রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম (ক্যাবল/ওয়্যারলেস)

ধরুন, আপনার পাশের বাসায় ব্রডব্যান্ড লাইন আছে, আপনি সেখান থেকে একটি অতিরিক্ত সংযোগ বা সাব-লাইন/কানেকশন নিতে চাচ্ছেন। এখন কিভাবে নিবেন তার/ক্যাবল দিয়ে নাকি তার ছাড়া (ওয়্যারলেস) এবং কিভাবে রাউটার সেটআপ দিতে হয় বুঝতে পারছেন না। অথবা, আপনার একটি লাইন থেকে আরেকটি/একাধিক সাব-লাইন নিতে চাচ্ছেন- তাহলে এই পোষ্টটি আপনার জন্য (মেগা পোস্ট)। রাউটার ব্যবহারের নিয়ম সহ সকল তথ্য এখানে একসাথে দেয়া হল।

রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম

সাধারণত একটি মেইন-লাইন থেকে নেয়া বাকি সকল সংযোগ গুলোকে বলা হয় সাব-লাইন/ সাব-কানেকশন। সাব-লাইন/ সাব-কানেকশন দুইভাবে নেয়া যায়। যেমনঃ-

  • তার বা ক্যাবল দিয়ে (সর্বোচ্চ ১০০ মিটার)
  • তার-বিহীন বা ওয়্যারলেস (যদি নেট-ওয়ার্ক রেঞ্জ/আওতার মধ্যে থাকে)

তার বা ক্যাবল কানেকশন

তার বা ক্যাবল কানেকশনের মাধ্যমে খুব সহজেই আপনি একটি সংযোগ নিতে পারবেন। এজন্য আপনার  প্রয়োজন হবেঃ

  • Cat-5e অথবা Cat-6 ক্যাবল (UTP)
  • RJ45 দুইটি কানেক্টর

বিঃ দ্রঃ কোন ভাবেই তারের দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি হওয়া যাবে না

দামঃ Cat-5eCat-6 (UTP) ক্যাবল এর দাম সাধারনত (১২-২০) টাকা মিটার (কোম্পানি/কোয়ালিটি ভেদে ভিন্ন হতে পারে)। চেষ্টা করবেন ক্যাট-৬ তার নেয়ার জন্য এটা বেশি ভাল। RJ45 দুইটি কানেক্টরের দাম ১০ টাকার আশে পাশে।

এখন তার বা ক্যাবল কানেকশন আবার দুই প্রকার

  • LAN-WAN (ল্যান-ওয়েন) কানেকশন
  • LAN-LAN (ল্যান-ল্যান) কানেকশন

আসুন এই দুই ধরণের কানেকশনের সকল বিস্তারিত বিষয় জেনে নেয়া যাক-

LAN-WAN (ল্যান-ওয়েন) কানেকশন

এই কানেকশন পদ্ধতি অনেকটা সহজ। বুঝার সুবিধার জন্য ধরে নিই আমাদের প্রাইমারি বা মেইন রাউটার-A এবং সাব বা দ্বিতীয় রাউটার-B

lan to wan connection
lan-wan connection

ধারাবাহিক ধাপঃ

প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন (*আগেই তার/ক্যাবল লাগাবেন না)

চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস (192.168.0.1) এ প্রবেশ করুন।

**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন

নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন/অথবা রাউটারের পিছনে দেয়া নির্দেশনা দেখবেন, তারপর লগ ইন করুন।

এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করুন (*কানেকশন পাওয়ার পরে আর করা যাবে না)।

এখন আপনার ক্যাবলের এক প্রান্ত রাউটার A-এর Lan পোর্টে এবং দ্বিতীয় প্রান্ত রাউটার B-এর Wan পোর্টে সংযোগ দিবেন। (কানেক্ট করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা ভাল)

আর কিছু করতে হবে না, কিছক্ষনের মধ্যে আপনার সংযোগে ইন্টারনেট চালু হয়ে যাবে।

সুবিধাঃ 

  • কানেকশন পদ্ধতি খুব সহজ।
  • রাউটার সেটআপের কোন ঝামেলা নাই।

অসুবিধাঃ 

  • আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন না, তবে এন্ড্রইড এপ ব্যবহার করে দেখতে পারবেন। যেমনঃ Wi-Fi Fing ইত্যাদি।
  • এক্ষেত্রে একবার কানেকশন চালু হলে পরবর্তিতে আর আপনার রাউটারে কোন কিছু পরিবর্তন  করতে পারবেন না।
  • পরিবর্তন করতে চাইলে, রাউটার রিসেট দিয়ে পুনরায় আগের নিয়ম অনুসরণ করতে হবে।

LAN-LAN (ল্যান-ল্যান) কানেকশন

এই কানেকশন পদ্ধতি কিছুটা জটিল। এজন্য আপনাকে রাউটারের বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে হবে, তবে সুবিধা বেশি পাবেন।

lan to lan connection
lan-lan connection

ধারাবাহিক ধাপঃ

আমাদের মেইন রাউটার A – তে কিছু করতে হবে না, দ্বিতীয় রাউটার এ বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে হবে।

প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন [*আগেই তার/ক্যাবল লাগাবেন না]

চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস 192.168.0.1 এ প্রবেশ করুন।

**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন ।

নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন, তারপর লগ ইন করুন।

এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করবেন (*কানেকশন পাওয়ার পরেও পরিবর্তন করতে পারবেন)।

রাউটার রিস্টার্ট হবে। পুনরায় কানেক্ট করুন।

তারপর ল্যান সেটিং (Lan Setting) এ আপনার আইপি এড্রেস পরিবর্তন করতে হবে। যেমনঃ আগে ছিল 192.168.0.1 এটা।

এখন নতুন আইপি এড্রেস হিসেবে আমরা 192.168.0.2 নিলাম (আপনার ইচ্ছা মত যেকোন সংখ্যা দিবেন শেষের 1 এর পরিবর্তে)। (যদি একসাথে থাকে, তাহলে আগেই DHCP server ডিজেবল করবেন না)।

রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম (ক্যাবল/ওয়্যারলেস)
স্যাম্পল ছবি

তারপর সেভ দিবেন। রাউটার রিস্টার্ট হবে, সেভ করার পর খোজে বের করুন DHCP অপশন।

এটা অনেক রাউটার এ আলাদাভাবে থাকে আবার অনেক সময় এডভান্স সেটিং (Advance Setting) বা ল্যান সেটিং (Lan Setting) এ থাকে। তারপর DHCP অপশনে এটা ডিজেবল (Disable) বা আনচেক করে দিবেন।

এখন, আপনার ক্যাবলের এক প্রান্ত রাউটার A-এর Lan পোর্টে এবং দ্বিতীয় প্রান্ত রাউটার B-এর Lan পোর্টে সংযোগ দিবেন। (কানেক্ট করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা ভাল)

আপনার কাজ শেষ। কিছুক্ষনের মধ্যে ইন্টারনেট চালু হয়ে যাবে।

সুবিধাঃ 

  • এক্ষেত্রে কানেকশন চালু হলে পরবর্তিতে যেকোন সময় রাউটারের সকল তথ্য পরিবর্তন করতে পারবেন (আপনার নতুন আইপি এড্রেস 192.168.0.2 এ প্রবেশ করে)।
  • আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন।
  • এমনকি মেইন রাউটারেও প্রবেশ করতে পারবেন, তথ্যও পরিবর্তন করতে পারবেন (192.168.0.1 এই এড্রেসে)।

অসুবিধাঃ 

  • ল্যান টু ল্যান কানেকশন পদ্ধতি কিছুটা জটিল।
  • সকল ডিভাইস একই নেটওয়ার্কে কাজ করবে।

তার বিহীন/ওয়্যারলেস কানেকশন

আপনার পাশের বাসায় ব্রডব্যান্ড লাইনের রেঞ্জ যদি আপনার বাসা পর্যন্ত আসে তাহলে আপনি কোন তার ছাড়াই সংযোগ নিতে পারবেন। এই পদ্বতি প্রায়  ল্যান-ল্যান (Lan-Lan) কানেকশন এর মত।

Rauter to Rauter wireless
Router to Router wireless

ধারাবাহিক ধাপঃ

আমাদের মেইন রাউটার A-তে কিছু করতে হবে না, দ্বিতীয় রাউটার শুধু পরিবর্তন করতে হবে।

প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন। চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস 192.168.0.1 এ প্রবেশ করুন।

**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন

নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন, তারপর লগ ইন করুন।

এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করবেন। (*কানেকশন পাওয়ার পরে আর করা যাবে না)

রাউটার রিস্টার্ট হবে। পুনরায় কানেক্ট করুন, তারপর ল্যান সেটিং (Lan Setting) এ আপনার আইপি এড্রেস পরিবর্তন করুন। যেমনঃ আগে ছিল 192.168.0.1 এটা।

এখন নতুন আইপি এড্রেস হিসেবে আমরা 192.168.0.2 অথবা 192.168.0.3 নিলাম (আপনার ইচ্ছা মত যেকোন সংখ্যা দিবেন শেষের 1 এর পরিবর্তে)। (**যদি DHCP অপশন একসাথে থাকে,তাহলে আগেই DHCP server ডিজেবল করবেন না)

তারপর সেভ দিবেন। রাউটার রিস্টার্ট হবে।

এখন, ওয়্যারলেস ব্রিজ/ওয়্যারলেস কানেক্টশন (Wireless Repeating) অপশনে যান। এখানে যাওয়ার পর দেখবেন, আপনার নিকট বর্তী সকল কানেকশন গুলো দেখা যাচ্ছে।

তারপর আপনার পাশের বাসার কানেকশন টি সিলেক্ট করুন এবং পাসওয়ার্ড দিন, ওকে করুন।

রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম (ক্যাবল/ওয়্যারলেস)
উদাহরণ ছবি

সেভ করার পর খোজে বের করুন DHCP অপশন (ল্যান-ল্যান এর ছবিতে দেখুন)

এটা অনেক রাউটার এ আলাদাভাবে থাকে আবার অনেক সময় এডভান্স সেটিং/ ল্যান সেটিং এ থাকে। তারপর DHCP অপশনে এটা ডিজেবল/আন চেক করে দিন। কাজ শেষ, এখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।

সুবিধাঃ 

  • তার/ক্যাবল সেটআপের কোন ঝামেলা নেই।
  • খরচ কম, শুধু রাউটার কিনলেই হবে।

অসুবিধাঃ 

  • এই কানেকশন পদ্ধতি কিছুটা জটিল
  • আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন না, তবে এন্ড্রইড এপ ব্যবহার করে দেখতে পারবেন, তবে ব্লক করা বা অন্যান্য সুবিধা পাবেন না। যেমনঃ Wi-Fi Fing ইত্যাদি
  • এক্ষেত্রে একবার কানেকশন চালু হলে পরবর্তিতে আর আপনার রাউটারে কোন কিছু পরিবর্তন  করতে পারবেন না।
  • তথ্য পরিবর্তন করতে চাইলে, রাউটার রিসেট দিয়ে পুনরায় আগের নিয়ম অনুসরণ করতে হবে
  • মেইন রাউটারের তুলনায় অনেক কম স্পিড পাবেন।

এই ছিলো রাউটার থেকে রাউটার সংযোগের সকল বিষয়বস্তু

পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

164 thoughts on “রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম (ক্যাবল/ওয়্যারলেস)”

  1. রাউটার থেকে রাউটার কানেকশন কত মিটার দূরে যায়

    Reply
      • তার বিহীন রাউটার থেকে রাউটার সেটিং এর জন্য বলা হয়েছে, username and password দিতে হবে। এখানে username and password টি কোনটি ?

        Reply
      • চ্যানেল সংখ্যা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়,,কি করতে পারি।

        Reply
      • চ্যানেল সংখ্যা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে,, কি করতে পারি??

        Reply
      • ভাইয়া টেন্ডা রাউটার কত ফুট/
        ফিট পর্যন্ত কানেক্টেড থাকে,
        আমি বলতে চাচ্ছি আমার বাসা থেকে কত ফিট পর্যন্ত নেট থাকবে,
        দয়া করে মিটার এর হিসেব দিবেন না, আমি ফিট/ফুট এর কথা জানতে চাচ্ছি।

        Reply
      • রাউটার থেকে রাউটার ওয়ারলেস এর মাধ্যমে নিলে কি কোন সমস্যা আছে কানেক্ট থাকার পর বিদ্যুৎ চলে গেলে আবার আসলে অটো কানেক্ট হবে না কানেক্ট ডিসকানেক্ট হয়ে থাকবে একটু জানাবেন ভাই

        Reply
      • রাউটার থেকে রাউটার ওয়ারলেস এর মাধ্যমে কানেক্ট করলে বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার বিদ্যুৎ আসলে অটো কানেক্ট হবে কি

        Reply
      • অন্য বাড়ি হতে আমার বাড়িতে নেটওয়ার্ক দুই দাগ পায় । তো এখন আমি ওন্য একটা নতুন রাউটার কিনে ওইটার সাথে তার বিহীন কানেক্ট করে ভালো নেট পাবো নাকি ঐরকমই কম পাবে। ্

        Reply
  2. মেইন রাউটার দিয়ে তার দিয়ে পাশের বাসায় আরেক রাউটারে ইন্টারনেট শেয়ার করেছি এখন ১০ এমবিপিএস স্পিড হলে কি ৫/৫ ভাগ হবে দুই রাউটারে?

    Reply
  3. মেইন রাউটার দিয়ে পাশের বাসায় তার দিয়ে আরেক রাউটার দিয়ে তার বাসায় ইন্টারনেট শেয়ার করেছি এখন আমার চুক্তির স্পিড ১০ mbps হলে কি এখন ২ রাউটারে ৫ mpbs / 5 Mbps এ ভাগ হয়ে যাবে?

    Reply
  4. মেইন রাউটার দিয়ে পাশের বাসায় তার দিয়ে আরেক রাউটার দিয়ে তার বাসায় ইন্টারনেট শেয়ার করেছি এখন আমার চুক্তির স্পিড ১০ mbps হলে কি এখন ২ রাউটারে ৫ mpbs / 5 Mbps এ ভাগ হয়ে যাবে

    Reply
      • লাইনের স্পিড যদি ৩০ হয়, রাউটার থেকে রাউটার কানেকশন থাকলে মেইন রাউটারে স্পিড কত দেখাবে আর ২য় রাউটারে স্পিড কত দেখাবে?

        Reply
        • ১০০% রেঞ্জে থাকলে ৩০ দেখাবে, নয়তো কম/বেশি হবে, ফাস্টডটকমে দেখবেন

          Reply
      • ভাইয়া টেন্ডা রাউটার কত ফুট/
        ফিট পর্যন্ত কানেক্টেড থাকে,
        আমি বলতে চাচ্ছি আমার বাসা থেকে কত ফিট পর্যন্ত নেট থাকবে,
        দয়া করে মিটার এর হিসেব দিবেন না, আমি ফিট/ফুট এর কথা জানতে চাচ্ছি।

        Reply
  5. আমি রাউটার থেকে রাউটারে সংযোগ করতে চাই, দুরত্ব ১০০মিটার। তবে মাঝখানে একটা জোড়া দিতে হবে। সংযোগ কি পাওয়া যাবে…? আর utp cable জোড়া দেওয়ার কোন উপায় আছে কিনা…?

    Reply
    • ১০০ মিটারের কিছু কম হলে ভালো রেজাল্ট পাবেন, জোড়া দেয়া যায় ডংগল ব্যবহার করে

      Reply
      • ২০০মিটার হলে কি কি সমস্যা হতে পারে,,,, যদি একটু বলতেন,,,,,

        Reply
          • ১০০মিটার পর একটা সেকেন্ডারি রাউটার বসালে তারপর ওই রাউটার থেকে আবার ১০০মিটার দূরে কি লাইন দিলে কি ইন্টারনেট পাবে?

  6. এক রাউটার থেকে অন্য রাউটার এ সাব লাইম চালালে নেটওয়ার্ক প্রোভাইডার কোন আপত্তি করবে কিনা বা আইনত জটিলতা আছে কিনা বলবেন প্লিজ।

    Reply
  7. ১০০ মিটার দুরে ক্যাবল দিয়ে রাউটারে সংযোগ না দিয়ে সরাসরি কম্পিউটারে দিলে লাইন পাবে? এক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে ও সমাধান কি?

    Reply
  8. একটি ভালোমানের ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার সাজেস্ট করুন মোটামুটি ১০০ মিটার দুর পর্যন্ত যেটা কানেকশন পাবে প্লিজ।

    Reply
  9. ভাই, আমি যদি মেইন রাউটারের সঙ্গে সেকেন্ডারি রাউটার ব্যবহার না করে শুধু ক্যাবেলের মাধ্যমে ৪০-৫০ ফুট দূরত্বে ডেস্কটপ কানেক্ট করি তাহলে কেমন স্পিড পাওয়া যাবে?

    Reply
  10. ভাইয়া আমার রাউটার থেকে আমি পাশের বাসার রাউটারে লাইন দিছি। তো আমার কথা হচ্ছে পাশের বাসায় লাইন দেয়া সেই রাউটারে কয়টা ডিভাইস চলছে তা জানার কোনো উপায় আছে কি????

    Reply
    • যদি ল্যান টু ওয়ান দেন, তাহলে দেখা যাবে না। ল্যান টু ল্যান কানেকশন দিলে দেখতে পারবেন

      Reply
  11. আমার রাউটার থেকে একটা সাব রাউটারে আমার আন্টির বাসায় লাইন দিছি ৩৫ মিটার দূরত্বে। আরেকটা সাব রাউটার এড করতে হবে ৬০ মিটার দূরত্বে। এক্ষেত্রে দুইটা রাউটার এড করা কি উচিৎ হবে? আর যেহেতু দুইটা রাউটার এড করা হবে এক্ষেত্রে নিজের নেট বেশি কনজিউম করার মত শক্তি এবং দুইটা রাউটারে নেট সাপ্লাই দেওয়ার মত শক্তি আছে কিনা জানিনা। আমার সাধারণ রাউটার ১২০০ টাকা দাম। এক্ষেত্রে কি আমার রাউটার চেঞ্জ করা দরকার? চেঞ্জ করলে আপডেটেড ভালো রাউটার কোনটা? এবং কোনটা নেওয়া উচিৎ বলে মনে করেন?

    Reply
    • দুইটা রাউটার এড করলে কোন সমস্যা হবে না, সাধারণ ৩০০ এমবিবিএস রাউটার দিয়ে অনায়েসে ৩-৪টা সাব লাইন দেয়া যায়, আপনার রাউটারে বেশি ইউজার হলে ডুয়েল ব্যান্ডের রাউটার ভাল হবে।

      Reply
      • ভাই আমি নুতুন লাইন নিয়ে ছি ব্যবসার জন্য বাহিরে সাপ্লাই দিলে কি কি জিনিস লাগবে 300 এম বি বি এস এর দাম কত কয়টা রাউটার চালা যাব পার্টনারশিপ লাইন নেট লাইসেন্স করতে কত টাকা লাগে 1 কিলোর মধ্যে হটস্পট চালাকি যাবে 01710431347

        Reply
  12. ভাই আমি নুতুন লাইন নিয়ে ছি ব্যবসার জন্য বাহিরে সাপ্লাই দিলে কি কি জিনিস লাগবে 300 এম বি বি এস এর দাম কত কয়টা রাউটার চালা যাব পার্টনারশিপ লাইন নেট লাইসেন্স করতে কত টাকা লাগে 1 কিলোর মধ্যে হটস্পট চালাকি যাবে 01710431347

    Reply
  13. আমার রাউটার থেকে ওন্ন্য রাউটারে কানেকশন দিছি। লান ওয়ায়েন এর মাধ্যোমে।অনেক দিন ধরেই চলছিলো।গতকাল থেকে দিতীয় রাউটারে। মোবাইল গুলোর ইউটুব চলে কিন্তু ফেসবুক চলে না।ফেসবুক চলে ইউটুব চলে না। ইমো চলে না। ইত্যাদি।আমি এখুন কি করবো বলবেন একটু

    Reply
  14. ক্যাবল ওপারেটর এর কাছে ফোন দিছি লাম।তারা বল্লো।ওপর থেকে সাইড লাইন ওফ করে দিছে।
    এখুন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিযে।কোনো ভাবে সাইড লাইন চালানো যাবে নাকি।আমাকে একটু যানাবেন প্লিজ।

    Reply
      • ভাই আমি মেইন রাউটার থেকে একটি সেকেন্ডারি রাউটার লাগাবো। যার দূরত্ব ২৫মিটার । মেইন রাউটার ১mbps।এটা কি ১mbps এর ভাগ হয়ে যাবে সেকেন্ডারি রাউটারে।আর কেমন চলবে সেকেন্ডারি রাউটার।

        Reply
  15. প্রাইমারি রাউটার ১mbps থেকে সেকেন্ডারি রাউটারে কি ১mbpsভাগ হয়ে যাবে

    Reply
  16. ১mbps দিয়ে প্রাইমারি রাউটার থেকে ক্যাবল দিয়ে দুই টা রাউটার চালালে কি ১mbps ভাগ হবে তিনটা রাউটারের মধ্যে

    Reply
  17. বাই,আমরা চার পরিবার একটা ওয়াইফাই নামাবো।। কিন্তু রাউটার থাকবে দুইটা,প্রাইমারি রাউটার আর সেকেন্ডারি রাউটার।।
    ১.প্রাইমারি রাউটার তিন পরিবার চালাবে,আর২য় রাউটার এক পরিবার চালাবে।।
    ২.প্রাইমারি রাউটার থেকে দুই পরিবার চালাবে আর সেকেন্ডারি রাউটার থেকে
    দুই পরিবার চালাবে।
    উপরের ১নম্বার টা ভালো হবে নাকি ২ নম্বার টা ভালো হবে??

    Reply
  18. Bai,,আমরা ৪পরিবার একটা ওয়াইফাই নামাবো।। কিন্তু রাউটার থাকবে ৪টা।।,,, ১টা,প্রাইমারি রাউটার আর ৩টা সেকেন্ডারি রাউটার।। এই যে ১টার সাথে ৩টা কানেক্ট করবো কোনো সমস্যা হবে,??সব গুলো স্পিড কি সমান হবে??

    Reply
  19. একটা রাউটার এর সাথে সর্বোচ্চ কয়টা আর সর্বনিম্ন কয়টা কানেক্ট করা যায়.?

    Reply
  20. ভাই নেটিস রাউটার কি দেয়াল বেধ করে সিগন্যাল যায়

    Reply
  21. Cat 6 তার জোড়া দিরে কি কোনো সমস্যা হবে?????
    নেট কি কম পাওয়া যাবে??
    নেই কি স্লো করবে???

    Reply
  22. বাই,আমি শুনছি Lan to wan কানেকশন নিলে সেকেন্ডারি রাউটারের কোন সমস্যা হয়?????

    Reply
  23. আচ্ছা আমি কিভাবে বুজবো যে আমার রাউডার ও তার ছারা অন্য রাউডার দিয়ে কানেক্ট করা…আমার ঘরে ২ টা রাউডার.. একটা আমার আরেক টা অন্যকারো এখন আমার নেট স্পিড খুব স্লো..আর অন্য রাউডারটি অফ করলে আমার রাউডার এর নেট স্পিড বারে.কেন

    Reply
  24. ভাই আমার মেইন রাউটার ১mbps । এই মেইন রাউটার থেকে ৩০ মিটার দূরে ক্যাবল এর মাধ্যমে দুই টা রাউটার লাগাবো। কেমন চলবে।আর সব গুলো তে কি ১ mbps ভাগ হবে। Please সব লেখা ভালো ভাবে পড়ে Reply দিবেন।

    Reply
  25. জি ইউজার দেখায়…কিন্তু সমস্যা হলো অন্য রাউডার টি পাওয়ার বন্ধ করলে আমার রাউডার এর স্পিড ফুল বাড়ে..যখন অই রাউডার চালু থাকে তখন নেট স্পিড থাকে 1.6/বা তার চেও কম..আর যখন অই রাউডার টি বন্ধ করি তখন নেট স্পিড থাকে 2.7……
    তাহলে কি আমার রাউডার অই রাউডার এ কানেক্ট করা নেট দিছে…নাকি

    Reply
  26. (1.)Lan to wan
    (2) Lan to wan
    বাই উপরে সুবিধা অসুবিধা কথা বলছেন তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে স্পিড নিয়ে!!!আমি কনফিউজড হয়ে গেছি কোন টা লাগাবে Lan to wan নাকি Lan to Lan 🙄🙄

    বাই,আপনি কি বলতে পারেন যে Lan to wan এ বেসি স্পিড পাবো??নাকি Lan to Lan এ বেশি স্পিড পাবো???

    Reply
    • স্পীড সমান। তবে প্র্যাক্টেকেলি ল্যান টু ওয়ান এ স্পিড বেশি পাওয়া যায়

      Reply
  27. বাই,আমার Cat6 তার জোড়া দিতে হবে এখন কি ভাবে দিবো???

    Reply
  28. ভাই কোন কানেকশনটা বেশি ভালো হবে lan to lan না lan to wan? প্রাইমারি রাউটার এর সাথে অনেকগুলা ডিভাইস অ্যাড আছে কিন্তু, সেকেন্ডারি রাউটারে সর্বোচ্চ দুই থেকে তিনজন ইউজার। এখন সেকেন্ডারি রাউটারে যদি lan to lan কানেকশন করি তাইলে প্রাইমারি রাউটার এর উপর কি বেশি প্রেশার ক্রিয়েট হবে।

    Reply
  29. ওয়ারলেস কানেকশন করতে চাই।।আমি ২য় রাউটার টা যে জায়গা লাগাবো ঐখান থেকে ১ম রাউটার এর আমার মোবাইলে দুইটিচিহ্ন দেখা।।।
    মানি ২য় রাউটার এ দুইটিদাগ পাবে।।।
    আমার ২য় রাউটার টা কেমন চলবে,আমি শুধু একটি মোবাইল ইউজ করি।।

    Reply
  30. ভাই,ইউটিউবে রাউটার টু রাউটার কানেকশন অনেকে কমেন্টে বলিতেছে
    ISP ২য় রাউটার টাকে ব্লক করে দিছে!
    কে ব্লক করে দিচ্ছে??
    ব্লক থেকে বাঁ চার কোনো উপাই আছে কি??

    Reply
  31. ভাই আমি cat 6 ক্যাবল দিয়ে সেকেন্ডারি রাউটার লাগাইছি। কিন্তু বিদ্যুৎ চলে গেলে আবার আসলে নেট থাকে না। Forget করে দিয়ে কানেক্ট করলে নেট আসে । এটার সমাধান কি। plz কমেন্ট টা ভালো করে পরে বলবেন ভাই।

    Reply
      • ভাই আমি সেকেন্ডেরি রাউটারটি পাশের বাসার প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট করেছি ওয়ারলেস এর মাধ্যমে।
        আমি চাই প্রাইমারি রাউটারের মালিক যাতে বুঝতে না পারে।
        মানে আমার সেকেন্ডারি রাউটারের নাম যাতে প্রাইমারি রাউটারে দেখা না যায়।
        ভাই এক্ষেত্রে আমার সেকেন্ডারি রাউটারে কি সেটিং করতে হবে। বললে উপকৃত হব ধন্যবাদ।

        Reply
  32. ভাই আমি সেকেন্ডেরি রাউটারটি পাশের বাসার প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট করেছি ওয়ারলেস এর মাধ্যমে।
    আমি চাই প্রাইমারি রাউটারের মালিক যাতে বুঝতে না পারে।
    মানে আমার সেকেন্ডারি রাউটারের নাম যাতে প্রাইমারি রাউটারে দেখা না যায়।
    ভাই এক্ষেত্রে আমার সেকেন্ডারি রাউটারে কি সেটিং করতে হবে। বললে উপকৃত হবো ধন্যবাদ।

    Reply
  33. আমি 80 মিটার দূরে লাইন নিছি পিসি চালাই।
    আমার প্রশ্ন হলো কোন পদ্ধতিতে ব্যবহার করলে স্পীড ভালো পাবে?
    1, LAN to WAN
    2. LAN to LAN
    Plz janaben?

    Reply
  34. প্রাইমারি রাউটার থেকে সরাসরি পিসিতে লাগাইছি স্পীড মুটামুটি ভালোপায়,,, এখন আমি যদি প্রায়মারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে লাইন নিয়ে তারপর সেকেন্ডারি রাউটার থেকে পিসিতে লাইন নেই স্পীড কি কম পাবে? দয়া করে জানাবেন ?

    Reply
    • লাইন ভাল হলে স্পীড কম পাওয়ার কথা না, তারপরও প্রেক্টেক্যালি চালিয়ে দেখতে পারেন

      Reply
  35. Sight টি অসাধারন।
    ভাইয়া একই ক্যাবল দিয়ে wifi, camera, intercom চালানো যাবে কি? কিভাবে? Pls

    Reply
  36. তার ছাড়া এক রাউটার থেকে আরএক রাউটারের দূরত্ব সর্বচ্চ কত পর্যন্ত যাবে???

    Reply
  37. ভাই আমি মেইন রাউটার এর সঙ্গে সেকেন্ডারি রাউটার ব্যবহার না করে শুধু ক্যাবলের মাধ্যমে ৮০ থেকে ১০০ মিটার দূরে কম্পিউটার দিয়ে কি ইন্টারনেট চালাতে পারব

    Reply
  38. সেকেন্ডারি রাউটার মেইন রাউটার কন্ট্রোল করে।
    আমি এটা বন্ধ করতে চাই কিভাবে করবো??

    Reply
  39. তারের দুরত্ব সর্বোচ্চ ১০০ মিটার,,,
    আমার তার ৯৮ মিটার কিন্তু লাইন পায় না কেন..???

    Reply
  40. তারের দূরত্ব ৯৮ মিটার,,,
    তাহলেও কেন লাইন পায় না…???

    Reply
  41. ভাই আমি রাউডারের জন্য ক্যাট সিক্স দিয়ে কনসিল ওয়ারীং করেছি। এখন ওয়াইফাই প্রোভাইডাররা বলতেছে ক্যাট সিক্স দিয়ে নাকি লাইন দেওয়া যাবে না, ফাইভার দিয়ে ওপেন লাইন টানতে হবে কিন্তু আমি ওপেন লাইন টানতে চাচ্ছি না আর এখন ফাইভারও কনসেল করে টানা সম্ভব না। এক্ষেত্রে কোন ভাবেই কি ক্যাট সিক্স দিয়ে রাউডারে লাইন দেওয়া সম্ভব নয়।

    Reply
      • ভাই আমি তার বা ক‍্যাবল ছাড়া রাউটার টু রাউটার কানেক্ট করবো। ফাস্ট রাউটারের থেকে সর্বোচ্চ কতোটুকু দূরত্বে সেকেন্ড রাউটার রাখা যাবে।

        Reply
  42. ওয়ারলেস সেকেন্ডারি router থেকে Lan/ তার দিয়ে cctv xvr এ কি কানেকশন দেয়া যায়?

    Reply
  43. ভাই আমি তার বা ক‍্যাবল ছাড়া রাউটার টু রাউটার কানেক্ট করবো। মেইন রাউটার থেকে সেকেন্স রাউটারের দূরত্ব কতো টুকু হতে হবে

    Reply
    • ভাই আমি তার বা ক‍্যাবল ছাড়া রাউটার টু রাউটার কানেক্ট করবো। ফাস্ট রাউটারের থেকে সর্বোচ্চ কতোটুকু দূরত্বে সেকেন্ড রাউটার রাখা যাবে।

      Reply
        • ভাইয়া আমি ল্যান টু ল্যান কানেকশন নিতে চাচ্ছি, একটা টিপি লিংক রাউটার কিনেছি।আমার বন্ধুর বাসায় আমার রাউটার চেক করছি, নেট পাচ্ছে,কিন্তু যখন আমার বাসায় অন্য একটা রাউটার থেকে কানেকশন নিচ্ছি তো নেট পাচ্ছে না। অনেকবার রিসেট দিয়েছি তাও পাচ্ছে না, আবার বন্ধুদের বাসায় নিয়ে গেলে নেট পাচ্ছে কী করবো এখন 😭😭😭😭

          Reply
    • রেঞ্জের বাহিরে তো আর কাজ করবে না, রেঞ্জে রাখবেন-মিনিমাম ২০% রেঞ্জ যেন থাকে

      Reply
  44. আমি ৩০ mbpsলাইন নিয়েছি।প্রথমে অনু তার পর রাউটারে কানেক্ট করেছি।এখন ঐ ১ম রাউটার থেকে আরও ৬ টি রাউটারে লাইন দিতে হবে কিভাবে লাইন দিলে সব রাউটার নেটওয়ার্ক পাবে প্লিজ জানাবেন ।

    Reply
  45. আইএসপি আমাকে সরাসরি মেইন লাইন থেকে কেট সিক্স দিয়ে আমার রাউটারে কানেকশন দিয়েছে। এখন আমার রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কানেকশন দিতে পারবো??

    Reply
  46. ভাইয়া আমি lan to lan connection দিতে চাচ্ছি এইক্ষেত্রে আমি প্রাইমারি রাউটার(আমার কাছে থাকবে) আর সেকেন্ডারি রাউটার(আমার পাশের ফ্ল্যাটে থাকবে) দুইটার WiFi password different রাখতে চাচ্ছি এইটা কী সম্ভব ??

    Reply
  47. আমি একটা অদ্ভুত সমস্যায় পতিত হয়েছি। আমি একটা সাব রাউটার চালাচ্ছি। সেই সাব রাউটারে আমার ল্যাপটপ , আমার ভাইয়ার ফোন কানেক্টেড। কিন্তু আমার ফোন কানেক্টেড বাট নো ইন্টারনেট। যেখান থেকে রাউটার কিনেছিলাম আজ সেখানে গিয়ে দেখাইলাম। কিন্তু ওখানে সব ঠিক ঠাক, আমার ফোন সেখানে ঠিকই চলছিলো। কিন্তু যখনই আবার বাসায় এসে নতুন করে রাউটার লাগাইলাম, সেই পূর্বের অবস্থা কোনো চেঞ্জ নেই।

    Reply
      • দুইটাই রিসেট দিছি। প্রথমে রাউটার রিসেট দিয়েছি কাজ হয়নি পরে মোবাইল রিসেট দিয়েছি। কাজ হয়নি। আজকে ওয়্যালেস কায়েন্ট লিস্টে গিয়ে দেখি, রাউটার অন্য দুটি ডিভাইসকে ৫০০০ এর উপর প্যাকেটস সেন্ড করলেও আমাকে মাত্র ২৭ প্যাকেটস সেন্ড করতেছে।

        Reply
        • আপনার ফোনের ওয়াইফাই-এ কোন সমস্যা থাকতে পারে। অন্য ফোনে যদি ঠিক ঠাক কাজ করে তাহলে বুঝতে হবে ফোনে প্রব্লেম

          Reply
          • আমার ফোন অন্য রাউটারে কানেক্ট হয়, আমার রাউটার যেখান থেকে কিনেছিলাম সেখানে দেখালাম, ওখানে গিয়ে নেট পায় আমার রাউটারেই। কিন্ত বাড়িতে বসিয়ে লাইন পাই না, শুধু আমার মোবাইলে।

  48. রাউটার থেকে রাউটার তার ছাড়া কানেক্ট করলে রাউটার A কি তা বুঝতে পারবে??

    Reply
  49. রাউটার টু রাউটার কানেক্ট করবো ১০০ মিটার দুরত্বে ।কি তার নিবো কোনটা নিবো কই থেকে নিবো কোন কম্পানির নিবো যাতে কাজ করবে ঠিকঠাক ।প্লিজ জানাবেন

    Reply
  50. রাউটার থেকে অন্য বাসায় আরেকটা রাউটারের লাইন নিলে কি কানেকশন একটাই বা চার্জ একটারই নিবে নাকি আরেকটা রাউটারের চার্জও নিবে?

    Reply
  51. আপনাদের একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না।

    আপনারা বলছেন ২য় রাউটারে কানেক্ট করে ব্রাউজারে ঢুকতে। কিন্তু ২ য় রাউটারে তো ইন্টারনেট সংযোগই দেওয়া নেই।

    তাহলে কাজ করবে কিভাবে?

    Reply
    • 192.168.0.1 এই লিঙ্কে ঢুকার জন্য ইন্টারনেট লাগে না, এখানে গিয়ে আগে রাউটার সেটাপ করে নিতে হয়

      Reply

Leave a Comment