ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলারঃ ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং” শীর্ষক প্রকল্পের আওতায় | সাকুল্য বেতনে শুধুমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট (http://landzoning.teletalk.com.bd) আবেদন আহ্বান করা যাচ্ছে।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পদের সংখ্যাঃ ০৮ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি থেকে স্নাতক
আবেদনে ইচ্ছুক প্রার্থীকে http://landzoning.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করিতে হইবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ-
- i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৫/০৬/২০২৩, সকাল ১০টা।
- ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৫/০৭/২০২৩, বিকাল ৫টা।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd www.landzoning.gov.bd এ পাওয়া যাবে।
