📁 পদ ক্যাটাগরি: ৪৩ টি
👥 পদের সংখ্যা: ৩৬৩ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৫
৩৬৩টি পদে ইসলামিক ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| চাকরি দাতা প্রতিষ্ঠান | ইসলামিক ফাউন্ডেশন |
| ওয়েবসাইট | http://www.islamicfoundation.gov.bd |
| পদের সংখ্যা | ৩৬৩ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক/কামিল/আলিম/দাখিল |
| আবেদনের শেষ তারিখ | ২৬ আগস্ট, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তানুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের ঠিকানাঃ http://ifb.teletalk.com.bd


Hafij,Dakhil,Alim
Place i do the work.
Dakhil.
Alim.
Fazil raning.
Ami aii job korte chai
I Need This Job
Ami ai job ti korte chai
Link e dhukle apply kora jacche na
ektu opekkha korun, link chalu hobe
Ami ei job korte cai.