রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division- এর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এর জনবল জরুরি ভিত্তিতে নিয়োগের নিমিত্ত এ পর্যায়ে নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2023

কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা/মাপ- ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ বয়সসীমাঃ গ্রেড-৪ এর ক্ষেত্রে ৪৮ বছর এবং গ্রেড-৫ ও গ্রেড-৬ এর ক্ষেত্রে ৪০ বছর।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-২
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-৩

বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলিঃ-

১. প্রথম ১ (এক) বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল এবং/অথবা পারফরম্যান্সের ভিত্তিতে ২ (দুই) বছর পর্যন্ত বর্ধিত হতে পারে; প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে এনপিসিবিএল-এ চাকুরি নিয়মিতকরণ/ নিশ্চিতকরণ করা হবে।

২. কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল কর্তৃক নির্ধারিত যেকোন স্থানে।\

৩. প্রবেশনকালে উপরের টেবিলে বর্ণিত হারে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে।

৪. এনপিসিবিএল-এর চাকুরি নিয়মিতকরণ/ নিশ্চিতকরণের পর উপরের টেবিলে বর্ণিত মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০%-৬০% হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বীমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএল-এর বিধিমালা/ নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

৫. যোগদানকারীকে তার যোগদানের সময় এ মর্মে অঙ্গীকার নামা (Surety Bond) দাখিল করতে হবে যে, তিনি এনপিসিবিএল-এ যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ (দশ) বছর [প্রযোজ্যতা অনুসারে ৬০ (ষাট) বছর বয়স পূর্তি পর্যন্ত| চাকুরি করবেন এবং যদি এনপিসিবিএল-এ ১০ (দশ) বছর চাকুরি সমাপ্তির পূর্বে [প্রযোজ্যতা অনুসারে ৬০ (ষাট) বছর বয়স পূর্তি পূর্বে] স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোন কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএল-এর অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।

৬. এনপিসিবিএল-এ যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে; এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকুরির অবসানসহ যেকোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ ২০২৩

আবেদন ও নির্বাচন পদ্ধতিঃ-

১. আগ্রহী প্রার্থীকে “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ০৮.০৫.২০২৩ তারিখ থেকে ২২.০৫.২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://npcbl.teletalk.com.bd ঠিকানায় “Online Application Form” পাওয়া যাবে।

২. বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে “আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC)” সংগ্রহ করতে হবে এবং উক্ত NOC মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

৩. প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য http://npcbl.teletalk.com.bd ঠিকানায় উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যেকোন Teletalk Mobile Connection থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।

৪. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। বিদেশী সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না ।

৫. যেকোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

৬. এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধি/হ্রাস করার এবং যেকোন বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বিস্তারিত তথ্যের জন্য দয়া করে ভিজিট করুন- www.rooppurnpp.gov.bd অথবা http://npcbl.portal.gov.bd

Leave a Comment