রাউটার থেকে রাউটার সংযোগের সকল নিয়ম
ধরুন, আপনার পাশের বাসায় ব্রডব্যান্ড লাইন আছে, আপনি সেখান থেকে একটি অতিরিক্ত সংযোগ নিতে চাচ্ছেন। এখন কিভাবে নিবেন তার/ক্যাবল দিয়ে নাকি তার ছাড়া (ওয়্যারলেস) বুঝতে পারছেন না
তাহলে এই পোষ্ট টি আপনার জন্য (মেগা পোস্ট)
সাধারণত একটি মেইন লাইন থেকে নেয়া বাকি সকল সংযোগ গুলোকে বলা হয় সাব-লাইন/ সাব-কানেকশন
সাব-লাইন/ সাব-কানেকশন দুইভাবে নেয়া যায়:
- তার বা ক্যাবল দিয়ে (সর্বোচ্চ ১০০ মিটার)
- তার বিহীন বা ওয়্যারলেস (যদি নেট ওয়ার্ক রেঞ্জ থাকে)
তার বা ক্যাবল কানেকশন
তার বা ক্যাবল কানেকশনের মাধ্যমে খুব সহজেই আপনি একটি সংযোগ নিতে পারবেন
বিঃ দ্রঃ কোন ভাবেই তারের দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি হওয়া যাবে না
এজন্য আপনার প্রয়োজন হবে:
- Cat-5e অথবা Cat-6 ক্যাবল (UTP)
- RJ45 দুইটি কানেক্টর
দামঃ Cat-5e ও Cat-6 (UTP) ক্যাবল এর দাম সাধারনত (১০-১৪) টাকা মিটার এবং RJ45 দুইটি কানেক্টরের দাম ১০ টাকা
এখন তার বা ক্যাবল কানেকশন আবার দুই প্রকার:
- LAN-WAN (ল্যান-ওয়েন) কানেকশন
- LAN-LAN (ল্যান-ল্যান) কানেকশন
LAN-WAN (ল্যান-ওয়েন) কানেকশন

এই কানেকশন পদ্ধতি অনেকটা সহজ। বুঝার সুবিধার জন্য ধরে নিই আমাদের প্রাইমারি বা মেইন রাউটার-A এবং সাব বা দ্বিতীয় রাউটার-B
ধারাবাহিক ধাপঃ
প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন [*আগেই তার/ক্যাবল লাগাবেন না]
চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস 192.168.0.1 এ প্রবেশ করুন ।
**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন
নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন, তারপর লগ ইন করুন
এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করুন (*কানেকশন পাওয়ার পরে আর করা যাবে না)
এখন আপনার ক্যাবলের এক প্রান্ত রাউটার A-এর Lan পোর্টে এবং দ্বিতীয় প্রান্ত রাউটার B-এর Wan পোর্টে সংযোগ দিবেন (কানেক্ট করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা ভাল)
আর কিছু করতে হবে না, কিছক্ষনের মধ্যে আপনার সংযোগে ইন্টারনেট চালু হয়ে যাবে
সুবিধাঃ
- কানেকশন পদ্ধতি খুব সহজ, রাউটার সেটআপের কোন ঝামেলা নেই
অসুবিধাঃ
- আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন না, তবে এন্ড্রইড এপ ব্যবহার করে দেখতে পারবেন। যেমন: Wi-Fi Fing
- এক্ষেত্রে একবার কানেকশন চালু হলে পরবর্তিতে আর আপনার রাউটারে কোন কিছু পরিবর্তন করতে পারবেন না
- পরিবর্তন করতে চাইলে, রাউটার রিসেট দিয়ে পুনরায় আগের নিয়ম অনুসরণ করতে হবে
LAN-LAN (ল্যান-ল্যান) কানেকশন

এই কানেকশন পদ্ধতি কিছুটা জটিল। এজন্য আপনাকে রাউটারের বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে হবে, তবে সুবিধা বেশি পাবেন
ধারাবাহিক ধাপঃ
আমাদের মেইন রাউটার A – তে কিছু করতে হবে না, দ্বিতীয় রাউটার এ বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে হবে
প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন [*আগেই তার/ক্যাবল লাগাবেন না]
চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস 192.168.0.1 এ প্রবেশ করুন
**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন
নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন, তারপর লগ ইন করুন
এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করবেন (*কানেকশন পাওয়ার পরেও পরিবর্তন করতে পারবেন)
রাউটার রিস্টার্ট হবে। পুনরায় কানেক্ট করুন
তারপর ল্যান সেটিং (Lan Setting) এ আপনার আইপি এড্রেস পরিবর্তন করতে হবে। যেমনঃ আগে ছিল 192.168.0.1 এটা
এখন নতুন আইপি এড্রেস হিসেবে আমরা 192.168.0.2 নিলাম (আপনার ইচ্ছা মত যেকোন সংখ্যা দিবেন শেষের 1 এর পরিবর্তে)।
(যদি একসাথে থাকে,তাহলে আগেই DHCP server ডিজেবল করবেন না)

তারপর সেভ দিবেন। রাউটার রিস্টার্ট হবে, সেভ করার পর খোজে বের করুন DHCP অপশন
এটা অনেক রাউটার এ আলাদাভাবে থাকে আবার অনেক সময় এডভান্স সেটিং (Advance Setting) বা ল্যান সেটিং (Lan Setting) এ থাকে। তারপর DHCP অপশনে এটা ডিজেবল (Disable) বা আনচেক করে দিন
এখন, আপনার ক্যাবলের এক প্রান্ত রাউটার A-এর Lan পোর্টে এবং দ্বিতীয় প্রান্ত রাউটার B-এর Lan পোর্টে সংযোগ দিবেন (কানেক্ট করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা ভাল)
আপনার কাজ শেষ। কিছুক্ষনের মধ্যে ইন্টারনেট চালু হয়ে যাবে।
সুবিধাঃ
- এক্ষেত্রে কানেকশন চালু হলে পরবর্তিতে যেকোন সময় রাউটারের সকল তথ্য পরিবর্তন করতে পারবেন (আপনার নতুন আইপি এড্রেস 192.168.0.2 এ প্রবেশ করে)
- আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন
- এমনকি মেইন রাউটারেও প্রবেশ করতে পারবেন, তথ্যও পরিবর্তন করতে পারবেন (192.168.0.1 এই এড্রেসে)
অসুবিধাঃ
- ল্যান টু ল্যান কানেকশন পদ্ধতি কিছুটা জটিল
তার বিহীন/ওয়্যারলেস কানেকশন

আপনার পাশের বাসায় ব্রডব্যান্ড লাইনের রেঞ্জ যদি আপনার বাসা পর্যন্ত আসে তাহলে আপনি কোন তার ছাড়াই সংযোগ নিতে পারবেন। এই পদ্বতি প্রায় ল্যান-ল্যান (Lan-Lan) কানেকশন এর মত
ধারাবাহিক ধাপঃ
আমাদের মেইন রাউটার A -তে কিছু করতে হবে না, দ্বিতীয় রাউটার শুধু পরিবর্তন করতে হবে
প্রথমে, আপনার দ্বিতীয় রাউটার অর্থাৎ রাউটার-B চালু (বিদ্যুৎ সংযোগ) করবেন। চালু করার পর মোবাইলে/পিসিতে কানেক্ট করে ডিফল্ট আইপি এড্রেস 192.168.0.1 এ প্রবেশ করুন
**192.168.0.1 এই এড্রেস যদি কাজ না করে, তাহলে আপনার রাউটারের পিছনে লেখা বা ম্যানুয়েলে লেখা আইপি এড্রেস এ ভিজিট করুন
নাম ও পাসওয়ার্ড চাইলে উভয় ক্ষেত্রে admin লিখবেন, তারপর লগ ইন করুন
এখন, আপনার ওয়াই-ফাই এর ইউজার নাম ও পাসওয়ার্ড সেট করবেন (*কানেকশন পাওয়ার পরে আর করা যাবে না)
রাউটার রিস্টার্ট হবে। পুনরায় কানেক্ট করুন, তারপর ল্যান সেটিং (Lan Setting) এ আপনার আইপি এড্রেস পরিবর্তন করুন। যেমনঃ আগে ছিল 192.168.0.1 এটা
এখন নতুন আইপি এড্রেস হিসেবে আমরা 192.168.0.2 অথবা 192.168.0.3 নিলাম (আপনার ইচ্ছা মত যেকোন সংখ্যা দিবেন শেষের 1 এর পরিবর্তে)। (**যদি DHCP অপশন একসাথে থাকে,তাহলে আগেই DHCP server ডিজেবল করবেন না)
তারপর সেভ দিবেন। রাউটার রিস্টার্ট হবে
এখন, ওয়্যারলেস ব্রিজ/ওয়্যারলেস কানেক্টশন (Wireless Repeating) অপশনে যান। এখানে যাওয়ার পর দেখবেন, আপনার নিকট বর্তী সকল কানেকশন গুলো দেখা যাচ্ছে
তারপর আপনার পাশের বাসার কানেকশন টি সিলেক্ট করুন এবং পাসওয়ার্ড দিন, ওকে করুন

সেভ করার পর খোজে বের করুন DHCP অপশন (ল্যান-ল্যান এর ছবিতে দেখুন)
এটা অনেক রাউটার এ আলাদাভাবে থাকে আবার অনেক সময় এডভান্স সেটিং/ ল্যান সেটিং এ থাকে। তারপর DHCP অপশনে এটা ডিজেবল/আন চেক করে দিন। কাজ শেষ, এখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে
সুবিধাঃ
- তার/ক্যাবল সেটআপের কোন ঝামেলা নেই
- খরচ কম, শুধু রাউটার কিনলেই হবে
অসুবিধাঃ
- এই কানেকশন পদ্ধতি কিছুটা জটিল
- আপনার রাউটারে কত জন কানেক্ট আছে দেখতে পারবেন না, তবে এন্ড্রইড এপ ব্যবহার করে দেখতে পারবেন, তবে ব্লক করা বা অন্যান্য সুবিধা পাবেন না। যেমন: Wi-Fi Fing
- এক্ষেত্রে একবার কানেকশন চালু হলে পরবর্তিতে আর আপনার রাউটারে কোন কিছু পরিবর্তন করতে পারবেন না
- তথ্য পরিবর্তন করতে চাইলে, রাউটার রিসেট দিয়ে পুনরায় আগের নিয়ম অনুসরণ করতে হবে
- মেইন রাউটারের তুলনায় অনেক কম স্পিড পাবেন
এই ছিলো রাউটার থেকে রাউটার সংযোগের সকল বিষয়বস্তু
পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
রাউটার থেকে রাউটার কানেকশন কত মিটার দূরে যায়
সর্বোচ্চ ১০০ মিটার
তার বিহীন রাউটার থেকে রাউটার সেটিং এর জন্য বলা হয়েছে, username and password দিতে হবে। এখানে username and password টি কোনটি ?
ছবিতে দেখুন স্যার, যার রাউটার থেকে কানেকশন নিবেন তার
চ্যানেল সংখ্যা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়,,কি করতে পারি।
চ্যানেল সংখ্যা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে,, কি করতে পারি??
মেইন রাউটার দিয়ে তার দিয়ে পাশের বাসায় আরেক রাউটারে ইন্টারনেট শেয়ার করেছি এখন ১০ এমবিপিএস স্পিড হলে কি ৫/৫ ভাগ হবে দুই রাউটারে?
মেইন রাউটার দিয়ে পাশের বাসায় তার দিয়ে আরেক রাউটার দিয়ে তার বাসায় ইন্টারনেট শেয়ার করেছি এখন আমার চুক্তির স্পিড ১০ mbps হলে কি এখন ২ রাউটারে ৫ mpbs / 5 Mbps এ ভাগ হয়ে যাবে?
মেইন রাউটার দিয়ে পাশের বাসায় তার দিয়ে আরেক রাউটার দিয়ে তার বাসায় ইন্টারনেট শেয়ার করেছি এখন আমার চুক্তির স্পিড ১০ mbps হলে কি এখন ২ রাউটারে ৫ mpbs / 5 Mbps এ ভাগ হয়ে যাবে
জি ভাগ হবে, তবে একসাথে না চালালে ফুল স্পিড পাবেন
লাইনের স্পিড যদি ৩০ হয়, রাউটার থেকে রাউটার কানেকশন থাকলে মেইন রাউটারে স্পিড কত দেখাবে আর ২য় রাউটারে স্পিড কত দেখাবে?
১০০% রেঞ্জে থাকলে ৩০ দেখাবে, নয়তো কম/বেশি হবে, ফাস্টডটকমে দেখবেন
আমি রাউটার থেকে রাউটারে সংযোগ করতে চাই, দুরত্ব ১০০মিটার। তবে মাঝখানে একটা জোড়া দিতে হবে। সংযোগ কি পাওয়া যাবে…? আর utp cable জোড়া দেওয়ার কোন উপায় আছে কিনা…?
১০০ মিটারের কিছু কম হলে ভালো রেজাল্ট পাবেন, জোড়া দেয়া যায় ডংগল ব্যবহার করে
২০০মিটার হলে কি কি সমস্যা হতে পারে,,,, যদি একটু বলতেন,,,,,
১০০ মিটারের বেশি হলে লাইন পাবে না
১০০মিটার পর একটা সেকেন্ডারি রাউটার বসালে তারপর ওই রাউটার থেকে আবার ১০০মিটার দূরে কি লাইন দিলে কি ইন্টারনেট পাবে?
এক রাউটার থেকে অন্য রাউটার এ সাব লাইম চালালে নেটওয়ার্ক প্রোভাইডার কোন আপত্তি করবে কিনা বা আইনত জটিলতা আছে কিনা বলবেন প্লিজ।
আপনার আইএসপির সাথে কথা বলে নিবেন, সমস্যা হবে না
১০০ মিটার দুরে ক্যাবল দিয়ে রাউটারে সংযোগ না দিয়ে সরাসরি কম্পিউটারে দিলে লাইন পাবে? এক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে ও সমাধান কি?
পাবে হয়ত, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না
একটি ভালোমানের ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার সাজেস্ট করুন মোটামুটি ১০০ মিটার দুর পর্যন্ত যেটা কানেকশন পাবে প্লিজ।
tenda/tp-link/xiaomi এর নিতে পারেন
ভাই, আমি যদি মেইন রাউটারের সঙ্গে সেকেন্ডারি রাউটার ব্যবহার না করে শুধু ক্যাবেলের মাধ্যমে ৪০-৫০ ফুট দূরত্বে ডেস্কটপ কানেক্ট করি তাহলে কেমন স্পিড পাওয়া যাবে?
স্পীড ভালই পাবেন
ভাইয়া আমার রাউটার থেকে আমি পাশের বাসার রাউটারে লাইন দিছি। তো আমার কথা হচ্ছে পাশের বাসায় লাইন দেয়া সেই রাউটারে কয়টা ডিভাইস চলছে তা জানার কোনো উপায় আছে কি????
যদি ল্যান টু ওয়ান দেন, তাহলে দেখা যাবে না। ল্যান টু ল্যান কানেকশন দিলে দেখতে পারবেন
আমার রাউটার থেকে একটা সাব রাউটারে আমার আন্টির বাসায় লাইন দিছি ৩৫ মিটার দূরত্বে। আরেকটা সাব রাউটার এড করতে হবে ৬০ মিটার দূরত্বে। এক্ষেত্রে দুইটা রাউটার এড করা কি উচিৎ হবে? আর যেহেতু দুইটা রাউটার এড করা হবে এক্ষেত্রে নিজের নেট বেশি কনজিউম করার মত শক্তি এবং দুইটা রাউটারে নেট সাপ্লাই দেওয়ার মত শক্তি আছে কিনা জানিনা। আমার সাধারণ রাউটার ১২০০ টাকা দাম। এক্ষেত্রে কি আমার রাউটার চেঞ্জ করা দরকার? চেঞ্জ করলে আপডেটেড ভালো রাউটার কোনটা? এবং কোনটা নেওয়া উচিৎ বলে মনে করেন?
দুইটা রাউটার এড করলে কোন সমস্যা হবে না, সাধারণ ৩০০ এমবিবিএস রাউটার দিয়ে অনায়েসে ৩-৪টা সাব লাইন দেয়া যায়, আপনার রাউটারে বেশি ইউজার হলে ডুয়েল ব্যান্ডের রাউটার ভাল হবে।
ভাই আমি নুতুন লাইন নিয়ে ছি ব্যবসার জন্য বাহিরে সাপ্লাই দিলে কি কি জিনিস লাগবে 300 এম বি বি এস এর দাম কত কয়টা রাউটার চালা যাব পার্টনারশিপ লাইন নেট লাইসেন্স করতে কত টাকা লাগে 1 কিলোর মধ্যে হটস্পট চালাকি যাবে 01710431347
ভাই আমি নুতুন লাইন নিয়ে ছি ব্যবসার জন্য বাহিরে সাপ্লাই দিলে কি কি জিনিস লাগবে 300 এম বি বি এস এর দাম কত কয়টা রাউটার চালা যাব পার্টনারশিপ লাইন নেট লাইসেন্স করতে কত টাকা লাগে 1 কিলোর মধ্যে হটস্পট চালাকি যাবে 01710431347
আমার রাউটার থেকে ওন্ন্য রাউটারে কানেকশন দিছি। লান ওয়ায়েন এর মাধ্যোমে।অনেক দিন ধরেই চলছিলো।গতকাল থেকে দিতীয় রাউটারে। মোবাইল গুলোর ইউটুব চলে কিন্তু ফেসবুক চলে না।ফেসবুক চলে ইউটুব চলে না। ইমো চলে না। ইত্যাদি।আমি এখুন কি করবো বলবেন একটু
unplug করে রিসেট দেন, মেইন রাউটার অফ করে অন করুন/রিসেট দেন
আনপ্লাগ করে রিসেট দেন, কাজ না হলে মেইন রাউটার রিসেট দেন
ক্যাবল ওপারেটর এর কাছে ফোন দিছি লাম।তারা বল্লো।ওপর থেকে সাইড লাইন ওফ করে দিছে।
এখুন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিযে।কোনো ভাবে সাইড লাইন চালানো যাবে নাকি।আমাকে একটু যানাবেন প্লিজ।
off করে দিলে চালানো যাবে না