ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলারঃ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে। চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষঃ ২০২০-২১) এর সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল।
ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার
ইঞ্জিনিয়ারিং সমন্বিত ভর্তি পরীক্ষায় রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম একসাথে পরিচালনা করবে। এখন দেখে নেয়া যাক, বিশ্ববিদ্যালয় গুলোর আসন সংখ্যা ও কোন কোন বিষয় রয়েছে।
বিশ্ববিদ্যালয় | আসন সংখ্যা | সংরক্ষিত আসন সংখ্যা | মোট |
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) | ১২৩০ | ০৫ | ১২৩৫ |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) | ১০৬০ | ০৫ | ১০৬৫ |
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) | ৮৯০ | ১১ | ৯০১ |
সর্বমোট | ৩১৮০ | ২১ | ৩২০১ |
ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি
এক নজরে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচিগুলো দেখে নিন। করোনা সংক্রমণের জন্য যদি কোন পরিবর্তন আসে, তাহলে এখানে সংযোজন করা হবে।
- আবেদন প্রক্রিয়া শুরুঃ ২৪ এপ্রিল, ২০২১
- আবেদনের শেষ তারিখঃ ০৮ মে, ২০২১ (বিকাল ৫ টা)
- যোগ্য প্রার্থীদের রোল ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশঃ ০২ জুন, ২০২১
- আবেদন ফিঃ ৯০০/১০০০ টাকা
- ভর্তি পরীক্ষা হবেঃ ১২ জুন, ২০২১ (সকাল ১০ টা-১২.৩০ পর্যন্ত))
- পরীক্ষার ফলাফল প্রকাশ হবেঃ ৩০ জুন, ২০২১
- আবেদনের ঠিকানাঃ admissionckruet.ac.bd
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা
ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ) প্রার্থীকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের আগস্ট এর মধ্যে GEC A লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
গ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৭ অথবা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হতে হবে।
আরো দেখুন-GST/ গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
ঘ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থাজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদা ভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে অর্থাৎ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০.০০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
ঙ) প্রার্থী GEC O এবং GEC A লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GEC O লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে A গ্রেড পেতে হবে। GEC A লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে A গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেভিকে ইন্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে প্রার্থীকে GEC A লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান কমপক্ষে B গ্রেড পেতে হবে।
চ) প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% বা সমমানের গ্রেড পেতে হবে।
ছ) যোগ্য আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নন্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০ (ত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশখহণের সুযোগ দেয়া হবে।
জ) ন্যুনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GEC O এবং GEC A লেভেল এবং সংরক্ষিত আসনের অন্য সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
দেখে নিনঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
আবেদন করার পদ্ধতি ও ফি
চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (admissionckruet.ac.bd) প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ ও নিচের ছক অনুযায়ী ভর্তি পরীক্ষার ফি প্রদান করে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে।
গ্রুপ | বিভাগ | ফি (সার্ভিস চার্জ সহ) |
“ক” | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ৯০০/- টাকা |
“খ” | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ | ১০০০/- টাকা |
চুয়েট, কুয়েট ও রুয়েট সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি

বিশেষ দ্রষ্টব্য
ভর্তির তারিখ, ক্লাস শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এক সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হবে।
৮ মে ২০২১ শনিবার বিকাল ৫.০০ টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোন আবেদনপত্র সাবমিট করা যাবে না।
MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ২৫% কাটা হবে।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে বর্ণিত তারিখ ও সময়সূচির পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সংশোধনী অথবা প্রয়োজনীয় তথ্যাদি সমস্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে