সরকারি কর্মচারী হাসপাতাল-এ ৯৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েব পোর্টাল (www.skh.gov.bd) এবং http://skh.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দিবে | সরকারি কর্মচারী হাসপাতাল |
ওয়েবসাইট | https://skh.gov.bd |
পদের সংখ্যা | ৬টি পদে ৯৭ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ ২০২৪
আবেদনের ঠিকানাঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমাঃ
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫-০১-২০২৪ খ্রি: সকাল ১০টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫-০২-২০২৪ খ্রি: বিকাল ০৫টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদন ফিঃ
পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-২ নম্বর ক্রমিকের পদের জন্য ৩০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৫/- টাকাসহ মোট ৩৩৫/- টাকা এবং ৩-৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।