📁 পদ ক্যাটাগরি: ৩ টি
👥 পদের সংখ্যা: অনির্দিষ্ট জন
⏰ আবেদনের সময় বাকি: ২৭ দিন
📅 আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৩টি পদে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগ ২০২৬ প্রকাশ। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি একটি শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যা ইসলামী নৈতিকতা ও আধুনিক আর্থিক উদ্ভাবনের সমন্বয়ে নির্ভরযোগ্য, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদান করে। ব্যাংকটি বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে জেনারেল ম্যানেজার (GM) স্তরের নিম্নোক্ত সিনিয়র পদসমূহে যোগ্য, দক্ষ ও নৈতিক পেশাজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করছে।
| চাকরির ধরণ | বেসরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| নিয়োগ দাতা প্রতিষ্ঠান | সম্মিলিত ইসলামী ব্যাংক |
| শূণ্যপদ | ৩টি |
| পদের সংখ্যা | অনির্দিষ্ট |
| বয়সসীমা | ১৮-৫৭ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগ ২০২৬
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে-
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
- কভার লেটার
- শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি
- জাতীয় পরিচয়পত্রের কপি
- ১ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
সফট কপি (PDF) ইমেইল করতে হবেঃ ds.cbb@fid.gov.bd
আবেদনের ঠিকানাঃ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, রুম নং–৩২৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
