সরকারি চাকরি পরীক্ষার সিলেবাসঃ সাধারণত চাকরি পরীক্ষার কেউ সিলেবাস দেয় না। তবে ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরির জন্য এই সিলেবাস বহির্ভূত আর কিছু পড়ার দরকার নেই। বিগত সকল বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আপনাদের জন্য এই সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী পড়লে ৯৫%+ কমন পড়বে বলে আশা করা যায়। নিচে বিষয় ভিত্তিক আলাদাভাবে দেয়া হল।
সরকারি চাকরি পরীক্ষার সিলেবাস
এই সিলেবাসের সকল অংশই লিখিত এবং MCQ উভয় পরীক্ষার জন্য। সরকারি চাকরি ছাড়াও অন্যান্য ব্যাংক/বেসরকারি চাকরিতেও কমন পড়ার অপার সম্ভাবনা রয়েছে।
বাংলা
ব্যাকরন
- ****বানান শুদ্ধকরণ
- **সমার্থক শব্দ
- ***বিপরীত শব্দ
- ***এক কথায় প্রকাশ
- *****বাগধারা
- ***সন্ধি
- ***অনুবাদ
- ***কারক
- ****সমাস
- পদ, পারিভাষিক শব্দ,
- *লিঙ্গান্তর, যতি-ছেদ চিহ্ন
- ***ভাব-সম্প্রসারন, পত্র, দরখাস্ত, সংক্ষিপ্ত রচনা বা অনুচ্ছেদ (শুধুমাত্র লিখিত পরিক্ষার জন্য)
সাহিত্য
মুক্তিযুক্ত ও ভাষা আন্দোলন ভিত্তিক–
- *উপন্যাসের নাম ও লেখক
- *কবিতা ও কবির নাম
- গানের গীতিকার ও সুরকার
- ছায়াছবির নাম ও পরিচালক
বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকের
- জন্ম ও মৃত্যু তারিখ
- ***১ম সাহিত্য কর্মের নাম
- পুরষ্কারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম
- **ছদ্ম নাম ও উপাধি
- *বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক
- ***বাংলা সাহিত্যের প্রথম নাটক, উপন্যাস, কবিতা, মহাকাব্য
ইংরেজি
ইংরেজি চাকরি পরীক্ষার অন্যতম কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মধ্যেই ইংরেজি ভীতি রয়েছে। তবে সঠিকভাবে প্রস্তুতি নিলে ইংরেজিতে ভালো করা সম্ভব। নিচের এই বিষয়গুলো ভালভাবে আয়ত্ত করতে পারলে লিখিত পরীক্ষায় সফল হওয়া সম্ভব।
- *****Idioms and Phrases (Meaning & Make Sentence)
- ***Preposition
- ***Translation
- *Transformations
- ***Correction (Word/Sentence)
- ***Narration
- **Voice
- **Fill in the gaps (Write the form of Verb)
- **Synonym, Antonym
- Abbreviation, Analogy
- *Paragraph (Only Written)
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা
সরকারি চাকরির পড়ালেখা
গণিত
চাকরি পরীক্ষায় গণিত অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশির ভাগ প্রার্থী গণিতে ভালো করতে না পারার কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তাই গণিত অংশটুকু অনেক ভাল করে সম্পন্ন করতে হবে।
পাটিগণিত
- *** শতকরা, লাভ-ক্ষতি, ঐকিক নিয়ম
- সুদ-কষা ও ক্ষেত্রফল বিষয়ক
- অনুপাত-সমানুপাত
- গড়, চৌবাচ্চা ও স্রোত বিষয়ক
বীজগণিত
- *** উৎপাদক
- *মান নির্নয়
- ল.সা.গু, গ.সা.গু
জ্যামিতি
- রম্বস
- ট্রাপিজিয়াম/আয়ত
- বর্গ
- বিভিন্ন প্রকার কোণ, ত্রিভুজ (লিখিত পরিক্ষার জন্য সঙ্গা পড়তে হবে)
সাধারন জ্ঞান
সাধারণ জ্ঞানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাম্প্রতিক বিষয়াবলী (নিচে বিস্তারিত দেয়া আছে)। এছাড়াও নিচের আলোচ্য বিষয়গুলো খুব ভালভাবে আয়ত্ত করতে হবে।
বাংলাদেশ
- বাংলাদেশের সীমানা, আয়তন, পতাকা, জাতীয় প্রতীক, সীমান্তবর্তী স্থান, গুরুত্বপূর্ণ জেলাসমূহ
- ***ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাংবিধানিক পদ, জাতীয় সংসদ
- গুরুত্বপূর্ণ দ্বীপ, পাহাড়-পর্বত, নদীবন্দর-সমুদ্রবন্দরের নাম, স্থানের প্রাচীন ও ভৌগোলিক নাম
- ***নদ-নদীর নাম, সংযোগস্থল, প্রবেশস্থল,সমুদ্রসীমা, সমুদ্রসৈকত
- *বিশ্ব সংস্থায় বাংলাদেশের সদস্যপদ ও সাম্প্রতিক ঘটনা
- গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও স্থাপনার এবং স্থপতির নাম
- উন্নতজাতের ধান, তুলা, ফসল ও ফলের নাম
- ***বাংলাদেশের উপজাতি ও তাদের বসবাস
- প্রাচীন জনপদ, হাওড়, বিল
- অর্থনৈতিক সমীক্ষা, মাথাপিছু আয়, বাজেট
- গুরুত্বপূর্ণ চুক্তি, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা
- বিখ্যাত স্থান, ব্যক্তি, আবিষ্কার, উল্লেখযোগ্য অর্জন
- খেলাধুলা (ক্রিকেট, ফুটবল)
আন্তর্জাতিক
- মহাদেশ ভিত্তিক ক্ষুদ্র ও বড় দেশ, নদী, সাগর-মহাসাগর, পর্বতমালা, হ্রদ-খাল, প্রণালী
- বিখ্যাত সীমারেখা, দ্বীপ, মরুভূমির নাম
- জাতিসংঘ ও এর অঙ্গসংস্থানের সদর দপ্তর ও সদস্য
- আলোচিত দেশসমূহের আইনসভা, মুদ্রা, রাজধানী, বন্দরসমূহ
- **২টি বিশ্বযুদ্ধের তারিখ, সাল, অক্ষশক্তি, মিত্রশক্তি ও উল্লেখযোগ্য ঘটনা
- আন্তর্জাতিক সংস্থাসমূহ
- দীর্ঘতম, ক্ষুদ্রতম, গভীরতম, উচ্চতম…
- ***নোবেল পুরষ্কার
- *****তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার
- সার্কভুক্ত দেশ
- জনক, উপাধি, সম্মাননা, পুরষ্কার
- **খেলাধুলা
সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়
এই বিষয়গুলো থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই এই বিষয়গুলোর সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে খুব ভালভাবে জানতে হবে।
- তুরস্ক ভূমিকম্প
- বিভিন্ন দেখের অর্থনীতি
- বিশ্বকাপ ক্রিকেট ও ফুটবল
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
- পদ্মা সেতু
- মুজিব শতবর্ষ
- করোনা (কোভিড-১৯)
- মেট্রোরেল প্রকল্প
- নোবেল পুরষ্কার
প্রয়োজন অনুসারে কিছু তথ্য পরিবর্বতন বা সংশোধন হতে পারে
Thanks a lot
Welcome
জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এ ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পোস্টে লিখিত পরীক্ষার মানবন্ট সম্পর্কে কোন কিছু জানালে উপকৃত হতাম
ভাই পরিক্ষার পড়ার জন্য নোট দিতে পারলে অনেক ভালো হতো
demonstratorer jnno ki ki porte hobe?
এই সিলেবাস পড়লেই হবে, বিগত সালে প্রশ্ন এই সিলেবাস থেকে সব কমন পরেছে
কোন সিলেবাস?
এই ইংরেজি থেকে কি অডিটর পরীক্ষায় কমন পাবো
অবশ্যই পাবেন, শুধু ইংরেজি সাহিত্য আলাদাভাবে পড়বেন । তাহলেই হবে
#গ্রেড ১৬
এই সিলেবাস শেষ করলেই তো হবে ভালো করে??
জি স্যার
এইগুলা পড়লে কি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরীক্ষায় আসবে।
জি স্যার, সকল পরীক্ষায় কমন পাবেন
ভাই আমি আবেদন ফরম পুরন এর সথে পে অর্ডার স্লিপ আট ১০°৪ ইন্জি সাইজের ফেরত খাম জমা দিছি
জি, এটা জমা দিতে হবেই, নাহলে ফেরত চিঠি পাবেন না
বাংলাদেশের সব জেলায় কি শাখা আছে? আর কয়টি শাখা আছে?
কোন শাখার কথা বলছেন
thanks
Welcome Sir
11 থেকে 20 তম গ্রেডের চাকরি সহায়িকা কোন বই এর নাম বলতে পারেন
প্রফেসরস এর নিয়োগ বই আছে
ভাই ৩য় ও চতুর্থ শ্রেণির চাকরির জন্য কি কি বই পড়ব, কোন বইগুলো পড়লে ভালো হবে, বইগুলোর নাম বলবেন, প্লিস
প্রফেসরস অফিস সহকারি বইটা পড়লেই হবে
এইগুলা পড়লে কি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরীক্ষায় আসবে।
জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এ ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পোস্টে লিখিত পরীক্ষার মানবন্ট সম্পর্কে কোন কিছু জানালে উপকৃত হতাম
জুনিয়র অডিটরের কি এমসিকিউ পরীক্ষার পরে লিখিতও হবে। দয়া করে জানাবেন
বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের ২০২২ সালের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ি অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কি এই সিলেবাস পড়লে চলবে?
যুব উন্নায়ন অধিদপ্তরে কি Mcq এরপর লিখিত পরিক্ষা হয়?
১১-২০ গ্রেডের পরীক্ষাগুলোতে কি প্রিলি হয় ? নাকি শুধু লিখিত এবং মৌখিক?
বইতে যা যা আছে সব সিলেবাস বলে উঠিয়ে দিছে,,,এতো বিসিএস সিলেবাস
পল্লী সঞ্চায় ব্যাংকের অফিস সহকারি-২০গ্রেড পদের পরীক্ষা কি লিখিত হবে নাকি প্রিলিমিনারি হবে জানাবেন দয়া করে।