প্রিমিয়াম সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৪ টি

👥 পদের সংখ্যা: ৯৪ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫

৯৪টি পদে প্রিমিয়াম সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সার্বিক কানাডিয়ান ব্যবস্থাপনায় পরিচালিত বুটিক রিটেইল ও রেস্টুরেন্ট ব্র্যান্ড প্রিমিয়াম সুইটস জরুরী ভিত্তিতে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী/ প্রার্থীণীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহনের আহবান করছে। অপারেশন নিয়ন্ত্রণ, সেলস ও রেভিনিউ বৃদ্ধি, অপারেশনাল ইফিসিয়েন্সি উন্নয়ন, বিজনেস অপারেটিং কস্ট রিডাকশন ও প্রিমিয়াম ব্রান্ডের মান উত্তরোত্তর বৃদ্ধিতে নেতৃত্ব দিয়ে আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে আজই আমাদের টিমে যোগ দিন।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিপ্রিমিয়াম সুইটস
ওয়েবসাইটhttps://premiumsweets.ca
পদের সংখ্যা৯৪টি
বয়স১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ৩১ আগস্ট, ২০২৫

প্রিমিয়াম সুইটস নিয়োগ ২০২৫

আবেদন করার নিয়মাবলীঃ আবেদনকারীগণ নির্ধারিত দিনে সরাসরি স্বাক্ষাৎকারের জন্য নিম্নে বর্ণিত কাগজপত্রসহ সরাসরি যোগাযোগ করুন।

  • (১) পদের নাম উল্লেখ পূর্বক আবেদন পত্র
  • (২) পূর্ণ বায়োডাটা
  • (৩) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • (৪) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • (৫) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র
  • (৬) ন্যাশনাল আইডি / নাগরিকত্ব সনদের কপি

শুধুমাত্র ব্রাঞ্চ ম্যানেজার (এটি একটি সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন) পদের জন্য আবেদনকারীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আগামী ৩১-০৮-২০২৫ তারিখের মধ্যে hr@tickerjob.com ঠিকানায় ই-মেইল করুন। আবেদনকারী প্রার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আলাদা ভাবে ইন্টারভিউর জন্য যোগাযোগ করা হবে।

সরাসরি সাক্ষাৎকারের তারিখঃ ২৬, ২৭, ২৯, ৩০ আগস্ট, ২০২৫ইং
সময়ঃ সকাল ১১:০০ হতে দুপুর ৪:০০ পর্যন্ত। (সরাসরি সাক্ষাৎকারে আগে আসা প্রার্থীগণ নিয়োগ প্রক্রিয়ায় আগ্রাধিকার পাবেন)
ঠিকানাঃ প্রিমিয়াম সুইটস প্লট নং ২২, (৭ম তলা) রব সুপার মার্কেট, গুলশান সার্কেল ২, ঢাকা

premium sweets job 2025
প্রিমিয়াম সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment