এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশঃ সারা দেশে ০৯টি শিক্ষাবোর্ডে একযোগে ফলাফল প্রকাশ হয়েছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL MAD 123456 2022। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এছাড়া https://eboardresults.com ও www.educationboardresults.gov.bd সাইটের মাধ্যমেও জানা যাবে মার্কশীটসহ ফল। এবছর মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি ছিলো।
