৩৬৯ পদে নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৬১০০/২০১৯ এর আদেশ মোতাবেক নির্ধারিত বয়সসীমা শিথিল করে শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার পিটিশনারদের নিকট হতে “ডাটা এন্ট্রি অপারেটর” পদে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ৫১৯ টি উপজেলা/থানা নির্বাচন অফিসের জন্য আইপিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে ৫১৯ জন “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর” অস্থায়ী ভিত্তিতে (প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য) নিয়োগ করবে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | নির্বাচন কমিশন |
ওয়েবসাইট | http://www.ecs.gov.bd |
পদের সংখ্যা | ৩৬৯ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর, ২০২৪ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
নির্বাচন কমিশন নিয়োগ ২০২৪
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সংশ্লিষ্ট মামলার পিটিশনারগণ http://ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/১০/২০২৪ খ্রিঃ, সকাল-১০টা Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩১/১০/২০২৪ খ্রিঃ, বিকাল ০৫টা
আরো দেখুন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অনলাইন ফরম পূরণের নিয়মাবলী
প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক (https://ideajobs.ipeoplelimited.com) লিংকে গিয়ে সেই পদের নামে যাবতীয় তথ্যাদি পূরণপূর্বক ছবিসহ (৩০০ * ৩০০ পিক্সেল) জীবন-বৃত্তান্ত আপলোড করে আবেদন করতে পারবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে)। প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইলে এসএসএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। দেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সহায়তার জন্য জরুরী প্রয়োজনে ০৯৬৩৯৩৭৩৭৩৭ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে।
এখানে উল্লেখিত আবেদন জন্য লিংকে গেলে এই লেখাটি শো করছে। আজ ১০/০৯/২০২১ তারিখে প্রকাশিত নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সাময়িক স্থগিত করা হয়েছে। পরর্বতিতে সংশোধিত বিজ্ঞপ্তি পত্রিকার মাধ্যমে জানানো হবে।
খুব শীগ্রই হয়ত ঠিক হয়ে যাবে স্যার
ভাই কবে ঠিক হবে
আগেই বলা যাচ্ছে না স্যার
স্থগিত সারকুলাটা সংশোধিত হবে কবে??
404
Page not found!
আবেদন করা যাচ্ছে না
abedon ki hoiteche???\
জি হচ্ছে
Kothay abedon korboh
link ta to kaj kore na ……. apply kora jai na
পোস্টের নিচে আবেদন নিয়ম দেখুন, ঐখানে লিংক আছে
Link a kaj kore na kivabe abedon korbo?
হটাৎ লিংক বন্ধ করে দেয়া হয়েছে, অপেক্ষা করুন
আবার কি লিংক খুলে দেয়া হবে?? সত্যি কি নিয়োগ স্থগিত করা হয়েছে, নাকি সার্ভারে সমস্যা
আপাতত স্থগিত আছে, চালু হবে স্যার
প্রজেক্ট এর মেয়াদ কত বছর
এপ্লাই করা যাচ্ছে না।কবে থেকে করা যাবে?
চালু হবে খুব শিগ্রই
স্থগিত সারকুলারটিতে কি আবেদন করা যাচ্ছে??
চাকরি টা কত বছর জন্য চালু থাকবে বস????
উল্লেখ নাই স্যার
স্থগিত সারকুলারটিতে কি আবেদন করা যাচ্ছে??
না স্যার এখনো চালু হয়নি
ভাই কবে চালু হবে একটু জানাবেন
আসলে হটাৎ করে অফ করে দিছে, বলা যাচ্ছে না
আবেদনটি কি ভুয়া নাকি সার্ভারে সমস্যা করতেছে ?
আর, আবেদনের সময় বাড়াতে পারে কি ?
হঠাৎ স্থগিত করা হয়েছে
আপনার নম্বর টা দেবেন প্লিজ, আমার নম্বর 01973180020
404
Page not found!
আবেদন করা যাচ্ছে না
জি স্যার, আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে
ভাই আজকে শেষ দিন আবেদনের কিন্তু আবেদন করতে পারছি না
সময় হয়ত বাড়ানো হবে
আবেদন করা যাবে কি ?
ভাই এ প্রকল্পের তো মেয়াদ নাই তাহলে কতদিন পর্যন্ত চলবে চাকরি
ভাই এ প্রকল্পের তো মেয়াদ নাই তাহলে কতদিন পর্যন্ত চলবে চাকরি
উল্লেখ নাই স্যার
শেষ পর্যন্ত ত আবেদন ই করতে পারলাম না
AKON KI KORBO VAI
কবে এই লোক গুলোকে ভাইবার জন্য ডাকা হবে জানেন কি
না স্যার, এখনো জানা যায় নি
নিয়োগ কি চালু হয়েছে
মোবাইলে এসএমএস পাবেন
আপনি কি অ্যাপ্লাই করতে পেরেছিলেন??
নিয়োগ কি চালু হয়েছে
না স্যার, এখনো চালু হয়নি
নিয়োগ টা তে দেওয়া jsssl এটা কি জমুনা সেভ গার্ড সরবভির্স লিঃ না অন্য কোম্পানি
নিয়োগ কি চালু হবে৷
মাঝে মাঝে লিংক টা দেখেবেন, চালু হল কিনা
কবে চালু হবে নিয়োগ টা??
বলা যাচ্ছে না
হবিগঞ্জ জেলা কি কোনো আবেদন করা যাবে?
জি স্যার যাবে
Vai kobe theke apply kora jabe?
কোন নোটিশ পাওয়া যাচ্ছে না
কবে চালু হবে নিয়োগ টা
এই বিষয়ে কোন নোটিশ পাওয়া যায়নি স্যার
Cv upload e ki sodo cv upload korbo ?
ji sir
এই চাকরির জন্য কি কি কাগজ পাত্র প্রয়োজন তা তো দেওয়া হয়নি।
সিভি পাঠালেই হবে
রাজশাহী ও রংপুর বিভাগের খবর কি ?
দিবে হয়ত
ভাই পেজে তো ডুকতেই পারছিনা,,
এই প্রকল্পের মেয়াদ কতো দিন দয়া করে যদি বলতেন উপকৃত হতাম
২০২৩ সাল পর্যন্ত
ভাই এই প্রকল্পের মেয়াদ কত দিন।আপনি কি সঠিক জানেন?
উপরে দেখেন লেখা আছে
আইডিইএ ২ প্রকল্প কয় বছর
এই প্রকল্প নাকি ৫ বছর নিউজে আছে
২০২৪ সাল পর্যন্ত
স্যার চাকরি কি ভাবে হবে
রাজশাহীতে নির্বাচনী অফিসে
sms কবে দিবে ভাই।
দিবে, অপেক্ষা করুন
০৮/১০/২১ ইং তারিখের রংপুর বিভাগের ডাটাএন্ট্রি অপারেটর এর পরীক্ষা কবে হবে?
হলে মেসেজ পাবেন
১৬ তারিখ পরীক্ষা। কত জন পরীক্ষার্থী এটা কি জানা যাবে।পরীক্ষা কি এম.সি.কিউ হবে।
নোটিশ চেক করেন
আপনি কোন অঞ্চলের জন্য আবেদন করছেন?
রংপুর আর রাজশাহী বিভাগের ডাটা এন্ট্রি এর পরীক্ষা কোথায় হবে
আগেই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না
আমার এডমিট কাডে অন্যের ছবি আসছে এখন আমার করণীয় কি??
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন
প্রকল্প কাযালায়ের ফল প্রকাশ কবে হবে??
প্রকল্প কাযালায়ের ফল কবে প্রকাশিত হবে??
প্রকাশ হলে মেসেজ পাবেন
স্যার,১৬-১০-২১ তারিখের সিলেট ও ময়মনসিংহের ডাটাএন্ট্রি অপারেটর পরীক্ষাটির রেজাল্ট হয়েছে কি?
রেজাল্ট হলে মেসেজ পাবেন স্যার
ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে আনুমানিক। জানালে উপকৃত হতাম
কমিল্লা চট্টগ্রাম এসএমেজ কবে দেবে
অপেক্ষা করুন স্যার, দিবে
আর কত দিন লাগবে
এখন কত দিন লাগবে বলবেন
আচ্ছা ভাই প্রকল্প কর্যলয় এর অধিনে ডেসপ্যাস অপারপটর ও প্যকিং অপারেটর এই পদগুলো কি ঢাকায় জব করবে না আর কোন বিভাগে, না অফিস থেকে যে বিভাগে দিবে সেখানে
প্রকল্প কার্যলয় ডেসপ্যাস অপারেটর আর প্যকিং অপারেটর এর জব কি ঢাকাতে করা লাগবে না বিভিন্ন জেলায় জানাবেন পিলিজ
Result kabe dibe vai.
সময় হলেই দিবে স্যার
২০২৪ সাল পর কি বাদ দিবে নাকি।।
প্রকল্প কাযালায়ের ফলাফল কবে দিবে??
কুমিল্লা চট্টগ্রাম এর এস এ মেস আর কত দিন পড়ে দিবে
১৬ অক্টোবর পরীক্ষার রেজাল্ট কি দিছে
প্রকল্প কার্যলয়ের মেশিন অপারেটর ডেসপ্যাস অপারেটর মেশিন মেকানিকাল প্যাকিং অপারেটর প্যাকিং সুপার ভাইজার সব রেজাল্ট হয়েছে জয়েন্ট নভেম্বরের১ তারিখ
রাজশাহী এবং রংপুরের পরীক্ষা কি হয়ে গেছে
জি
রংপুর এবং রাজশাহীর ডাটা এন্ট্রি অপারেটর এর পরীক্ষা কি হয়ে গেছে
জি হয়ে গেছে
ভাই কুমিল্লা চট্টগ্রাম sms কবে দেবে
অপেক্ষা করুন দিবে
আমাকে ভাইভার জন্য ডাকা হয়েছে। কিন্তু রেজাল্ট সীটে আমার নম্বর নাই।এর কারণ কি।
সমস্যা নেই, আপনি ভাইভা দেন
রোল নম্বর ছাড়া কিভাবে ডাকবে আমায়,
নাম ধরে কি। আর কোন তারিখে ভাইবা হবে জানবো কেমন করে। জানেন কি
আর কত দিন লাগবে
কুমিল্লা চট্টগ্রাম এরsms দিয়েছে
৬/৭তারিখে ভাইভা কি স্থাগিত ভাই।
জানেন কি?
৬/৭ তারিখের ভাইভা কি স্থাগিত জানেন কি ভাইয়া।
আপনার তো মেসেজ পাওয়ার কথা
না ভাই sms দেয় নাই তো।
না ভাই sms দেয় নাই তো।
আসলে ভাইভা কি স্থাগিত হয়েছে।
অপেক্ষা করেন, মেসেজ আসবে
কুমিল্লা চট্টগ্রাম এর Sms দিয়েছে
ভাই কুমিল্লা চট্টগ্রাম sms কবে দেবে
ভাই কুমিল্লা চট্টগ্রাম এর sms কবে দেবে?
নতুন নিয়োগ কবে আসবে
স্যার এই প্রজেক্ট শেষ হয়ে গেলে নতুন প্রজেক্ট কি শুরু হবে
হতে পারে
এই প্রজেক্ট কত দিন চলবে স্যার
সম্ভবত ২৩/২৪ সাল পর্যন্ত