বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (আউটসোর্সিং)

নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ৫১৯ টি উপজেলা/থানা নির্বাচন অফিসের জন্য আইপিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে ৫১৯ জন “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর” অস্থায়ী ভিত্তিতে (প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য) নিয়োগ করবে।

নির্বাচন কমিশন নিয়োগ ২০২২

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠাননির্বাচন কমিশন
ওয়েবসাইটhttp://www.ecs.gov.bd
শূণ্য পদস্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর
পদের সংখ্যা৫১৯ জন
বয়সসীমা১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/সমমান
আবেদনের শেষ তারিখ০৬ এপ্রিল, ২০২২
আবেদনের মাধ্যমঅনলাইনে

আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৫১৯ টি উপজেলা/থানা নির্বাচন অফিসের জন্য আইপিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে ৫১৯ জন “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর” অস্থায়ী ভিত্তিতে (প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য) নিয়োগ করবে।

পদের নামঃ স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর
পদের সংখ্যাঃ ৫১৯ জন
শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতাঃ
এইচএসসি বা সমমান পাশ হতে হবে এবং যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইন্সটিটিউট হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। নির্বাচন কমিশনের সমজাতীয় প্রকল্পে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের অগ্রাধিকার প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে (https://ideajobs.ipeoplelimited.com) ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি

>>আরো বিস্তারিত এখানে<<

আরো দেখুন-

অনলাইন ফরম পূরণের নিয়মাবলী

প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক (https://ideajobs.ipeoplelimited.com) লিংকে গিয়ে সেই পদের নামে যাবতীয় তথ্যাদি পূরণপূর্বক ছবিসহ (৩০০ * ৩০০ পিক্সেল) জীবন-বৃত্তান্ত আপলোড করে আবেদন করতে পারবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে)। প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইলে এসএসএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। দেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সহায়তার জন্য জরুরী প্রয়োজনে ০৯৬৩৯৩৭৩৭৩৭ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে।

বিঃ দ্রঃ একজন প্রার্থী শুধুমাত্র একটি প্যাকেজের আবেদন করতে পারবেন, আবেদন এর সময়সীমা ০৬-০৪-২০২২ ইং তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।

নিয়মিত চাকরির বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন

126 thoughts on “বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (আউটসোর্সিং)”

  1. এখানে উল্লেখিত আবেদন জন্য লিংকে গেলে এই লেখাটি শো করছে। আজ ১০/০৯/২০২১ তারিখে প্রকাশিত নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সাময়িক স্থগিত করা হয়েছে। পরর্বতিতে সংশোধিত বিজ্ঞপ্তি পত্রিকার মাধ্যমে জানানো হবে।

    Reply
  2. আবার কি লিংক খুলে দেয়া হবে?? সত্যি কি নিয়োগ স্থগিত করা হয়েছে, নাকি সার্ভারে সমস্যা

    Reply
  3. আবেদনটি কি ভুয়া নাকি সার্ভারে সমস্যা করতেছে ?
    আর, আবেদনের সময় বাড়াতে পারে কি ?

    Reply
  4. ভাই আজকে শেষ দিন আবেদনের কিন্তু আবেদন করতে পারছি না

    Reply
  5. ভাই এ প্রকল্পের তো মেয়াদ নাই তাহলে কতদিন পর্যন্ত চলবে চাকরি

    Reply
  6. ভাই এ প্রকল্পের তো মেয়াদ নাই তাহলে কতদিন পর্যন্ত চলবে চাকরি

    Reply
  7. এই চাকরির জন্য কি কি কাগজ পাত্র প্রয়োজন তা তো দেওয়া হয়নি।

    Reply
  8. এই প্রকল্পের মেয়াদ কতো দিন দয়া করে যদি বলতেন উপকৃত হতাম

    Reply
  9. ভাই এই প্রকল্পের মেয়াদ কত দিন।আপনি কি সঠিক জানেন?

    Reply
  10. ০৮/১০/২১ ইং তারিখের রংপুর বিভাগের ডাটাএন্ট্রি অপারেটর এর পরীক্ষা কবে হবে?

    Reply
  11. ১৬ তারিখ পরীক্ষা। কত জন পরীক্ষার্থী এটা কি জানা যাবে।পরীক্ষা কি এম.সি.কিউ হবে।

    Reply
  12. রংপুর আর রাজশাহী বিভাগের ডাটা এন্ট্রি এর পরীক্ষা কোথায় হবে

    Reply
  13. আমার এডমিট কাডে অন্যের ছবি আসছে এখন আমার করণীয় কি??

    Reply
  14. স্যার,১৬-১০-২১ তারিখের সিলেট ও ময়মনসিংহের ডাটাএন্ট্রি অপারেটর পরীক্ষাটির রেজাল্ট হয়েছে কি?

    Reply
  15. ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে আনুমানিক। জানালে উপকৃত হতাম

    Reply
  16. আচ্ছা ভাই প্রকল্প কর্যলয় এর অধিনে ডেসপ্যাস অপারপটর ও প্যকিং অপারেটর এই পদগুলো কি ঢাকায় জব করবে না আর কোন বিভাগে, না অফিস থেকে যে বিভাগে দিবে সেখানে

    Reply
  17. প্রকল্প কার্যলয় ডেসপ্যাস অপারেটর আর প্যকিং অপারেটর এর জব কি ঢাকাতে করা লাগবে না বিভিন্ন জেলায় জানাবেন পিলিজ

    Reply
  18. ১৬ অক্টোবর পরীক্ষার রেজাল্ট কি দিছে

    Reply
  19. প্রকল্প কার্যলয়ের মেশিন অপারেটর ডেসপ্যাস অপারেটর মেশিন মেকানিকাল প্যাকিং অপারেটর প্যাকিং সুপার ভাইজার সব রেজাল্ট হয়েছে জয়েন্ট নভেম্বরের১ তারিখ

    Reply
  20. রাজশাহী এবং রংপুরের পরীক্ষা কি হয়ে গেছে

    Reply
  21. রংপুর এবং রাজশাহীর ডাটা এন্ট্রি অপারেটর এর পরীক্ষা কি হয়ে গেছে

    Reply
  22. আমাকে ভাইভার জন্য ডাকা হয়েছে। কিন্তু রেজাল্ট সীটে আমার নম্বর নাই।এর কারণ কি।

    Reply
      • রোল নম্বর ছাড়া কিভাবে ডাকবে আমায়,
        নাম ধরে কি। আর কোন তারিখে ভাইবা হবে জানবো কেমন করে। জানেন কি

        Reply
  23. না ভাই sms দেয় নাই তো।
    আসলে ভাইভা কি স্থাগিত হয়েছে।

    Reply
  24. স্যার এই প্রজেক্ট শেষ হয়ে গেলে নতুন প্রজেক্ট কি শুরু হবে

    Reply

Leave a Comment