ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-ERL Job Circular 2022: ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ১০টি পদে প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অঙ্গ প্রতিষ্ঠান ও দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারী লিমিটেড-এ নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি নিয়োগ ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইন্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) কর্তৃক বাস্তবায়নাধীন মহেশখালীর কালারমারছড়ায় “ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন” প্রকল্পের (আমদানিকৃত জুড অয়েল এবং ফিনিশড প্রোডাক্ট নিরাপদে খালাসের জন্য) বাস্তবায়নের কাজ সমাপনান্তে এর অপারেশনং রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য অনুমোদিত সাংগঠনিক কাঠামোর আওতায় নিম্নবর্ণিত পদ সমূহে স্থায়ী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানইস্টার্ন রিফাইনারি লিমিটেড
সাইটhttp://erl.com.bd
মোট পদ৪ টি
পদের সংখ্যা১০ জন
বয়সসীমা১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাবিএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ৩১ অক্টোবর, ২০২২
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

Eastern Refinery Limited job circular 2022

পদের নামঃ প্রবেশনারি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ৩৫৫০০-৬০৭৭০ টাকা
বেতন গ্রেডঃ এম- ৫
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

পদের নামঃ প্রবেশনারি ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ৩৫৫০০-৬০৭৭০ টাকা
বেতন গ্রেডঃ এম- ৫
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

পদের নামঃ প্রবেশনারি ইঞ্জিনিয়ার (মেকানিকাল)
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ৩৫৫০০-৬০৭৭০ টাকা
বেতন গ্রেডঃ এম- ৫
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

পদের নামঃ ম্যানেজমেন্ট প্রফেশনাল (কোয়ালিটি কন্ট্রোলার)
পদ সংখ্যাঃ ০১ টি
বেতনঃ ৩৫৫০০-৬০৭৭০ টাকা
বেতন গ্রেডঃ এম- ৫
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীদের টেলিটক অনলাইনে আবেদন করতে হবে। এজন্য প্রার্থীকে ইস্টার্ন রিফাইনারী লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে (erlb.teletalk.com.bd) গিয়ে নির্ধারিত ফরম যথাযত ভাবে পূরন করতে হবে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন

7 thoughts on “ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২”

  1. আমি এইচ এস সি পাস করেছি ২০১৯ সালে।।উচ্চতা ৫ ফিট ৭।
    আমি এই কোম্পানি তে চাকরি করতে ইচ্ছুক।।
    ০১৩০২-৪১১১৭২ আমার ফোন নাম্বার।।
    প্লিজ হেল্প মি!!!

    Reply
  2. আমি ভোকেশনালে এইচএসসি পাশ।২০১৯ সালে এইচএসসি পাশ করেছি।আমার একটা চাকরি খুব দরকার।আমি আপনাদের প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক

    Reply
    • আমি জেনারেল থেকে এস এস সি পাশ করেছি। ২০২১ সালে এস এস সি পাস কোরেছি। আপনাদে কাছে আমি খুবি আকুল ভাবে একটি চাকরির আবেদন জানাছি। দইয়া করে আমার আবেদন মনজুর করুন

      Reply
  3. আমি জেনারেল থেকে এস এস সি পাশ করেছি। ২০২১ সালে এস এস সি পাস কোরেছি। আপনাদে কাছে আমি খুবি আকুল ভাবে একটি চাকরির আবেদন জানাছি। দইয়া করে আমার আবেদন মনজুর করুন

    Reply
  4. আমি একাউন্টিং এ এম বি এ করছি। আমাকে হেল্প করবেন কেউ। আমি চাকরির প্রত্যাশি অনেক প্রচেস্টার পর ও চাকরি হচ্ছে না।

    Reply

Leave a Comment