স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো), মহাখালী, ঢাকা-১২ এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠান | যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
নৌবাহিনির ওয়েবসাইট | https://temo.gov.bd |
পদের সংখ্যা | ৩০ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৮ এপ্রিল, ২০২৫ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://temo.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো) এর ওয়েবসাইটেও (www.temo.gov.bd) পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০.০০টা;
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ এপ্রিল, ২০২৫ তারিখ বিকাল ৫.০০টা।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত ১টি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ক্রমিক নং-১ হতে ৮ এর জন্য অর্থাৎ ১০০/- (একশত মাত্র) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার টাকা মাত্র) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি ৫০/- টাকা সার্ভিস চার্জ ৬/- টাকা। বিশেষভাবে উল্লেখ্য “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”