হীপ বাংলাদেশ সোসাইটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

হীপ বাংলাদেশ সোসাইটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ হীপ বাংলাদেশ সোসাইটি এনজিওতে ৪টি ক্যাটাগরিতে ১৯০ জন নিয়োগ দেয়া হবে। “হীপ বাংলাদেশ সোসাইটি” জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূলক বেসরকারী সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল-রেন্তোৌরা সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে অত্র সংস্থা “সবার জন্য নিরাপদ পানি” শীর্ষক কর্ম-পরিকল্পনা গ্রহন করেছে। উক্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের জেলা, উপজেলা ও মহানগর পায়ে, নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্থ আহবান করা যাচ্ছে।

ডাকযোগে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে ঢাকা অফিসের ঠিকানায় (নির্বাহী পরিচালক, হীপ বাংলাদেশ সোসাইটি বাড়ি-৫১৬/৩, টাওয়ার-৭১, ইসিবি চত্বর দক্ষিণ মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ বরাবর) আবেদন পত্র পৌঁছাতে হবে।

এনজিও চাকরি ২০২৩ সকল এনজিও চাকরির খবর
এনজিও চাকরির খবর

4 thoughts on “হীপ বাংলাদেশ সোসাইটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. আসসালামু আলাইকুম। আমি বর্তমান ফাজিল এ পড়ি,মাদ্রাসা থেকে পড়া-লেখা করছি,আমি কি ফিল্ড অফিসার হিসেবে আপনাদের এই খানে যোগ দান করতে পারবো?আমার একটি চাকরি খুবই জরুরি।
    ইনশাআল্লাহ, সঠিক একটা এনস্যার দিবেন

    Reply
  2. আমি মাদ্রাসা থেকে কামিল পাশ করছি। দাখেল ২০০৮সালে। আমি কি এপলিকিস্ন্স করতে পারবো?

    Reply
  3. আমি বাবুল মিয়া আমি মাদ্রাসায় এস এস সি ও বি এম এ এইচ এসসি পাশ করছি আমি কি আপনাদের কোম্পানিতে কাজ করার সুজুগ পাব

    Reply
  4. আমার ডিগ্রি পাস রেজাল্ট বের হয়নাই ২ মাসের মধ্যে বের হবে আমি কি ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবো
    প্লিজ জানাবেন

    Reply

Leave a Comment