এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: অনির্দিষ্ট জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫

এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ঃ এসেনসিয়াল ড্রাগস গোপালগঞ্জ এর নতুন খবর-সরকারি মালিকানাধীন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস‌ কোম্পানী লিমিটেড (Essential Drugs Company Limited Job Circular 2025), গোপালগঞ্জ প্রকল্পে নিম্ন লিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ ২০২৫

চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনযোগ্য জেলাসকল জেলা
নিয়োগদাতা প্রতিষ্ঠানএসেনসিয়াল ড্রাগস কোম্পানী
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.edcl.gov.bd
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়স১৮-৪২ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো দেখুন- সকল ঔষধ কোম্পানির চাকরির খবর

এসেনসিয়াল ড্রাগস নিয়োগ ২০২৫

আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যারিত কপিসহ আগামী ৩০-০৯-২০২৫ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানা বরাবরে আবেদন করার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র শর্ট সিলিক্টেড প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাতকারের জন্য ডাকা হবে।

edcl job circular 2025
এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

এসেনসিয়াল ড্রাগস নিয়োগ বিজ্ঞপ্তি

বেশি পদ ও বিস্তারিত অভিজ্ঞতার জন্য আলাদাভাবে দেয়া সম্ভব হল না, তাই এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া হল। বাকিটা অফিসিয়াল সার্কুলারে দেখে নিন। পদের নাম হচ্ছে ম্যানেজার ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল) এবং পদের সংখ্যা ১ জন করে। প্রত্যেকটা পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়া বয়স সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠানের নামঃ এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (সরকারি মালিকানাধীন)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ ভোকেশনাল পাশ হতে হবে ও অভিজ্ঞতা থাকতে হবে
শূন্য পদের সংখ্যাঃ ৬টি পদে সর্বমোট ১৩ জন
বয়সসীমাঃ ১৮ থেকে ৩২ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষে

  • আবেদন শুরু হয়েছে (ডাকযোগে)
  • আবেদনের শেষ তারিখঃ ২০ মার্চ, ২০২৬

আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যায়িত কপিসহ আগামী ২০ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে নিম্ন সাক্ষরকারীর (নিচে সার্কুলারে দেখুন) বরাবরে আবেদন করার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র শর্ট লিষ্টেড প্রাথীদেরকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে

5 thoughts on “এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. ভাই যদি কেউ আবেদন করে থাকে তাহলে ০১৯৭৬৩৫৩৮১০ এই নাম্বারে একটু ফোন দিয়েন ভাই।
    আমার নাম মোরশেদুল ইসলাম।

    Reply

Leave a Comment