প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ৬৩৮টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন এর অধীনে চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিমোক্ত শর্ত সাপেক্ষে ওয়েবসাইট-এ নির্ধারিত ফরম ডাউনলোড করে স্বহস্তে পুরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ ২০২৫
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠান | প্রাণিসম্পদ অধিদপ্তর |
ওয়েবসাইট | http://dls.gov.bd |
পদের সংখ্যা | ৬৩৮ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের মাধ্যম | অনলাইনে ও ডাকযোগে |
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025
আবেদনের ঠিকানাঃ http://job.dls.gov.bd

Department of Livestock Services job circular 2025
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিচে সাক্ষরকারীর ঠিকানায় আগামী ১২-০১-২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৫ ঘটিকার মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাতে হবে।
নিম্নবর্ণিত কাগজপত্রাদি আপনাকে আবেদনপত্রের সাথে পাঠাতে হবে। নিচের লিস্টটি প্রাণিসম্পদ অধিদপ্তর প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি হতে নেওয়া হয়েছে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সত্যায়িত);
- অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি;
- ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
- চারিত্রিক সনদের মূল কপি;
- নাগরিকত্বের সনদপত্র (সত্যায়িত);
- জন্ম সনদপত্র/জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত);
- ড্রাইভিং লাইসেন্সের কপি (সত্যায়িত);
- এবং একটি ফেরৎ খাম।
সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে (খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে।
I badly need this job. Please kindly response sir
01734484359