মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ২ টি

👥 পদের সংখ্যা: অসংখ্য জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৫

অসংখ্য পদে মেঘনা গ্রুপে আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মেঘনা কোম্পানির এর অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ফ্যাক্টরী কমপ্লেক্সে নিম্নবর্ণিত পদ সমূহে জরুরী ভিত্তিতে দক্ষ এবং অভিজ্ঞ লোকবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন বা সাক্ষাতকার দিতে পারবেন।

মেঘনা গ্রুপে নিয়োগ ২০২৫

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বৃহৎ শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের জন্য জরুরী ভিত্তিতে নিম্নে বর্নিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। বিস্তারিত নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিমেঘনা গ্রুপ
ওয়েবসাইটhttps://www.mgi.org
পদের সংখ্যাঅসংখ্য টি
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ১৫ আগস্ট, ২০২৫

আরো দেখতে পারেনওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গ প্রতিষ্ঠান এ নিচে বর্ণিত পদসমূহে জরুরি ভিত্তিতে বেশ কিছু সংখ্যক দক্ষ এবং অভিজ্ঞ লোকবল নিয়োগ দেওয়া হবে। সরাসরি সাক্ষাৎকারে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ ফ্যাক্টরী কমপ্লেক্স (সুগার সাইট), মেঘনাঘাট, সোনারগা, নারায়ণগঞ্জ এর নিরাপত্তা ও ফায়ার এন্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সংশিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে।

e0a6aee0a787e0a698e0a6a8e0a6be e0a697e0a78de0a6b0e0a781e0a6aa e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0a6aae0a78de0a6a4e0a6bf e0a7a8e0a7a6e0a7a8e0a7ab meghna

আরো দেখুন-

Meghna Group Job Circular 2025

মেঘনা কোম্পানীর এর অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পি.ভি.সি লিমিটেড এর ফ্যাক্টরী -এ নিম্নবর্ণিত পদসমূহে জরুরী ভিত্তিতে দক্ষ এবং অভিজ্ঞ লোকবল নিয়োগ দেয়া হবে। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। ইলেকট্রিশিয়ান এর ক্ষেত্রে ইলেক্ট্রিফিকেশন বোর্ড প্রদত্ত ক/খ/গ লাইসেন্স বাধ্যতামূলক।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অধীনে পরিচালিত মার্কেন্টাইল সিরিজের মোট ১২টি তৈলবাহী জাহাজের জন্য নিচে বর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পেপারে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে নিচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

  • ১। ফায়ার ইন্সপেক্টর – অভিজ্ঞতা ০৩ (তিন) বছর, মাসিক বেতনঃ ১৯,০০০/- টাকা
  • ২ ফায়ার সুপারভাইজার – অভিজ্ঞতা ০৩ (তিন) বছর, মাসিক বেতনঃ ১৪,০০০/-টাকা
  • ৩। ফায়ারম্যান – অভিজ্ঞতা ০১ (এক) বছর, মাসিক বেতনঃ ১১,৫০০/- টাকা
  • ৪ নিরাপত্তা ইন্সপেক্টর – অভিজ্ঞতা ০৩ (তিন) বছর, মাসিক বেতনঃ ১৬,০০০/- টাকা
  • ৫। নিরাপত্তা সুপারভাইজার – অভিজ্ঞতা ০৩ (তিন) বছর, মাসিক বেতনঃ ১৪,০০০/-টাকা
  • ৬। নিরাপত্তা গার্ড – অভিজ্ঞতা ০১ (এক) বছর, মাসিক বেতনঃ ১১,৫০০/- টাকা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অগ্রাধিকার দেয়া হবে ও বেতন ১২.৫০০/- টাকা প্রদান করা হবে
  • ৭। গান ম্যান – লাইসেন্স থাকা আবশ্যক, মাসিক বেতন আলোচনা সাপেক্ষে
  • ইলেকট্রিশিয়ান– এইচএসসি/ এসএসসি পাশ এবং ইলেকট্রিফিকেশন বোর্ড প্রদত্ত ক/খ/গ লাইসেন্স বাধ্যতামূলক (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য) ও ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন
  • ব্রিজ স্কেল অপারেটর– এইচএসসি/ বিএ পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন
  • গেট সুপারভাইজার– এইচএসসি/ বিএ পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন
  • হ্যান্ডওভার সুপারভাইজার (সর্টিং এন্ড প্যাকিং)– এইচএসসি/ এসএসসি পাশ এবং কম্পিউটারের উপর ভাল দক্ষতা ও স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন
  • ল্যাব টেকনিশিয়ান – এইচএসসি/ এসএসসি পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা
  • সিনিয়র স্ক্রিন প্রসেসর– এইচএসসি/ এসএসসি পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা
  • পেলোডার অপারেটর – এইচএসসি/ এসএসসি পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা
  • মেকানিক/এসিস্ট্যান্ট মেকানিক – এইচএসসি/ এসএসসি পাশ এবং স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা
  • অপারেটর/সুপারভাইজার – এইচএসসি/ এসএসসি পাশ (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য) এবং স্ব-স্ব ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন

সাক্ষাতকারের পদ্ধতি

অভিজ্ঞ এবং আগ্রহী প্রার্থীদেরকে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি সহ উল্লেখিত তারিখ সমূহে সকাল ১০টা থেকে বিকাল ৫ঃ৩০ টার মধ্যে মেঘনা পি.ভি.সি লিঃ, ফ্যাক্টরী কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এ সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতকারে অংশ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সিরামিক ইন্ড্রাস্ট্রিজ-এ অভিজ্ঞ এবং আগ্রহী প্রার্থীদেরকে ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপিসহ নির্দিষ্ট তারিখের মধ্যে মানবসম্পদ বিভাগ, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ, প্রধান কার্যালয়, ফ্রেশ ভিলা, বাসা-১৫, রোড-৩৪, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায় ডাকযোগে বা ই-মেইলের (career.ceramic@mgi.org) মাধ্যেমে পজিশনের নাম উল্লেখ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনের সময় অবশ্যই খামের উপর বা ই-মেইলে পদের নাম উল্লেখ্য করতে হবে।

60 thoughts on “মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

        • আমি এক জন ইলেকট্রিশিয়ান
          আমি চাকরি করতে চাই বাংলাদেশের যেকোনো প্রান্তে
          ০১৯৬৯৪০৬২৪৩

          Reply
      • স্যার আমার নাম মোঃ আল-আমিন
        আমি একজন ইলেকট্রিশিয়ান
        আমার একটা চাকরি দরকার
        কারিগর প্রশিক্ষণের পাশের সার্টিফিকেট আছে
        বাংলাদেশের যে কোন প্রান্তে চাকরি করার ইচ্ছা আছে
        ০১৯৬৯৪০৬২৪৩

        Reply
      • Hi I,m Md. Shorif akhand from Chandpur I,m expert of computer operation expert of Microsoft word, excel and PowerPoint so need to computer expert than contact to me
        it,s my contact number: 01825308410 please knock me any job
        i,m pass of higher school certificate 2022 and result .GPA-5

        Reply
      • আমি একজন ইলেকট্রিশিয়ান।১১ বছর কাজের অভিজ্ঞতা আছে।সি এস,ডি সুপারশপে।
        সাবস্টেশন জেনারেটর বিভিন্ন ইলেকট্রিক কাজের উপরে অভিজ্ঞতা আছে।

        Reply
    • sir
      আমার বয়স কার্ডে কম লিগেল আমার বয়স ১৯ এখন আমি এসএসসি ২০২১ আমি কি চাকরি টা করতে পারবো

      Reply
  1. আমি মেঘনা গ্রুপের জুন মাসের সার্কুলার অনুযায়ী ব্রিজ স্কেল অপারেটরে আবেদন করছি কিন্তু এখনো কোনো ইন্টারভিউ এর ডাক পাচ্ছি না বা কখন ইন্টারভিউ হতে পারে,,,please help me…..

    Reply
  2. জাহাজের মেকানিক হিসাবে আবেদনকরতে চাই
    আমার অভিজ্ঞতা আছে
    আমি এর আগে চিটাগংজব করছি সাগরে,,

    .

    Reply
  3. আমি অনলাইনে সিকিউরিটি সুপারভাইজার চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক অনলাইন আবেদন করা যায় কিনা একটু জানাবেন আর যদি একটা ইমেল নাম্বার দেন তাহলে সিভি টা জমা করবো 01726772632

    Reply
  4. ডিপ্লোমা ইন সিভিল ইন্জিনিয়ারিং থেকে
    বাংলাদেশের যে কোনো স্থানে
    একটা চাকরির খুব জরুরি প্রয়োজন
    munaimkhan587@gmail.com

    Reply
      • আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং পাস করছি,,,এবং লেভেল ১ ও
        টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বেসিক সেইফ এর আন্ডারে ইলেকট্রিক্যাল কোর্চ করেছি… আমি কি চাকুরী পেতে পারি??

        Reply
  5. আমার একটা জবের দরকার
    আমি একজন সিভিল ইন্জিনিয়ারিং ছাএ
    এবং ২০১৯ পাশ করেছি

    Reply
  6. ভাই আমি এইচ এস সি পাশ করছি কিন্তু কোন চাকরির অভিজ্ঞতা নেই আমার তাই আমি কি আবেদন করতে পারব

    Reply
  7. ভাই আমি এইচ এস সি পাশ করছি কিন্তু কোন চাকরির অভিজ্ঞতা নেই আমার তাই আমি কি আবেদন করতে পারব ফায়ার ম্যান জনবল নিয়োগে

    Reply
  8. আমি মোঃপরাগ প্রধান।
    আমি বসুন্ধরা পেপার মেলে ৫ বছর মাবত কাজ করি।।
    আমি মেগনা গুরুপ এ চাকরি করতে চাই।।।।
    মোবাইলঃ০১৭৮৮-০৪৪৫১৫

    Reply
  9. আমি মোঃবায়েজীদ চৌধুরী।
    আমি মেঘনা গ্রুপে চাকরি করতে চাই।
    এর আগে কোথাও চাকরি করিনি।
    শিক্ষা যোগ্যতা SSC পাস science গ্রুপ।(4.22)
    মোবাইল-01703737795

    Reply
  10. আমি অবঃ আর্মি যে কোনো জাইগাই চাকরি টা করবো। চাকরি টা দরকার।

    Reply
  11. আমি অবঃ আর্মি যে কোনো জাইগাই চাকরি টা করবো। চাকরি টা দরকার। ০১৭১৮৩০৬৭৮৯

    Reply
  12. আমি মিনিস্টার কম্পানিতে তিন বছর ফায়ারম্যন পদে চাকরি করছি আমি আপনার কম্পানিতে চাকরি করতে চায় আমাকে মেঘনা গ্রুপে চাকরি করতে চায় আমার চাকরিটা খুব দরকার স্যার

    Reply
  13. স্যার আমি দীর্ঘ তিন বছর ধরে মিনিস্টার কম্পানিতে ফায়ারম্যন পদে চাকরি করেছি আমাকে আপনার কম্পানিতে চাকরি দেওয়ার জন্য আবেদন করছি মোবাইল নাম্বর ০১৭৭০৯৬৩২৬৯

    Reply
  14. আমি মিনিস্টার কম্পানিতে তিন বছর দরে ফায়ারম্যনে চাকরি করছি আমাকে আপনার কম্পানিতে চাকরি করতে চায় ০১৭৭০৯৬৩২৬৯

    Reply
  15. G4S এ ছয় বছর/ এলিট ফোর্স এ 1বছর
    অভিগ্গতা আছে। বর্তমান সিকিউরিটি ইনেসপেকটর পদে চাকরি করতে চাই 01722691794 যোগাযোগ

    Reply
  16. ফায়ার ম্যান হিসেবে জব করতে চাই আপনার কম্পানিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ৬ মাসের কোর্স করেছি সার্টিফিকেট আছে।

    Reply
  17. batchin-plant
    Palat.descriptions
    Fujian-xinda machinery. Com
    Model-Hzs-50
    Production -50 cum/H
    Size of agg 60 mm
    plant oparetor MD.niyamot ali
    01793426465

    Reply
  18. মোঃআফজাল হোসেন।
    আমি চাকরি মেঘনা গ্রুপে চাকরি করতে আগ্রহী।এর আগেও আমি মেঘনা গ্রুপে এসার পদে ফ্রেসে চাকরি করেছি।
    আমি মাস্টার্স সম্পুর্ন করেছি।
    তাই আমি আশাবাদী যে,এই কোম্পানিতে উচ্চ পদে চাকরির জন্য আমাকে যথাযথ সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

    Reply
  19. Ami magi group a jonno khub agrohi Ami supervisor hishabe chakri korte chai age o abedon Kore hoise kichu Pai nei akhon bissas ase pabo

    Reply
  20. Me Md. Hafizur Rahman.Project Engineer and Safety Supervisor(HSE).i’ve complete my M.Sc. (Engineering) at Applied Physics Electronics in Dhaka University.plz give me the job.

    Reply

Leave a Comment