বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-BCSL job circular 2023: বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) টেলিকমুনিকেশন ক্যাবলস (কপার ও অপটিক্যাল ফাইবার), এইচডিপিই ডাক্ট এন্ড বৈদ্যুতিক ওভারহেড কল্ডাক্টরস ও ক্যাবলস প্রস্ততকারী একটি বৃহৎ সরকারী মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানী। উৎপাদনমূখী এই আধুনিক শিল্প প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী কাজ করার মানসিকতা সম্পন্ন দক্ষ ও মেধাবী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড |
ওয়েবসাইট | http://www.bcsl.gov.bd |
মোট পদ | ৩টি |
পদের সংখ্যা | ৫ জন |
বয়স | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-বিএসসি |
আবেদনের শেষ তারিখ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ ২০২৩
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগামী ১৬-০২-২০২৩ তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পোঃ সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় পৌছাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ১৬-০২-২০২৩ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং-৫ থেকে ৭ পর্যন্ত পদের জন্য অত্র প্রতিষ্ঠানে নিয়োজিত স্থায়ী/অস্থায়ী আউটসোর্সিং কর্মীসহ) কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সূত্রঃ কালের কন্ঠ