ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৭৫০ জন)

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ ২০২২ঃ ইউনিয়ন, উপজেলা বা থানা স্বাস্থ্য কমিউনিটি/পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Rural Health Community Center Job Circular 2022 প্রকাশ হয়েছে। নারী ও শিশুর কল্যাণে স্বাস্থ্য সেবায় কাজ করতে আগ্রহী জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জামানত বিহীন শর্ত সাপেক্ষে নিম্নলিখিত পদসমূহে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানপরিবার পরিকল্পনা কেন্দ্র
মোট পদ০৫ টি
পদের সংখ্যা৭৫০ জন
বয়সঅনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক/বিএ
আবেদনের শেষ তারিখ১২ জানুয়ারি, ২০২২
আবেদনের ঠিকানা (ইমেইল)[email protected]

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ ২০২২

পরিবার পরিকল্পনা কেন্দ্র এর মাধ্যমে দেশব্যাপী উপজেলা/ ইউনিয়ন/ ওয়ার্ড পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটিতে কাজ করতে আগ্রহী পুরুষ/ মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থী এক কপি পিপি সাইজ ছবি মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী ১২/০১/২০২২ তারিখে মধ্যে দরখাস্ত শুধুমাত্র বিজ্ঞপ্তিতে দেয়া ই-মেইলে পাঠাতে হবে এবং কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ উপজেলার মধ্যে রাখা হবে। সকল কর্মকর্তাদের দূর্ঘটনাজনিত স্বাস্থ্য বীমা চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে।

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি
পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

সতর্কীকরণ বার্তাঃ কোন ধরণের টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন, এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রজবসবিডি-এর নয়। চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো দেখতে পারেন-

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ 2022

শূণ্যপদঃ জেলা প্রোগ্রাম অফিসার
পদের সংখ্যাঃ ২৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান পাশ
বেতনঃ ২৯,৬০০ টাকা

শূণ্যপদঃ উপজেলা অডিট অফিসার
পদের সংখ্যাঃ ৬৪ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বিএ/সমমান পাশ
বেতনঃ ২৫,৩০০ টাকা

শূণ্যপদঃ মা ও শিশু কমিউনিটি অফিসার
পদের সংখ্যাঃ ৮০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাশ
বেতনঃ ২১,১০০ টাকা

শূণ্যপদঃ পরিবার পরিকল্পনা পরিদর্শক
পদের সংখ্যাঃ ৫১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাশ
বেতনঃ ১৯,৮০০ টাকা

শূণ্যপদঃ ইউনিয়ন অডিট অফিসার
পদের সংখ্যাঃ ৯৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাশ
বেতনঃ ১৮,৫০০ টাকা

শূণ্যপদঃ সহকারী কমিউনিটি অফিসার
পদের সংখ্যাঃ ৯৮ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাশ
বেতনঃ ১৫,২০০ টাকা

শূণ্যপদঃ ওয়ার্ড ভিজিটর
পদের সংখ্যাঃ ৭০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/সমমান পাশ
বেতনঃ ১৫,২০০ টাকা

আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নম্বর এবং জীবন-বৃত্তান্তসহ আগামী জুলাই, ২০২২ তারিখের মধ্যে নিচের ই-মেইলে স্বাস্থ্য বিভাগ বরাবর আবেদন করতে হবে। কর্মস্থলে প্রশিক্ষণ নিজ উপজেলায় রাখা হবে। সকল পদে পুরুষ/মহিলা ও উপজাতি আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাইকৃত হলে পদ অনুসারে ল্যাপটপ ও মোটর সাইকেল প্রদান করা হবে এবং বাছাইকৃত প্রার্থীদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুযোগ থাকবে। নিজের ইমেইল/অন্য যেকোন ইমেইলে আবেদনপত্র/দরখাস্ত পাঠানো যাবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ টাকা পয়সার লেনদেন করবেন না। বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করে আবেদন করবেন।

নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন

58 thoughts on “ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৭৫০ জন)”

  1. ভাইয়া এইসব ভুয়া নিউজ আপনাদের পেজে দিবেন না।না দিলে খুশি হবো কেননা সাস্থ্য অধিদপ্তরের website এ এরকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই।mind it

    Reply
    • স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি না, বেসরকারি প্রতিষ্ঠান। তবে যাচাই করে আবেদন করবেন

      Reply
      • ভাইয়া আবেদন কি ইংরেজিতে করবো নাকি বাংলায়।
        আর ফটোকপি কিভাবে ইমেইল এ দিবো পিক তুলে দিবো? একটু জানাইলে খুব উপকৃত হবো

        Reply
        • দুইভাবে করতে পারবেন, সিভি পাঠাতে হবে, কোন টাকা দিবেন না ভুলেও

          Reply
          • টাকা খুজতেছে এটা কিভাব বিলিভ করতে পারি বলেেন।আজকে আমাকে ফোনে টাকা খুঁজতেছে তার ব্যাপারে আপনার মতামত কি জানাবেন

    • একদম ঠিক বলেছেন ভাই, এরা ১৯৪০-৫০৪০ টাকা পর্যন্ত টাকা চায় বিকাশ, ডাচ, বা নগদের মাধ্যমে। প্রথমে একজন তথ্য অফিসার সেজে জানায় যে আপনি সিলেক্টেড, পরে আরেকজন কে ফোনে ধরিয়ে বোঝাবে যে আপনি সত্যি ই সিলেক্টেড, এবং আপনার ট্রেইনিং এর কাগজপত্র ও আইডি এর জন্যে আপনাকে টাকা পে করতে হবে। আর আপনাকে এমনভাবে তাড়া দেবে যে আপনি এর সত্যতা অসত্যতা কিছুই যাচাই বাছাই করতে পারবেন না। প্লিজ এমন ফ্রড দের নিউজ যাচাই বাছাই ছাড়া দেবেন ন।

      Reply
  2. এইগুলো ভুয়া সার্কুলার না দিয়াই ভালো। অযথা মানুষের বিবদ্ভ্রান্ত করে।

    Reply
    • হ্যালো আসসালামু আলাইকুম এই চাকরির নিয়োগ টা পুরোটাই ভুয়া এরা আমার থেকে 6000 টাকা নিসে এখন আবার 2000 টাকা চাইতেছে এটা হানডেট পারসেন ভুয়া প্লিজ
      কেউ টাকা পয়সা দিবেন না

      Reply
  3. চাকরি প্রত্যাশীদের বিশেষভাবে অনুরোধ করবো যে, কোন চাকরির আগে ওই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুন এবং বুঝুন। আর একটা বিষয় মনে রাখবেন কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য টাকা নেয় না। তারা শুধু চাকরি প্রত্যাশীদের মধ্যে ভালো করে বেছে বেছে ভালো ব্যক্তিদেরকে নেয়। তাই সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি কোন চাকরির জন্য কোন প্রকার টাকা লেনদেন করিবেন না। জনস্বার্থে কমান্ডো করা হলো।
    সাংবাদিক তারিকুল ইসলাম মিঠু।

    Reply
    • ভাইয়া আমাকে ফোন করে ফি জমা করতে ১৯৪০ টাকা।আমার ফাইল নাকি রেডি করা হচ্ছে।এটা কতটুকু সত্য?

      Reply
  4. ১০০% প্রতারণা
    কেউ প্রতারিত হবেন না।
    সিকিউরিটি কথা বলে টাকা চাইবে।

    Reply
  5. এইটা সম্পূর্ণ ভুয়া নিয়োগ।
    দয়াকরে আপনারা এই নিয়োগগুলো আপনাদের পেজে শেয়ার দিবেন না। এতে অনেক বেকার যুবক ক্ষতিগ্রস্ত হবে।

    Reply
  6. এইসব ভুয়া চাকরি প্রথমে বলবে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কর্মপারম করতে এখন বিকাশে টাকা পাঠান,;টাকা পাঠাবেন আর কোনো খবর নাই মোবাইল বন্ধ😁😁

    Reply
  7. আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিশ্চয়ই টাকা পান তা না হলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন না

    Reply
          • আমার কাছে কল করে টাকা চাইছে । বলতেছে আমার চাকরি কনফার্ম । এখন আমার কি করা উচিত ? এরা কি আসলেই ভূয়া। কেউ একটু বলবেন দয়া করে ।

          • আপনার জেলা উপজেলায় এদের কোন অফিস আছে কিনা, আগে যাচাই করেন। টাকা পাঠানোর দরকার নেই

  8. হ্যালো আসসালামু আলাইকুম এই চাকরির নিয়োগ টা পুরোটাই ভুয়া এরা আমার থেকে 6000 টাকা নিসে এখন আবার 2000 টাকা চাইতেছে এটা হানডেট পারসেন ভুয়া প্লিজ
    কেউ টাকা পয়সা দিবেন না

    Reply
  9. ভাই আমার কাছে 1940 টাকা চাইছে,,, আপনার কাছে কত চাইছিলো?

    Reply
  10. এটা তো ভুয়া আপনারা এখানে দিছেন কেন।টাকা দিছে সংবাদ করার জন‍্য তাই

    Reply

Leave a Comment