📁 পদ ক্যাটাগরি: ১৩ টি
👥 পদের সংখ্যা: ১৫ জন
⏰ আবেদনের সময় বাকি: ২৩ দিন
📅 আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৫
১৫টি পদে বিএন এমটি ওয়ার্কশপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত। চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিএন এমটি ওয়ার্কশপ, চট্টগ্রাম এর জন্য প্রকৌশলী, মেকানিক এবং কর্মচারী নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| নিয়োগ দাতা প্রতিষ্ঠান | বিএন এমটি ওয়ার্কশপ |
| ওয়েবসাইট | https://www.cddl.gov.bd |
| পদের সংখ্যা | ১৫ জন |
| বয়সসীমা | ১৮-৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/ডিপ্লোমা/বিএসসি |
| আবেদনের শেষ তারিখ | ২০ নভেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | অনলাইনে |
বিএন এমটি ওয়ার্কশপ নিয়োগ ২০২৫
চাকরীর জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.cddl.gov.bd) হতেও অথবা সরাসরি https://www.cddl.gov.bd/available-jobs লিংক হতে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।
খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলা এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ পূর্বক আবেদন পত্রটি সরাসরি বিএন এমটি ওয়ার্কশপ, বানৌজা ঈসা খান, নিউ মুরিং চট্টগ্রাম অফিসে অথবা bnmtwcddl@gmail.com এই ঠিকানায় ই-মেইল করা যাবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি

