সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৮টি পদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর অধীন অস্থায়ী ভিত্তিতে শুন্যপদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তানুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা সংস্থাসড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)
ওয়েবসাইটbrtc.gov.bd
পদের সংখ্যা০৮ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ০৯ জুন, ২০২৪
আবেদনের মাধ্যমডাকযোগে

দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা

সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ ২০২৪

  • আবেদন প্রক্রিয়া শুরুঃ ১৯-০৫-২০২৪
  • আবেদনের শেষ তারিখঃ ০৯-০৬-২০২৪
  • আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন
সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখুন-

BRTC নিয়োগ বিজ্ঞপ্তি 2024

আবেদনপত্র প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ নিম্ন লিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

  • (ক) সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • (খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
  • (গ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • (ঘ) আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্সের ২ (দুই) কপি স্পষ্ট সত্যায়িত ফটোকপি।

নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র)।

“চেয়ারম্যান বিআরটিসি’ পরিবহন ভবন ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবরে যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পূত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পূত্র-কন্যা হলে আবেদনে উল্লেখসহ এ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সাটিফিকেট, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি দাখিলসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া, অন্যান্য কোটায় আবেদন করলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উল্লেখ করতে হবে।

নির্ধারিত তারিখের পর প্রাপ্ত সকল আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সকল চাহিত সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির (গেজেটেড/নন-গেজেটেড) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের নির্ধারিত কোটা ও অপরাপর বিধি-বিধান/আদেশ এবং আনুষ্ঠানিকতা প্রতিপালন/অনুসরণ করা হবে।

খামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

কর্তৃপক্ষ পদের সংখ্যা কম/বেশি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

17 thoughts on “সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

    • দেখুন আপু এইখানে এইসব বলে লাভ নেই এইখানে শুধু নিয়োগ গুলো দেওয়া হয় তাই এই নিয়োগে এইসব বলে নিজেদের ছোট করবেন না আপনি এইখানে এগুলো বলে কিছুই করতে পারবেন না
      ধন্যবাদ

      Reply
  1. আসসালামু আলাইকুম,
    প্রিয় স্যার,এই যে নতুন বছরের জানুয়ারিতে ২০২২প্রকাশিত বি আর টি তে কিছু সংখ্যক দক্ষও জন বল কন্ডাকট্যর ও কাউন্টার ম্যান লোক নিয়োগ দেওয়া হইবে এই মর্মে আমি মোঃ আলাউদ্দিন মুন্সি (শিক্ষাগত ssc) দির্গ দিন যাবত বি আর টি কর্পোরেসন্স এ মাসট্যার রোলে আমি অতী দক্ষতার সহীত আমার কর্মময় নিয়োজিত আছি।
    এত এব, জনাবের নিকট আমার আকুল আবেদন উক্ত যে কোন কোটায় আমাকে নিয়োজিত করতে জনাবের যেন সু মর্জি হয়৷
    নামঃমোঃ আলাউদ্দিন মুন্সি
    পিতার/নামঃ মোঃ আঃরহমান মুন্সি
    সাং +ডাকঘর;বড়ইয়া কৃষও পুর
    উপজেলাঃ চান্দিনা;জেলাঃকুমিল্লা

    Reply
  2. আবেদন করতে হলে আবাদেনকারীর ড্রাইভিং লাইসেন্স কি প্রয়োজন?

    Reply
  3. আবেদন করতে হলে আবেদন কারীর কি ড্রাইভিং লাইন্সেস প্রয়োজন হবে?

    Reply
  4. আমাকে কেও কি একটা বিষয় বলবেন প্লিজ???
    আমি এস এস সি পাস
    আমার বয়স ১৬ বছর। আমি কি সরকারি চাকুরীতে আবেদন করতে পারবো???

    Reply
  5. এক লোক কি একাদিক পোস্ট এ আবেদন করতে পারবে??

    Reply

Leave a Comment