ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ২ টি

👥 পদের সংখ্যা: ৬০ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২৫

৬০টি পদে ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেসরকারী এনজিও সংস্থা ওয়েব ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ডোমেইন-এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বান্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিচে লিখিত পদসমূহে দরখাত্ত আহবান করা হচ্ছে।

জেলাসকল জেলা
চাকরির ধরনএনজিও চাকরি
প্রতিষ্ঠানওয়েব ফাউন্ডেশন
ওয়েবসাইটwavefoundationbd.org
পদের সংখ্যা৬০ জন
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ০৪ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ ২০২৫

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এক কপি ছবি সহ ০৪-১০-২০২৫ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক-বি, রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।

wave foundation job circular 2025
ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখতে পারেন-

WAVE Foundation NGO Job Circular 2025

সকল পদের জন্য উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও রিজিওনাল ম্যানেজার ব্যতীত সকল পদে আবাসন সুবিধা থাকবে। ৬ মাস পর কাজের ফলাফল মুল্যায়ণের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকুরী স্থায়ীাকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।

ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ৫/২০টি শাখা সমন্বয়ের ৩/৭ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনভাতা হবে ০৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৪৫,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা অথবা, ৩৫১০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা। মোটর সাইকেল ভাতা ৪,০০০/৩,০০০ টাকা, যোগাযোগ ভাতা ৩০০০ টাকা, টিফিন ভাতা ১২৫০ টাকা।

খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

1 thought on “ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

Leave a Comment