সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৩ টি

👥 পদের সংখ্যা: অসংখ্য জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৫

সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরএ এর সনদ নম্বর-২৯৫। বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবি’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচী পরিচালনার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিসিসিডিবি
পদের সংখ্যা৩টি পদে অসংখ্য জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর/বিকম
বয়সসীমা১৮-৪০ বছর
আবেদনের শেষ তারিখ০৬ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

সিসিডিবি এনজিও নিয়োগ ২০২৫

আগ্রহী প্রার্থীদের আগামী ০৬-০৯-২০২৫ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন-বৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ -এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দরখাস্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

ccdb job 2025
সিসিডিবি এনজিও নিয়োগ সার্কুলার

Leave a Comment