শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং তারিখ- ১৮ মে, ২০২৩ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী শ্রম অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্বখাতভূক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dol.teletalk.com.bd) এ ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ৮ম থেকে স্নাতক পর্যন্ত নিচের পদ্গুলোতে আবেদন করতে পারবেন-
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023
- ১। কম্পিউটার অপারেটর -০১ জন
- ২। পরিসংখ্যান সহকারী -০১ জন
- ৩। সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর -০৯ জন
- ৪। লাইব্রেরী সহকারী -০১ জন
- ৫। পরিবার কল্যাণ পরিদর্শিকা -১১ জন
- ৬। অডিওভিজুয়্যাল অপারেটর -০১ জন
- ৭। ফার্মাসিস্ট -০৮ জন
- ৮। নার্স -০১ জন
- ৯। গাড়ী চালক -০৪ জন
- ১০। ডিসপেন্সারি এ্যাটেনডেন্ট -০৩ জন
- ১১। অফিস সহায়ক -১৭ জন
- ১২। আয়া মহিলা -০৭ জন
- ১৩। নিরাপত্তা প্রহরী -০৬ জন
- ১৪। পরিচ্ছন্নতা কর্মী -০৫ জন (মোট=৭৫ জন)
আবেদনের শেষ সময়ঃ ১৬ জুলাই, ২০২৩ ইং
আমাকে একটা ছোট পদে চাকরি দেওয়া যাবে বর্তমানে আমি ফরচুন কোম্পানিতে কম্পিউটার অপারেটর