদে ৩০ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ৩১ আগস্ট, ২০২৩
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

আরো দেখুন- চলমান সকল নিয়োগ সার্কুলার

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023

আবেদন ফিঃ যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ক্রমিক নং-০১ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৪/- (চৌত্রিশ) টাকা মোট ৩৩৪/-(তিনশত চৌত্রিশ) টাকা, ক্রমিক নং-০২ ও ০৩ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকা মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং-০৪ ও ০৫ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকা মোট ১১২/- (একশত বার ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

  • আবেদন প্রক্রিয়া শুরুঃ ১০-০৮-২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ৩১-০৮-২০২৩ ইং
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে
  • ঠিকানাঃ http://architecture.teletalk.com.bd
স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

আরো দেখতে পারেন-

3 thoughts on “স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. স‍্যার আমি টিটিসি থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার লাইসেন্স নেই আমি কি আবেদন করতে পারব

    Reply
  2. Name: Priya Moni
    Father’s name: Obayed Ullah
    Mother’s name: Peyara Begum
    Date of birth: 03.07.2003
    Current address:kachua
    Permanent address:kachua
    Nationality: Bangladesh
    Religion: Islam
    Gender: female
    Marriage condition: married
    Mobile:01814442889
    Educational qualifications: SSC passed in exam
    Date 29.08.2023

    Reply

Leave a Comment