সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ৮ টি

👥 পদের সংখ্যা: ১২১ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫

১২১টি পদে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতাসংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র-বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা তার কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য নিম্নোক্ত পদসমূহে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট আবেদনপত্র আহ্বান করছে।

জেলাসকল জেলা
চাকরির ধরনএনজিও চাকরি
প্রতিষ্ঠানসেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)
ওয়েবসাইটhttps://ccdabd.org
পদের সংখ্যা১২১ জন
বয়সসীমা১৮-৫৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ১২ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে/ইমেইলে

সিসিডিএ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদন প্রক্রিয়াঃ নিচে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আবেদনপত্র, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের ফটোকপিসহ আগামী ১২ই অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ), সিসিডিএ ভবন, ১/৮, ব্লক: জি, লালমাটিয়া হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা: ১২০৭ বরাবর, অথবা ccdarecruitment@gmail.com এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। খামের উপর/ই-মেইলের বিষয়ে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

ccda ngo job circular 2025
সিসিডিএ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment